প্রিয় ট্রিকবিডি পরিবার,

আজ আমি একটি অত্যন্ত আবেগময় মুহূর্তের সম্মুখীন। আমি এই লেখার মাধ্যমে আপনাদের জানাতে চাই যে, আমি ট্রিকবিডির অথোর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমার এই যাত্রা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে, যখন আমি প্রথম ট্রিকবিডিতে যোগদান করি। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ট্রিকবিডি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানে আমি অনেক কিছু শিখেছি, অনেক নতুন বন্ধু বানিয়েছি এবং আমার দক্ষতাকে উন্নত করার সুযোগ পেয়েছি।

আমার এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ব্যক্তিগত ও পেশাদার কারণে, আমি মনে করেছি যে নতুন সুযোগের জন্য কিছু জায়গা তৈরি করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, ট্রিকবিডির ভবিষ্যত উজ্জ্বল এবং এখানকার সমস্ত সদস্যের সঙ্গে আমি গর্বিত যে আমি তাদের সঙ্গে কাজ করেছি।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলের প্রতিটি সদস্যকে, যারা আমাকে সাহায্য করেছে এবং সমর্থন করেছে। আমাদের একসাথে করা কাজ এবং আপনারা যে সহযোগিতা প্রদান করেছেন, তা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।

আমি আশা করি যে, ট্রিকবিডি তার গতিশীলতা ও গুণগত মান বজায় রাখবে এবং ভবিষ্যতে আরো উচ্চতায় পৌঁছাবে। আমি সকলের জন্য সাফল্য ও শুভ কামনা জানাই।

শেষে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আবারো একত্র হওয়ার আশায় থাকছি।

বিদায় এবং শুভকামনা!

12 thoughts on "[All in One] হাতের কাছের স্মার্ট ফোনকেই ব্যবহার করুন ক্যালকুলেটর হিসেবে।সাথে থাকছে গণিত এর সকল ফিচার"

    1. Danger Rafi Author Post Creator says:
      Welcome vai
  1. Ashraful Author says:
    Nice. Keep posting.
  2. Danger Rafi Author Post Creator says:
    Thanks vai
  3. Trickbd Support Moderator says:
    Where is Direct Download link?
    1. Danger Rafi Author Post Creator says:
      Ekta playstore ar ekta Upload4ever deya ache vai….Drive a 15GB loaded…Etar speed o valo tai deya hoyeche…
    2. Trickbd Support Moderator says:
      Telegram লিংক দিতেন। যাই হোক, আমি ঠিক করে দিয়েছি। আপনার করতে হবে না। নেক্সট টাইম পেলে পেনাল্টি দেয়া হবে।
    3. Danger Rafi Author Post Creator says:
      Thanks vai
  4. Sajid Blue Author says:
    জোস একটা এপ। আমি আগে থেকেই ইউজ করি
    1. Danger Rafi Author Post Creator says:
      Thanks vai
  5. আমি একটা ইউজ করি, সেটা হুবুহু পিজিক্যাল ১০০MS ক্যালকুলেটর এর মত, ওটাই ভালো লাগে।
    1. Danger Rafi Author Post Creator says:
      জি ভাই। ধন্যবাদ

Leave a Reply