আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।

সীমাহীন আকাশ আর তার মাঝে ভেসে থাকা অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, কতই না সুন্দর। তবে খালি চোখে আমরা এর কিছু মাত্র দেখতে পাই, আবার যা দেখতে পাই তা খুবই খুদ্র আকারে।

এমন সৌন্দর্য মন্ডিত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, আরেকটু কাছ থেকে দেখার ইচ্ছাতে যুগে যুগে আবিষ্কৃত হয়েছে অনেক মেশিন, যন্ত্র, প্রযুক্তি। আর এই প্রযুক্তির একটি উন্নত সংষ্করণ হচ্ছে আধুনিক টেলিষ্কপ।

টেলিষ্কপ এর মাধ্যমে অনেক দূরে থাকা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ গুলোকেও খুব কাছে থেকে পর্যবেক্ষণ করা যায়।


আমারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছা থাকলেও ১০/২০ লক্ষ টাকা দিয়ে ভালো মাণের টেলিষ্কপ কেনা সম্ভব নয়।

তাই আজ আপনাদের সাথে এমন একটি App এর পরিচয় করিয়ে দিচ্ছি যেটির মাধ্যমে আপনার ফোনের ক্যামেরা কে টেলিষ্কপ বানিয়ে ব্যবহার করতে পারবেন।

আপনার ফোনের ক্যামেরা যত ভালো হবে আপনি তত ভালো ছবি দেখতে পাবেন।

এই App দিয়ে শুধু দেখা নয়, আপনি চাইলে এটিতে ভিডিও রেকর্ড এবং ছবি তুলে সংরক্ষন ও করে রাখতে পারবেন।

আপনি হয়তো এর আগেও এমন অনেক App দেখতে পারেন তবে এই App টি প্রিমিয়াম ভার্সন।

এই App এ কোন এড দেখার ঝামেলা নেয় এবং এতে রয়েছে Auto Focus, Color Change, Compass, Sun Moon Loc, Location System, Brightness control এর মতো আরো বিশেষ কিছু ফিচার।

অনেক কথা হলো এখন চলুন App টি ডাউনলোড করে ফেলি।

Download Link: App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Download Link: Download Telescope pro app

এই App এর একটি ফ্রি ভার্সন ও আছে যেটি আপনি প্লে স্টোর এ পেয়ে যাবেন।

প্লে স্টোর থেকে এপ টি ডাউনলোড করতে Telescope লিখে Search করুন।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লেগেছে এবং এপ টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।

15 thoughts on "আপনার ফোনকে বানিয়ে ফেলুন একটি শক্তিশালী টেলিষ্কপ যা দিয়ে চাঁদ, সূর্য, ISS বা অন্যান্য উপগ্রহ গুলোকেও দেখতে পাবেন স্পষ্ট ভাবে।"

  1. Shawon Ahmed Shan Contributor says:
    Kemne ki korbo, kicui to bollenna !
    1. Silent Killer Author Post Creator says:
      App Download দেওয়ার পর শুধু ওপেন করবেন। তার পর zoom করবেন আর Zoom Out। আপনার ফোনের ক্যামেরা এর মতোই। তাই বিস্তারিত লিখি নি।কারণ ফোনের ক্যামেরা তো আশা করি সকলেই ব্যবহার করতে পারেন।
  2. Sakibur Rahman Contributor says:
    Direct link dewa hoynai reported
    1. Silent Killer Author Post Creator says:
      Link Edited. Download এর জন্য ” Click Here To Download” লিখাতে ক্লিক করুন, তা হলেই ডাউনলোড হওয়া শুরু হবে।
  3. Sakibur Rahman Contributor says:
    মিয়া,পোষ্ট লেখার সময় এই ব্যাপারে সতর্ক থাকা উচিৎ ছিলো।
    ভবিষ্যতে এরকম কাজ আর না করার অনুরোধ রইলো।
    নতুবা ব্যান খাইবেন?
  4. Tech Lover Author says:
    Zoom korle clear dekha zay?
  5. Rasedul Hasan Contributor says:
    Reported!
    Application parsing error ase
    1. Silent Killer Author Post Creator says:
      সম্ভবত সসম্পূর্ণ ডাউনলোড হওয়ার আগেয় আপনি ইন্সটল করতে চাচ্ছিলেন, যার কারণে এমন হতে পারে।দয়া করে আবার ডাউনলোড করুন।
      আমি মাত্র আবারো ডাউনলোড দিয়ে install করলাম, সব ঠিক আছে।
      SS টি দেখুন https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20220611-180223.png
  6. ishan Contributor says:
    দারুন অ্যাপ,এখন ডাউনলোড করলাম রাতে দেখবো
    ফ্রী তে যা পায়ছি,তাই অনেক???
  7. Lipon Islam Author says:
    ডাউনলোড করলাম। কিন্তু বৃষ্টির কারণে আজ আর দেখতে পারলাম না। যাইহোক লিংক ঠিক করেন! ডিরেক্ট লিংক দেন। এভাবে লিংক দেওয়া ঠিক না
  8. mdmamunrahman Contributor says:
    Onno site a file upload korun r na hoy drive link den
    Over slower download speed
    6 mb file download time chay 44 minutes
    1. Silent Killer Author Post Creator says:
      আমার এখানে ১/২০ সেকেন্ড এর মাঝে ডাউনলোড হচ্ছে।
      ধন্যবাদ পরামর্শ এর জন্য। পরের বার থেকে অবশ্যই।

Leave a Reply