আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই পোস্টে এমন কিছু Apps আপনি দেখতে পারবেন যেগুলো আপনার এখন থেকেই ব্যবহার করা শুরু করে দেওয়া উচিত।
কেন সেটা সম্পূর্ণ পোস্ট পড়লেই বুঝতে পারবেন। কিছু কিছু Apps এমন থাকতে পারে এখানে যেগুলো আপনি আগে থেকেই জেনে থাকবেন। আবার কিছু এপস এমন থাকবে যেগুলো আপনি জানেন না।
যাদের জানা আছে তারা এড়িয়ে যান আর যারা জানে না তাদের জানার সুযোগ করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।
(1) App Name : Amaha
App Developer : Amaha Health
App Size : 17.05 MB
App released date : 22 August 2017
Required OS : Android 5.0 and up
App Link : Playstore
এটি একটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন যা প্রত্যেকেরই দেখা উচিত। তাই এই এপ্লিকেশনটি Skip করবেন না।
আপনার কি প্রায়ই Depression, Anxiety, Stress, Tiredness, কম ঘুম, মাত্রাতিরিক্ত রাগ, অবসাদজনিত ইত্যাদি সমস্যা আছে? তবে এই এপ্লিকেশনটি আপনার জন্যই।
উপরে বলা সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যাও যদি আপনার থাকে তবে এই এপ্লিকেশনটি আপনার একবার হলেও ইন্সটল করে ব্যবহার করা উচিত।
মানসিক স্বাস্থ্য নিয়ে যদিও আমাদের দেশে খুব একটা কথা কেউ বলে না তবুও আমরা জানি এই মানসিক সমস্যাগুলো দিনের পর দিন আমাদের সমাজের মানুষগুলোর অবস্থা কেমন করে তুলছে।
আপনি যদি Depression, Anxiety, Stress জনিত সমস্যাগুলো দ্বারা ভুগে থাকেন তবে আপনি অবশ্যই জানেন এ সমস্যাগুলো কতটা যন্ত্রনাদায়ক।
অনেকেই ডাক্তারের কাছে এ সমস্যাগুলো নিয়ে যেতে চান না কারন মানুষ আপনাকে পাগল উপাধি দিবে এই ভয়ে। যাই হোক, এই App টির মাধ্যমে আপনি আপনার এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন।
এখানে প্রত্যেকটি সমস্যার জন্য আলাদা আলাদা ভাবে সবকিছু Categorise করে দেওয়া আছে। আপনার যে সমস্যাটি থেকে মুক্তি দরকার আপনি সে সমস্যাটি select করুন আর আপনার treatment শুরু করে দিন।
এখানে আপনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর আপনাকে সে প্রশ্নগুলোর যথারীতি উত্তর দিতে হবে। তবেই আপনাকে সঠিক সমাধানটি দেওয়া যাবে। প্রশ্নের উত্তর না জানলেও সমস্যা নেই। সেটিরও ব্যবস্থা আছে।
প্রশ্ন উত্তর শেষ হলে আপনাকে আপনার দেওয়া উত্তরগুলোর স্কোর ও গ্রাফ দেওয়া হবে এবং আপনার জন্য একটি প্ল্যান তৈরি করা হবে যার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করা যায়।
আপনাকে প্রতিদিন একবার করে প্ল্যান মোতাবেক কাজগুলো করতে হবে বা Review করতে হবে। reminder ও set করতে পারবেন। app ই আপনার সব কাজ করে দিবে। আপনাকে শুধু counselling করে যেতে হবে নিয়মিত।
এখানে আপনাকে সাহায্য করার মতো সবকিছুই অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আপনার মানসিক স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় এখানে সবকিছুই অনেক Accurate ভাবে দেওয়া আছে।
আমি অবশ্যই recommend করবো এই এপ্লিকেশনটিকে একবার হলেও ব্যবহার করে দেখতে। কারন মানসিক স্বাস্থ্যের সমস্যা কোনো ছোট কিছু নয়। আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে।
নিচে Application টির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছি দেখে নিবেনঃ
(2) App name : Monefy Pro
App link : https://an1.com/file_1028-dw.html
App Developer : Reflectly
App Size : 9.23 MB
App released date : 26 February 2014
Required OS : Android 4.4 and up
এই App টির মাধ্যমে আপনারা আপনাদের টাকা পয়সা related যাবতীয় যত হিসাব আছে সব একসাথে ম্যানেজ করতে পারবেন।
যে সব expense মানে ব্যয় সম্পর্কিত Category এই App এ দেওয়া আছে সেগুলো নিয়ে প্রথমে বলছি।
1) Bills
