আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকেএইকামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Like Trickbd On Facebook

নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download

যারা এন্ড্রয়েড ব্যাবহার করেন তাদের
প্রায় সবাই লকার ইউস করেন। এপ কিংবা
পিকচার, ভিডিও এসব লক করার অনেক এপ্লিকেশন
আছে কিন্তু সবচেয়ে ভাল এপ্লিকেশন
কোনটি সেটা কয়জন জানে ?
আর তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম
এমনই এক এপ্লিকেশন। এপ্লিকেশনটিতে
অনেকগুলো ফিচার আছে।আশা করি
আপনাদেরও ভালো লাগবে।
একনজরে ফিচারসমূহ দেখে নিনঃ

১/এপ লক করে ফেইক মেসেজ অ্যাড করে

দিতে পারবেন। প্রাইভেট ভিডিও কিংবা
ছবি লোকালে গ্যালারী/ভিডিও প্লেয়ার/
ফাইল ম্যানেজারে দেখাবে না। লক খুলে
সেই ভিডিও কিংবা পিকচার দেখতে হবে।

২/আপনার মোবাইলের সর্বমোট এপের
সংখ্যা দেখাবে এবং কয়টা এপ লক
করা হয়েছে সেটাও দেখাবে। নির্দিষ্ট
একটা অ্যাপে টাচ করলেই সেটি লক হবে।
চেপে ধরে রাখলে ফেইক মেসেজ চালো
হবে (এর জন্য আগে সেটিং থেকে ফেইক
মেসেজ অপশন অন করতে হবে।)

৩/দেখতে অনেক সুন্দর এবং আপনি ইচ্ছা
করলে আরো থিম ডাউনলোড করতে
পারবেন।প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিয়ে মাস্টর
লকটি চালাতে পারবেন।

৪/নির্দিষ্ট কোন ডিভাইসএর সাথে ব্লুটুথ
কানেক্ট থাকলে লক লাগবে না। অথবা
নির্দিষ্ট কোন ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত
থাকলে লক লাগবে কিংবা লাগবে না
এরকম করতে পারবেন।

এতে করে আপনি যখন বাসায় থাকবেন আর

আপনার নিজের ওয়াইফাই কানেক্ট থাকলে
লক হবে না এরকম সুবিধা পাবেন।
সব মিলিয়ে এপটি আমার কাছে ভালো
লেগেছে।আশা করি আপনাদেরও ভালো
লাগবে। তাই দেরি না করে এখনি
ডাউনলোড করে ফেলুন।

কিভাবে Download করবেন:

Download Link এ Click করলে নিচের মত আসবে। লাল লাগ দিয়ে Mark করা আছে। ওইটাতে Click করলেই Download হবে। Opera তে মাঝে মাঝে Problem হয়। Uc,Chrome,Mozila দিয়ে করে নিন

Always Stay with Trickbd.com

Leave a Reply