আসসালামুআলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন।কারণ ট্রিকবিডি সাথে থাকলেই সব সময় ভালো থাকা যায়।
ট্রিকবিডি এমন একটি প্লাটফর্ম যেখানে নিত্য নতুন টেকনিকাল এবং টিপ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ট্রিক নিয়ে হাজির হলাম।
টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন। আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের মাঝে চমৎকার একটি অ্যাপ শেয়ার করব।
আপনাদের ফোনের ওয়ালপেপারে, টাইম, চার্জের পার্সেন্ট, কম্পাস, র‍্যাম ইউজ,সহ আরো অনেক কিছু।
ফোনের ওয়ালপেপার এ খুব সহজেই এতগুলো কিছু যোগ করে রাখতে পারবেন অবাক করা সিস্টেম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
চার্জের পার্সেন্ট অনেক ফোনে দেখার সিস্টেম নেই, অনেক ফোনে আছে ছোট করে লেখা।
কিন্তু আজকে যে অ্যাপসটি দেবো, চার্জের পার্সেন্ট বড় করে দেখাবে, এবং টাইম বড় করে দেখাবে সেকেন্ড সহ।
আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।
প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

এবার এপ্সটি ওপেন করুন

তার পর সেটিংসে যাবেন

তার পর দেখুন,এখানে কোনটা রাখবে না রাখবেন ওয়ালপেপার এ, এবং কালার টা বাছাই করে নিন

এবার ব্যাক এ এসে ওয়ালপেপার এ ক্লিক করুন

এবার এখানে ক্লিক করুন

প্রথমটা ক্লিক দিন

এবার দেখুন

ফোনের ওয়ালপেপার এ টাইম,চার্যের পার্সেন্ট সহ অনেক কিছু এড করার ভিডিওঃ

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আশা করি আপনার একটা সাবস্ক্রাইব কাজে লাগবে আপনারঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

4 thoughts on "ফোনের ওয়ালপেপার এ টাইম,ফোনের চার্যের %,কম্পাস সহ আরো অনেক কিছু এক সাথে দেখুন।"

  1. MD Shakib Hasan Author says:
    এই App নিয়ে পোস্ট করা আছে https://trickbd.com/apps-review/703032
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ৷ তবে আমি আমার মতো করে লেখছি।
  2. Sayfullah Contributor says:
    Charge kemon kate?
    1. Sk Shipon Author Post Creator says:
      kom kate

Leave a Reply