2) Car
3) Clothes
4) Communications
5) eating out
6) entertainment
7) food
8) gifts
9) health
10) house
11) pets
12) sports
13) taxi
14) toiletry
15) transport
এছাড়াও আপনারা income related যেসব কাজগুলো এখানে রাখতে পারবেন সেগুলো হলোঃ
1) deposits
2) salary
3) savings
এছাড়াও আপনারা আপনাদের cash ও payment card সম্পর্কিত account সংরক্ষন ও transfer সম্পর্কিত লেনদেন এখানে রাখতে পারবেন।
এছাড়াও এখানে পৃথিবীর প্রত্যেকটি দেশের currency সম্পর্কীত তথ্যও এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন তথ্যের উপর নোট এড করতে পারবেন। টাকা পয়সা সম্পর্কীত যা যা এখানে সেভ করবেন সে সম্পর্কে আপনার যা যা তথ্য রাখার সেসব নোট আকারে সাথে এড করে রাখতে পারবেন। এছাড়াও এখানে budget mode ও carry mode ও রয়েছে।
আপনার কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, কোথা থেকে ইনকাম হচ্ছে, কোথায় কোথায় ব্যয় হচ্ছে, কত টাকা খরচ হলো, কত টাকা আয় হলো সব একসাথে এখানে তথ্য সংরক্ষন করতে পারবেন।
আপনি যদি না চান কেউ এসব তথ্য দেখতে পাক সে ক্ষেত্রে আপনি passcode lock ও করে রাখতে পারবেন। এছাড়াও সকল তথ্য একটি file এ export করে রাখতে পারবেন। তথ্যগুলো backup করে রাখতে পারবেন ক্লাউড স্টোরেজে বা আপনার মেমোরি কার্ডে। আর সেগুলো Restore ও করতে পারবেন।
আপনি ইচ্ছা করলে সম্পূর্ণ ডেটাবেসটি ডিলিটও করে দিতে পারবেন।
APP টির কিছু স্ক্রিনশটসঃ
(03) App Name : Warden
App link (1) : https://gitlab.com/AuroraOSS/AppWarden
App link (2) : Apkmirror
https://www.apkmirror.com/apk/aurora-oss/warden/warden-1-0-3-release/warden-1-0-3-android-apk-download/#safeDownload
App Link (3) : Xda developers
https://forum.xda-developers.com/t/app-5-0-warden-app-manager.4122227/
এবার আসি এই App টির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন।
প্রথমেই আপনি App টিতে ঢুকে Scan করবেন সকল App যেগুলো আপনার ফোনে আছে। এরপর Scan শেষ হলে সবগুলো App এর Result আপনারা দেখতে পাবেন একটি Chart আকারে। এখানে কোন কোন Application কতটুকু পরিমানে কি কি Track করছে তার Full Details আপনারা পেয়ে যাবেন। এরপর দেখতে পারবেন কি কি Permission এর Access সে App গুলো নিয়েছে আর কি কি permission নেয়নি। এখান থেকে আপনি চাইলে সন্দেহজনক কোনো Permission disable করে দিতে পারবেন।
প্রধান কাজটি হচ্ছে কোন কোন App Tracker বসিয়ে রেখেছে সেগুলো Monitor করতে পারা। App টি যা যা Monitor করতে পারবে তা হচ্ছেঃ
১) Activities
২) Providers
৩) Services
৪) Receivers
৫) Permissions
এছাড়াও কোন App কখন বা কোন দিন আপনি ইন্সটল করেছিলেন এগুলোও দেখতে পারবেন। এরপর আপনার ফোনে যদি কোনো App Hide করা থাকে যা সম্পর্কে আপনি জানেন না সেটাও দেখতে পারবেন। আপনি চাইলে System Apps গুলোও দেখতে পারবেন যে কোনো সন্দেহভাজন App আছে কি না।
যা যা বললাম তার স্ক্রিনশট নিচে দিয়ে দিচ্ছিঃ
এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন।
প্রযুক্তির এই যুগে আমরা একদিনও মোবাইল ছাড়া চলতে পারি না। সারাদিন Social Media Apps, Browsers, Document Apps, Launchers, Productive Apps ইত্যাদি কত কত App ব্যবহার করি।
আমি আমার এক পোস্টে গুগলের নজরদারী সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। সেখানে প্রমানসহ দেখিয়েছিলাম কিভাবে গুগল আপনার সকল ইনফরমেশন তাদের ডেটাবেসে রেখে দিচ্ছে আর আপনার উপর ২৪ ঘন্টা নজরদারী করছে।
আপনার ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যতবারই আপনি গুগলের কোনো সার্ভিস ব্যবহার করছেন তখনই গুগল সে ডেটা তাদের ক্লাউডে জমা করছে। কিন্তু শুধু কি গুগলই এই কাজ করে?
