আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো
তো আজকে আমরা মনেক মজার একটা এপ নিয়ে আলোচনা করব সেটা হলো
Sky view এটা এমন একটা এপ যার মাধ্যমে বাড়িতে বসে পুরো সৌরজগত ঘুরতে পারবে আর অনেক মজার জিনিস দেখতে পারবেন হ্যা এর একটা বিশেষ ভালো দিক হলো এটা দিয়ে সৌরজগতের সবকিছু লাইভ দেখতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক
App Details

App name: Sky View
App size: 56 mb
Download link
?
Play store link (paid- price 1.99$)
?
Drive link (free)
তো প্রথমে এপটি ডাউনলোড করে ওপেন করলে এইরকম আসবে
নেক্সটে ক্লিক করুন

তারপর এখানে ক্লিক করে লোকেশন পারমিশন দিয়ে দিন

যদি সরাসরি সবকিছু ক্যামেরা দিয়েও দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন আর সমস্ত পারমিশন দিয়ে দিন

এরপর এইরকম আসবে এখান থেকে আপনি আপনার মোবাইল ঘুরিয়ে সবকিছু ৩৬০° ভাবে দেখতে পারবন

তো এখন যেইটার বিষয়ে জানতে চান ওইটা তে ক্লিক করুন সমস্ত ডিটেইলস দেখাবে এমনকি কখন কোথায় যাবে মানে কক্ষপথ ওইটাও দেখাবে?

বিভিন্ন সেটিংস নাইট মোড, লোকেশান, টাইম ডেট ইত্যাদি পরিবর্তন করতে এখানে ক্লিক করুন ??

আপনি চাইলে টাইম আর ডেট পরিবর্তন করে দেখতে পারবেন কোন গ্রহ কখন কোথায় ছিল আর পরে কোথায় যাবে

এইরকম আরো অনেক মজার জিনিস আছে যা নিজে না দেখলে বুঝতে পারবেন না ?

তো এই এপ টা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না☺

আর আমি ট্রিকবিডিতে নতুন লেখছি তাই সম্পুর্ণ লেখায় কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন ?

তাহলে আজকে এই পর্যন্ত ই সামনে আরো ভালো নতুন কোনো ট্রিকস নিয়ে আসার চেষ্টা করব ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ?
আসসালামুয়ালাইকুম

ফেইসবুকে আমি

9 thoughts on "মহাবিশ্ব নিয়ে অসাধারণ একটা পেইড এপ নিয়ে নিন ফ্রিতে(যারা মহাবিশ্বনিয়ে জানতে চান অবশ্যই দেখবেন)"

    1. Avatar photo MK Husain Author Post Creator says:
      Thank you ❣
    1. Avatar photo MK Husain Author Post Creator says:
      Thank you ❣
  1. Avatar photo Shakil Ahmed R Contributor says:
    Age thekei jani tobuo tnx
    1. Avatar photo MK Husain Author Post Creator says:
      Welcome❣
  2. Avatar photo Nishan khan Subscriber says:
    চমৎকার জিনিস।
    এরকম ইউনিক জিনিস মাঝেমধ্যে শেয়ার কইরেন ব্র। থাংকু
    1. Avatar photo MK Husain Author Post Creator says:
      ji try korbo ?

Leave a Reply