আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আজকে যে অ্যাপের কথা বলবো এটার মাধ্যমে আপনি যেকোনো High Resolution এর Image কে কমপ্রেস করতে পারবেন।

মানে ইমেজের যে সাইজ রয়েছে সেটা যদি বড় হয় তাহলে আপনি কম করতে পারবেন। যেমন একটা ইমেজ যার সাইজ ৫ এমবি, আর আপনি ঐ ইমেজের সাইজ কম করতে চান, এমবি থেকে কেবি তে কনভার্ট করতে চান।

কিন্তু সেই ইমেজের কোয়ালিটি যেন খারাপ না হয় !

তো এরজন্য একটা অ্যাপ রয়েছে যার নিজের সাইজ মাত্র ১ এমবি এবং এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সহজ সরল নাম এই অ্যাপের,

Image Compressor Lite | kb&mb

অ্যাপের ব্যবহার:

প্রথমে অ্যাপটা ওপেন করে যেকোনো হাই রেজ্যুলেশন এর ফটো সিলেক্ট করুন।
আমার ফোনে তোলা এই ছবির সাইজ ৫ এমবি। আমি এখন এই ছবির সাইজ ৫০০ কেবির মতো করে দেবো, কিন্তু ছবির কোয়ালিটি এক‌ই থাকবে। আপনার পছন্দমত যেকোনো হাই রেজ্যুলেশন এর ফটো সিলেক্ট করে তা কত কেবির মধ্যে কনভার্ট করতে চান সেটা এখানে লিখুন। তারপর Convert Now লেখায় ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার দেখুন ফলাফল ! কনভার্ট হয়ে যাওয়ার পর ৫ এমবির ফটো মাত্র ৪০০ কেবি হয়ে গেছে। ফটোর সাইজ কমে গেলেও ছবির কোয়ালিটি খারাপ হয়নি বা হবে না। এই অ্যাপটা আপনার ভালো লাগলে নিচের লিঙ্ক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

Download Image Compressor Lite | kb&mb

Extra Tips : ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায় জানতে নিচের নীল লেখায় ক্লিক করুন।

ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা অ্যাপ

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?

7 thoughts on "যেকোনো ফটোর সাইজ কমিয়ে ফেলুন, ফটোর কোয়ালিটি খারাপ না করে।(বিস্তারিত পোস্টে)"

  1. MD FAYSAL Contributor says:
    good post
    1. Sohag21 Author Post Creator says:
      Thanks
  2. Naim+Khan Contributor says:
    উপকারী পোষ্ট
    1. Sohag21 Author Post Creator says:
      Thanks ?
    1. Sohag21 Author Post Creator says:
      Welcome ?

Leave a Reply