অন্য কোনো App কি এই কাজ করে না?
যেমনঃ Facebook, Whatsapp এর মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো?
শুধু কি সোশ্যাল মিডিয়া? আপনি এখন যে ব্রাউজারটি দিয়ে এই পোস্টটি পড়ছেন সে ব্রাউজারটি কি আদৌ Safe?
যারা আমার আগের পোস্টগুলো দেখেছেন তারা জানেনই আমি বেশিরভাগই Apps Review নিয়ে পোস্ট দিই।
তাহলে আমি যে সারাদিন এত এত Apps ব্যবহার করি Test করি আমিই কেন এই কথা বলছি? বলার পিছনে কারন একটাই। Privacy. জ্বি আপনি ঠিকই শুনেছেন।
প্রযুক্তির এই দুনিয়ায় যতক্ষন আপনি প্রযুক্তির সাথে Connected আছেন ততক্ষন আপনার Privacy যে Private আছে সেটার নিশ্চয়তা কে দিতে পারবে? আপনি নিজে? নাকি বিশ্বস্ত কোনো বিশ্বাসঘাতক?
আমি আবারো বলছি, Privacy নিয়ে একটা দ্বন্দ আর তর্ক যতদিন পর্যন্ত পৃথিবী ইন্টারনেটের দুনিয়ার সাথে Connected আছে ততদিন পর্যন্ত থেকেই যাবে। কেননা দিনের পর দিন ইন্টারনেট ও প্রযুক্তি দুটিই যত উন্নত হচ্ছে ততই মানুষের Privacy নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। আজ আমি এই পোস্টে এমনই Privacy নিয়ে প্রশ্ন তোলার একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তার আগে সমস্যার কথাটা জেনে নেওয়া যাক।
সমস্যাটার নাম হচ্ছে Trackers. আপনার ফোনে থাকা বিভিন্ন Apps এর মধ্যে কোন App টি আপনার ফোনের সকল তথ্য Collect করছে ২৪ ঘন্টা আপনার অজান্তেই,
কিংবা আপনার ফোনে সেসকল Apps এর কি কি Permission যা আপনি নিজের অজান্তেই Allow করে দিয়েছেন নয়তোবা সে Apps গুলো নিজেরাই সেই Permission গুলো Allow করে নিয়েছে যা সম্পর্কে আপনার ধারনাও নেই এসব সম্পর্কে আপনাকে ধারনা দেওয়ার চেষ্টা করবো।
যেসব সমস্যার কথা বললাম সেগুলো দেখা ও সমাধানের পথ আবার একটি App এর মাধ্যমেই। দাড়ান, গালি দিতে আসবেন না। আগে পুরোটা পড়ুন তারপর উলটা পালটা কথা বলতে আসুন।
আপনি জিজ্ঞাসা করতেই পারেন, ভাই আপনি App থেকে বাচতে আবার App ই সাজেস্ট করছেন এটা কেমন কথা?
আমি যে App টির কথা বলছি সেটি একটি Open source App. আমি Gitlab এর লিংক দিয়ে দিবো আপনারা নিজেরা চেক করে নিয়েন।
এখন মূল কথায় আসি। এই App টির কাজ হচ্ছে আপনার ফোনে থাকা Apps গুলোর মধ্যে কোন App গুলো আপনার অজান্তেই আপনার সকল কাজকর্ম Monitor করছে, আপনার কাজগুলোকে Track করছে কিংবা কি কি Permission নিয়েছে আপনার ফোন থেকে সব এই একটি App এর মাধ্যমেই দেখতে পারবেন।
আর এর সাথে যদি আপনার কোনোটি নিয়ে সন্দেহ হয় তবে সেই সন্দেহটি আপনি এই App এর মাধ্যমেই দূর করতে পারবেন।
আমি Scan করার পর নিজেও shocked হয়ে গিয়েছিলাম প্রথমবার। বিশ্বাস হয়নি আমারও। তারপর নিজে নিজে সবকিছু এক এক করে চেক করলাম। এরপর বিশ্নাস হলো। Telegram, Puffin, Shazam এর মতো App গুলো Tracker Result এ এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু বিভিন্ন জায়গায় সেটা ইউটিউব বলেন কিংবা গুগল সব জায়গাতেই খুজে দেখেছি এবং হ্যাঁ আমি প্রমান পেয়েছি।
এখন আপনি আমাকে এটা বলতে পারেন, তাহলে ভাই আমি কি এসব Apps ব্যবহার করা বন্ধ করে দিবো?
