আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন?
আশা করি ঈদ ভালোভাবে কেটেছে!

অনেক দিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম।
নিজে একটি ছোটখাটো ব্যবসা শুরু করেছি তাই আগের মতো আর ইন্টারনেট-এ সময় দেওয়া হয়ে উঠে না।

যেহেতু ট্রিকবিডি আমার খুবই প্রিয়ো একটি সাইট আর এখানে ৬ মাসে কমপক্ষে ১ টি পোষ্ট করতেই হবে তাই আবারো চলে আসলাম।আশা করি এখন থেকে নিয়োমিত লিখা হবে।

এখন চলুন আসল কথাতে আসি!

এমন অনেক সময় আসে যখন আমাদের কোন একটা কাজ একটানা করতে হয়।

কিন্তু আমাদের যাদের অভ্যাস মোবাইল ছাড়া এক মুহূর্ত ও না থাকা,তারা কিন্তু সেই কাজের ফাকে পকেট থেকে মোবাইল টাকে বের করতে ভুলি না।

যেমন ধরুন:


আপনি রাতে নিয়ত করলেন ১ ঘন্টা পড়বেন।
পড়তে বসে ১০/১৫ মিনিট পড়ার পরে একটু ফোন বের করে সময় দেখলেন আর তখন দেখলেন ফ্রি ফায়ার থেকে আপনার এক প্রিয়ো বন্ধু ডাকতেছে।

আপনি ভাবলেন আচ্ছা একটু দেখে আসি।

কিছুক্ষন পর আপনার আম্মু এসে বল্লো, কিরে এতো সকাল সকাল উঠে পরলি!!!!!!!(আপনি বুঝলেন রাত শেষ,সকাল হয়ে গেছে)

আর তার পর আপনার মনে পরলো,আপনি পরতে বসেছিলেন!

এমন সমস্যা গুলো থেকে নিজে বাচতে এবং নিজের ছোট ভাইবোন দের বাচাতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার এপ।

এই এপ এর মাধ্যমে আপনি আপনার বা আপনার ভাই/বোন/বাচ্চার ফোন একটি নির্দিষ্ট সময় এর জন্য লক করে রাখতে পারবেন।

লক করার পর আপনি নিজে চাইলে-ও এই সময় এর মাঝে আর ফোন খুলতে পারবেন না।


App Name : Lock My Phone For Study
App size : 3.0 MB
Download Link : এপ টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


প্রথমেই উপরে দেওয়া Link এ ক্লিক করে এপ টি ডাউনলোড করে ফেলুন।


এখন এপটি ওপেন করুন।
এডমিনিস্ট্রেশন পারমিশন চায়বে,দিয়ে দিন।

এখন + বাটনে ক্লিক করে One – Time এ ক্লিক করুন।

এখন আপনি আপনার ফোন কতক্ষন এর জন্য লক করে রাখতে চান তা দিন।

সব ঠিক ভাবে করলে এখন আপনি যখনি এই লক টি করতে চান করে ফেলতে পারবেন।

আশা করি পোষ্ট টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকার জন্য।

Leave a Reply