আমাদের অনেকের ঘরেই PC নেই, কিন্তু শখের বশে কিবোর্ড মাউস কিনে থাকি।
অনেকেরই ইচ্ছা থাকে টাইপিং শেখার, কিন্তু কিভাবে শিখবো বুঝে উঠতে পারিনা।
সেক্ষেত্রে আপনাকে একটি সুন্দর গাইডলাইন দিবে Typing Master Pro.
তো চলুন দেখবো কিভাবে সেটি Android Phone এ ইন্সটল করবো এবং একটিভ করে নিব।

বিষয়ঃ Android ফোনে Typing Master Pro PC version ইন্সটল

সম্পূর্ণ কাজটি করতে আমাদের Exagear এপ্লিকেশন এবং Typing Master Pro এর Exe ফাইল টি প্রয়োজন হবে।

যাদের ফোনে Exagear নেই, তারা আমার আগের পোস্ট দেখে Exagear ইন্সটল করে নিতে পারেন।
আগের পোস্ট লিংক Click Here
অথবা সরাসরি Exagear xapk ডাউনলোড করে Zarchiver এপ্লিকেশন এর মাধ্যমে ইন্সটল করতে পারেন।

Exagear Pro Xapk Link (450MB) Google Drive Link Telegram Link
Typing Master Pro exe (9MB) Drive Link Telegram Link

Installation Process


১) Exagear ওপেন করে Container রান করুন।
২) রান করার পর স্ক্রিনে আপনার Download ফোল্ডারে দেখবেন, সেখান থেকে Typingmaster এর exe ফাইল এর উপর ডাবল ক্লিক করুন।


৩) এবার নিচের স্ক্রিনশট অনুসরণ করে ইন্সটল করে নিন।








৪) ইন্সটল শেষে সফটওয়্যার টি Launch করুন।

৫) Launch করলে দেখতে পারবেন, এটি Trial Version এ আছে।

৬) Information এ ক্লিক করুন এবং Enter Licence এ ক্লিক করুন।



৭) এবার আমার দেওয়া Product Key & License ID পেস্ট করে Enter করে দিন।
License Key- RathouR
Product Key-
6DK3MF-QGBLKB-MLJB3L-CFFHGE3P





৮) ব্যস, এবার ব্যবহার করা শুরু করে দিন।

৯) এপ্লিকেশনের ভেতরের কিছু স্ক্রিনশট




কোনো ধরণের সমস্যার সম্মুখীন হলে এখানে কমেন্ট করুন অথবা ফেসবুকে নক দিন।

30 thoughts on "Android ফোনে ইন্সটল করুন TypingMaster Pro PC Version [Exagear Tutorial]"

  1. Avatar photo Rh_Ekram Contributor says:
    Choto screen.. Moja pacci na.
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      ডিসপ্লে সাইজ কত?
    2. Avatar photo Rh_Ekram Contributor says:
      5 inch
    3. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      ওওও!!! আমার মোবাইল ডিস্পলে সাইজ ৬.৮ইঞ্চি, তাই Exagear ব্যবহার করতে তেমন অসুবিধা হয়না, তার উপর পিজিক্যাল কিবোর্ড দিয়ে ইউজ করি।
    4. Avatar photo Rh_Ekram Contributor says:
      Hmm.. Display vlo hole enjoy kortam.
    5. Avatar photo Unlimited Fun Author says:
      Phone display size koto..?
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ ভাই
  3. MD Rakib Mia says:
    লাইসেন্স কী কই দিলেন
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Typing Master Pro ডাউনলোড লিংকে কম্প্রেসড ফাইলে টেক্সট ফাইল এড করে দিয়েছি তো
    2. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      পোস্টেও এড করা দেওয়া হয়েছে
  4. Avatar photo Sohag21 Author says:
    ডিসপ্লে দেখে মনেই হচ্ছে না যে এটা ফোন। উপকারী পোস্ট
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      কি বলেন??? কেন মনে হচ্ছেনা???
  5. Avatar photo Sohag21 Author says:
    পুরো কম্পিউটারের মতো লাগছে দেখতে।
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      নিচে আরেকটি ছবি এড করে দিয়েছি আপনার জন্যে!!!!!! এবার যদি আপনার বিশ্বাস হয়!!!!!!
  6. Avatar photo Sohag21 Author says:
    আরে ভাই আমি সেটা বলিনি। আমি প্রথমে ভেবেছিলাম কম্পিউটার পরে দেখি মোবাইল। আর পোস্ট টা করে ভালো করেছেন আমার দরকার ছিলো এটা‌র।
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      জ্বী, আমিও বুঝেছি। কিন্তু ছবিটা মজা করেই এড দিয়ে দিসি ??
  7. Avatar photo Jakir Hossain Contributor says:
    বাংলা ইউনিকোড ফন্ট, বিজয় ৫২ এগুলো কিভাবে ইনস্টল করব? চেষ্টা করেছিলাম, পারি নি।
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      এই সমস্যা টা আমি নিজেও ফেইস করছি।
      আমি অভ্র এবং বিজয় কিবোর্ড দুটোই ইন্সটল করেছি।
      কিন্তু Exagear এ বাংলা টাইপিং সম্পূর্ণ ভাবে সাপোর্ট করাতে পারছিনা। অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু সমাধান পাইনি।
      সমাধান পেলে ইনশাআল্লাহ পোস্ট করবো।
    2. Avatar photo Jakir Hossain Contributor says:
      যদি Limbo দিয়ে করা যায় তাহলে একটা পোস্ট দিয়েন। ?
    3. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Limbo এর চেয়ে Exagear অনেক স্মুথ। Limbo আমার মোবাইলে (৪/১২৮) অনেক ল্যাগ করে, চলেইনা।
  8. Avatar photo MD Shakib Hasan Author says:
    মোবাইলে জমা পাওয়া যায় না
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      ডিসপ্লে সাইজ বড় হলে অবশ্যই মজা পাওয়া যায়।
      আর সবচেয়ে বড় কথা “নাই মামার চেয়ে কানা মামাও ভালো”
      আমার মত পিসি নাই এমন রা একটু হলেও পিসি চালানোর স্বাদ নিতে পারছি।
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thanks
  9. Avatar photo RE ROFIQUL Contributor says:
    Amar mobile a Exagear install hoy na tai onek bar try koreo parlam na… Redmi note 9 4/64
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Ki somossa hoi details soho facebook e bolen!!!
  10. Avatar photo RonaldoJr Contributor says:
    faltu post koren kno

Leave a Reply