আমি বলবো বন্ধ করার প্রয়োজন নেই। কারন Telegram এর মতো App যা আমাদের নিত্যদিনের সঙ্গী এবং আমাদের এত কাজে আসে যার উপকার ব্যাখ্যা করা অসম্ভব সেগুলো একেবারে ব্যবহার করা বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত মনে করছি না।
কারন আমি নিজেই প্রতিদিন Telegram অনেকটা সময় ধরে ব্যবহার করি। আপনারা ঐসব Permission গুলো Disable করে দিবেন যেগুলো আপনার খুব একটা লাগে না। যেমনঃ Microphone।
সবাই কিন্তু Telegram এ voice message পাঠায় না। তাই আপনি চাইলে এই Permission টা disable করে রাখতে পারেন যদি না আপনার খুব একটা দরকার হয়। আমি শুধু বলছি সাবধানতা অবলম্বন করতে যদি আপনার নিজের Privacy নিয়ে একটুও চিন্তা থাকে।
দেখুন, আমরা এসব Apps এর সাথে প্রতিনিয়তই এত দৃঢ়ভাবে জড়িয়ে যাচ্ছি যে এগুলো থেকে বের হওয়া প্রায় অসম্ভব। উদাহারনস্বরুপঃ TikTok, Likee, Facebook, Messenger, Imo, Whatsapp যে App গুলো কয়েকবছর আগেও মানুষ অবহেলার চোখে দেখতো সেগুলো ছাড়া এখন তারা চলতেই পারে না।
কয়েক বছর আগেও যখন স্কুলে বা কলেজের ক্লাসে মোবাইল নেওয়া Allowed ছিল না, শিক্ষকদের সামনে মোবাইল বা ফেসবুকের নাম উচ্চারন করাটাই ছিল বড় এক অন্যায় সেখানে বর্তমানে সবাই ফেসবুকের মাধ্যমে একে অন্যের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখছে।
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রযুক্তি যতই উন্নত হচ্ছে ততই আমাদের প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপখাইয়ে নিতে হচ্ছে। তাই দিনশেষে আপনি নিজেকে যতই এসব Apps থেকে দূরে রাখার চেষ্টা করুন না কেন,
আপনার আশেপাশের মানুষ সেগুলো ব্যবহার করছে এবং তাদের সাথে যোগাযোগ রাখতেই হোক বা যে কারনেই হোক আপনাকে এসব App ব্যবহার করতে হবেই।
কারন দুনিয়া যে দিকে চলছে আপনাকেও সে দিকেই চলতে হবে। এ যুগটাই এমন। আর ভবিষ্যতে কি হয় তা মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
App টির কিছু স্ক্রিনশটস নিচে দিয়ে দিচ্ছি :
(4) App Name : Sms Backup And Restore Pro
App Link : https://rexdl.com/android/sms-backup-restore-pro-apk.html/
(আমি Pro Version এর Link দিয়ে দিচ্ছি এতে Ads আসবে না)
App Developer : SynchTech Pty Ltd.
