আসসালামু আলাইকুম,
আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।আজ অনেকদিন পর আবার একটি সুখবর দিতে চলে এলাম। তাই দেরি না করে বিস্তারিত কথায় চলে যাই।
শুনতে অবিশ্বাস্য হলেও এটা সত্য যে, বাংলাদেশে এই প্রথম চলে এলো নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম।
এখানে আপনারা করতে পারবেন না এমন কিছু নেই বললেই চলে।
অ্যাপের ফিচারঃ
(১) এখানে আপনারা নিজস্ব প্রোফাইল, পেইজ, গ্রুপ করতে পারবেন।
(২) পোস্ট, কমেন্ট, রিয়েক্ট করতে পারবেন।
(৩) পোস্ট, কমেন্ট ও রিয়েক্টের মাধ্যমে কয়েন উপার্জন করতে পারবেন।
২০ কয়েন/পোস্ট।
১০ কয়েন/কমেন্ট।
৫ কয়েন/রিয়েক্ট
(৪) উপার্জিত কয়েন ব্যবহার করে প্রোফাইলে ভেরিফাই ব্যাজ নেওয়া যাবে।
অ্যাডভারটাইজমেন্ট দেওয়া যাবে।
(৫) আনলিমিটেড বন্ধু বানাতে পারবেন।
(৬) বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ম্যাসেজিং করতে পারবেন।
(৭) বিনামূল্যে চাকরির বিজ্ঞাপন দিতে পারবেন।
(৮) বন্ধুদের গিফট ইমুজি পাঠাতে পারবেন।
(৯) সবচেয়ে বড় ফিচার, চ্যাটবোটের মাধ্যমে রোবোটের সাথে চ্যাটিং করতে পারবেন।
দেরি না করে এখুনি রেজিস্ট্রেশন করুন Socierr Website এ।
অথবা
অ্যাপ লিংক- Download Socierr from Google Play
অথবা প্লে-স্টোরে গিয়ে socierr লিখে সার্চ করলেই অ্যাপ পেয়ে যাবেন।
ব্যাক্তিগত মতামতঃ
আমার মতে এই আমাদের ব্যবহার করা প্রয়োজন। কারন এটি হতে পারে আমাদের দেশীয় সম্পদ। আমাদের সকলের উচিত এই যোগাযোগ মাধ্যম ব্যাবহার করা। এটি বড় ও পপুলার হলে আমাদের দেশের সুনাম বাড়বে। ফেসবুকে তো অনেক সময় দিয়েই থাকি। সেখান থেকে প্রতিদিন ১০ মিনিট সময় দিয়ে একটা করে পোস্ট করলে কারোর’ই তেমন সমস্যা হওয়ার কথা না। মাঝে থেকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ থাকছে। আসুন ব্যবহার করি socierr অ্যাপ।
আশা করছি পোস্টটি আপনাদের ভালোই লেগেছে।পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলেই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।
আজাইরা সব প্রজেক্ট নিয়া পইড়া আছে কেনো?
এই সব সাইটের অভাব নাই বাংলাদেশে