App Size : 13 MB
Required OS : Android 5.0 and up
এই App টির মাধ্যমে আপনারা আপনাদের ফোনে থাকা সকল মেসেজ এবং কল লগ একটি ফাইলে বেকআপ করে রাখতে পারবেন। তার সাথে সেগুলো Transfer ও করতে পারবেন।
এছাড়াও সেগুলো Google Drive, One drive,Dropbox,WebDav তেও আপলোড করে রাখতে পারবেন backup করার সাথে সাথে। আপনি চাইলে daily /weekly / hourly automatic schedule করে backup করে রাখার সুবিধাও পাবেন।
সেগুলো চাইলে Print করেও রাখতে পারবেন। Print বলতে যারা মোবাইল ডিভাইস ব্যবহার করছেন তারা আলাদা আলাদা করে সেগুলো Pdf আকারে Save করে রাখতে পারবেন।
এছাড়াও চাইলে specific ভাবে যেগুলো conversation ইচ্ছা সেগুলোও বেকআপ করে রাখতে পারবেন।
App টির কিছু স্ক্রিনশটস নিচে দিয়ে দিচ্ছি :
(05) App Name : Camera Block Pro
App link : https://rexdl.com/android/camera-block-spyware-protect-apk.html/
App Developer : BytePiooners s.r.o.
App Size : 1.35 MB
App released date : 19 September 2013
Required OS : Android 4.0 and up
এই এপ্লিকেশনের কাজ হচ্ছে আপনার প্রাইভেসি রক্ষা করা। আর সেটা এই এপ আপনার মোবাইলে থাকা যতগুলো এপ্লিকেশনের কাছে ক্যামেরার এক্সেস আছে সবগুলো এক ক্লিকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে করে দিবে।
এর আসল কাজ হচ্ছে কোনো এপ যদি গোপনভাবে আপনার ক্যামেরার এক্সেস নেওয়ার পর সেটি অন থাকে (যা আপনি বুঝতেও পারবেন না) তবে সেটিকে বন্ধ করে দেওয়া।
যারা প্রাইভেসি নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করেন তারা এই এপটি Try করে দেখতে পারেন। বিশেষ করে যারা আমার মতো ফোনে প্রচুর Third Party Apps ব্যবহার করেন তাদের জন্যে Recommend করবো।
কারন আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যক্তিগত তথ্য কোথায় কিভাবে চলে যাচ্ছে। তাই একটু এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য এই এপটি সাজেস্ট করবো।
এপ্লিকেশনটিতে তেমন সেটআপ করার মতো কিছুই নেই। আপনি শুধু এপটি ইন্সটল করুন আর শুধু একটি পারমিশন দিন। এরপর Block Camera তে ক্লিক করে সব এপ্লিকেশনের ক্যামেরার এক্সেস বন্ধ করে দিবে। হ্যাঁ এটা এতোটাই সহজ।
নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এপ্লিকেশনটির :
6) App Name : Word Counter
App Developer : Spains Labs
App Size : 11 MB
App released date : 19 April 2016
Required OS : Android 5.0 and Up
App Link : Playstore
https://play.google.com/store/apps/details?id=wordtextcounter.details.main
আপনারা যারা পোস্ট বা আর্টিকেল লিখেন তাদের জন্যে এটা অনেক কাজের একটি এপ্লিকেশন। যারা স্টুডেন্টস বা অন্য কোনো পেশায় নিয়জিত আছেন তাদেরও উপকারে আসবে আশা করি।
নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই এপ্লিকেশনটির কাজ কি। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ওয়ার্ড কাউন্ট করতে পারবেন আপনার আর্টিকেলের।
বেশি কিছু করতে হবে না। শুধু এপটি ইন্সটল করে ওপেন করুন। আপনার সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে এই এপে এসে পেস্ট করে দিন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আর্টিকেলে কতগুলো Words, Characters, Characters (Space ছাড়া), Sentences আছে সব একসাথে এক সেকেন্ডের মধ্যে Count করে আপনাকে জানিয়ে দিবে।
আমি এ কাজের জন্য আগে ওয়েবসাইট ব্যবহার করতাম। কিন্তু যখন থেকে এই এপ্লিকেশনটিকে আমি খুজে পাই তখন থেকে আমার কাজটা আরো সহজ গিয়েছে বলে মনে করি।
আশা করছি আপনাদেরও কাজে দিবে। বিশেষ করে যারা Blog লিখেন বা ট্রিকবিডিতে পোস্ট করেন তাদের তো কাজে দিবেই।
এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশটসঃ
(7) App Name : Search Duplicate File
App Link : https://rexdl.com/android/search-duplicate-file-apk.html/
App Developer : NeedJava
App Size : 870 KB
App released date : 15 February 2015
Required OS : Android 5.0 and Up
এই এপ্লিকেশনটির কার্যকারিতা ব্যাপক। এর প্রধান কাজ হচ্ছে আপনার ডিভাইসের স্টোরেজে থাকা সব ডুপ্লিকেট ফাইল আপনি এক ক্লিকের মাধ্যমে স্ক্যান করে বের করতে পারবেন। এরপর আপনি সেগুলোকে এক এক করে বা সবগুলো একসাথে ডিলিট করতে পারবেন। তবে এখানে আপনি কিছু এক্সট্রা ফিচারসও পাবেন।
১) Filter এর মাধ্যমে আপনারা আলাদা আলাদা করে ফাইল স্ক্যান করতে পারবেন। যেমনঃ Image, Video, Audio, Apks, Document ইত্যাদি আলাদা আলাদা ভাবেই স্ক্যান করতে পারবেন।
২) Smart-Selector এর মাধ্যমে সবচেয়ে পুরাতন, সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট ফাইল নাম, সবচেয়ে বড় ফাইলনাম, সবচেয়ে ছোট ফাইলটির স্থান, সবচেয়ে বড় ফাইলটির স্থান এভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন।
৩) এখানে আপনারা Save Search Results এর Option পাবনে।
৪) Expand All এর Option পাবেন।
৫) চাইলে Compress and share ও করতে পারবেন।
৬) খালি ফোল্ডার গুলো এক এক করে বা একসাথে ডিলিট করতে পারবেন।
৭) Serial Number Files গুলো আলাদা ভাবে সার্চ করতে পারবেন।
৮) hash code files গুলোও সার্চ করতে পারবেন।
৯) Audio বা Video এর Duration অনুযায়ী সার্চ করতে পারবেন।
১০) EXIF IMAGE FILE গুলোও আলাদা ভাবে সার্চ করতে পারবেন।
১১) যে Image ফাইল গুলো incomplete সেগুলো আলাদাভাবে সার্চ করে বের করে ডিলিট করতে পারবেন।
১২) Resolution অনুযায়ী খুজে বের করতে পারবেন।
বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনের মাধ্যমে অনেক বড় বড় কাজগুলো করতে পারবেন। পাওয়ারফুল একটি এপ্লিকেশন। তাই বুঝে ব্যবহার করবেন। না বুঝে ব্যবহার করে অনেক সময় জরুরী ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন নিজের অজান্তেই। তাই সাবধান থাকার কথা বলছি।
App টির কিছু স্ক্রিনশটসঃ
(8) App name : Split Cloud
App link : Playstore
App Developer : GDApps
App Size : 13 MB
App released date : 11 July, 2019
Required OS : Android 6.0 and Up
দুটি গানকে আলাদা করে একইসাথে শুনতে পারবেন এই App টির মাধ্যমে।
ইয়ারফোন ব্যবহারকারীদের জন্যে অত্যন্ত কাজের একটি এপ্লিকেশন এটি। কিভাবে কাজের সেটি একটি উদাহারনের মধ্যে দিয়ে বোঝাচ্ছি।
ধরুন আপনি আর আপনার বন্ধু একসাথে আছেন আর দুইজনের মিউজিক টেস্ট দুইধরনের হওয়ায় দুজন একইসাথে দুই ধরনের মিউজিক শুনতে চান কিন্তু ইয়ারফোন আপনাদের একটি।
আপনারা এই এপ্লিকেশনের মাধ্যমে দুই কানের দুই ইয়ারফোনে দুটি আলাদা গান একসাথে বাজাতে পারবেন। এতে আপনারা একই ইয়ারফোন একসাথে শেয়ার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিলেন আর ঝগড়ারও সৃষ্টি হলো না ?।
অথবা যারা একটু unique কিছু ভালোবাসেন তাদের জন্যেও এই এপ্লিকেশনটি কাজে লাগতে পারে। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের উপর আপনি কিভাবে এটি ব্যবহার করছেন তার উপর।
যাই হোক, ইন্টারেস্টিং একটি App তাই ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে।
বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলামঃ
(9) App name : Pedometer Step Counter
App link : Playstore
App Developer : Leap Fitness Group
App Size : 10 MB
App released date : 28 July, 2017
Required OS : Android 4.4 and Up
এই এপ্লিকেশনটি যারা প্রতিদিন হাটেন তাদের জন্যে অবশ্যই কাজে দিবে। আমি গত কয়েক বছর আগে থেকে এটা ব্যবহার করে আসছি। অনেক কাজে দিয়েছে তাই ভাবলাম শেয়ার করি।
এই এপ্লিকেশনের কাজ হলো আপনি কতগুলো Step হেটেছেন, কত দূরত্ব পর্যন্ত হেটেছেন,কতক্ষন সময় ধরে হাটছেন, কতটুকু ক্যালরি loose করেছেন ইত্যাদি এসব সম্বন্ধে আপনাকে জানানো।
তাই যারা নতুন হাটাহাটি শুরু করেছেন তাদের জন্যেও এটা কাজে দিবে। এমন অনেক এপ্লিকেশনই প্লেস্টোরে আছে। কিন্তু সবগুলোর মধ্যে এর ডাউনলোডের সংখ্যা বেশি। ৫০ মিলিয়ন+ বা ৫কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই এপ্লিকেশন আর এর রেটিংও বেশ ভালো।
এর কিছু ফিচারের কথা বলি। ১)আপনাকে শুধু হাটাহাটিই না বরং এই App এ আপনি প্রতিদিন কত গ্লাস পানি খেলেন সেটাও Add করতে পারবেন।
২)আপনি চাইলে এখানে নির্দিষ্ট Goal set করে রাখতে পারবেন যে আপনি প্রতিদিন কতটুকু হাটবেন।
৩)তাছাড়া আপনি আপনার উচ্চতা ও ওজন সেভ করে প্রতিদিন কত ক্যালরি কমাতে পেরেছেন সেগুলোও track করে রাখতে পারবেন।
৪)Google Fit এর সাথেও connect করতে পারবেন।
৫)এছাড়াও এই App আপনাকে প্রতিদিন নিজে নিজেই সকালে বা যে সময়ে আপনি চান সে সময়ে আপনাকে reminder দিবে যে আপনার হাটার সময় হয়ে গিয়েছে। তাই ভুলার চান্স নেই।
৬) এই App এ বিভিন্ন achievements আছে যা আপনি নিজের mission হিসেবে নিয়ে বিভিন্ন goal set করে সেগুলো পূরন করতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি মোট কতগুলো step হেটেছেন, কতক্ষন সময় ধরে হেটেছেন, কতদিন ধরে হেটেছেন ইত্যাদি।
আরো অনেক ভালো ভালো ফিচার আছে। আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম কিছুঃ
(10) App Name : Bottom Quick Settings
App link : Playstore
App Developer : Tom bayley
App Size : 3.6 MB
App released date : 3 November 2018
Required OS : Android 5.0 and Up
এই App টি অনেক Customization settings offer করে। আপনারা আপনাদের নিজের মতো করে App টিকে সাজিয়ে নিতে পারবেন। যেমনঃ
১) নোটিফিকেশন প্যানেলে কোন কোন Tools গুলো আপনার প্রয়োজন সেগুলো Add করে রাখতে পারবেন।
২) আপনি চাইলে নোটিফিকেশন প্যানেলে কোনো url বা কোনো App অথবা কোনো shortcut add করে রাখতে পারবেন।
৩) যাদের ফোন Root করা আছে তাদের জন্যে এক্সট্রা অনেক ফিচার এই এপ্লিকেশনে দেওয়া আছে।
৪) কিছু সুন্দর সুন্দর Theme ও Colour Change করারও Options রয়েছে।
৫) আপনি চাইলে Background blur ও করতে পারবেন।
৬) আপনি চাইলে নিজে নিজে সব Customize করতে পারবেন।
৭) আপনি চাইলে Notch এর মতো করে নিচে Battery percentage, সময়, wifi/data এগুলোর status bar এ enable করতে পারবেন। দেখলে সুন্দর দেখা যায়।
৮) আপনি যখন keyboard ব্যবহার করবেন তখন এটা hide ও করে রাখতে পারবেন
৯) চাইলে নোটিফিকেশন বার যেটা উপরে Default এ আছে সেটাকে Disable করে দিতে পারবেন। তবে এর জন্যে আপনার Device rooted হতে হবে।
১০) আপনি চাইলে icon গুলোকে ৬ ভাবে change করতে পারবেন।
এছাড়াও আরো অনেক ভালো ভালো customization settings আছে এই এপ্লিকেশনটিতে। আপনি এক এক করে নিজে নিজে দেখে নিতে পারেন।
যা যা বললাম সেগুলোর স্ক্রিনশটসঃ
তো এই ছিল ১০ টি Useful Apps যা কারো না কারো উপকারে অবশ্যই আসবে। আশা করছি এই এপ্লিকেশনগুলো আপনাদের কাজে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে বিদায় ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….
Cry On?