গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অডিও থেকে ভয়েজ এবং শব্দ আলাদা করবেন। অর্থাৎ আপনি গান এবং গানের বাজনা দুইটা আলাদা করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে সাধারণ 15 থেকে 20 মিনিটের ভিডিও ২০০ থেকে ৩০০ এমবি হয়ে যায়। হ্যাঁ , যেখানে ভিডিও এত এমবি হয় না। আজকে নিয়ে আসলাম এটার সমাধান। আর সঙ্গে যুক্ত করলাম কিভাবে ভিডিও থেকে আপনারা অডিও আলাদা করতে পারবেন। তাহলে ছিলাম আর দেরি না করে আজকের পোস্ট শুরু করি :-
আজকে আমাদের দুইটা অ্যাপস এর প্রয়োজন হবে। আমি নিচে দুইটা এপস এর লিংক দিলাম। আপনারা ডাউনলোড করে নিন, আমি নিচে কাজ দেখাচ্ছি।
Link : extrator
Link : composer
Video থেকে audio :-
প্রথমে দেখাবো কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন। প্রথমেই আপনারা
” এক্সট্রাক্স অডিও ” এই অ্যাপসটাতে ঢুকুন। ঢোকার পর আপনি ভিডিও সিলেক্ট করুন। যেটা থেকে অডিও আলাদা করতে চান। নিচে আমি সাজিয়ে স্ক্রিনশট দিলাম :
ফাইলের সাইজ কমানোর নিয়ম :
এবার দেখাবো আপনি কিভাবে আপনার ফাইলগুলোর সাইজ কামাতে পারেন। এর জন্য আপনি “M4A audio composer” এই অ্যাপ এ ঢুকুন। তারপর আপনার অডিও সিলেক্ট করুন। এবং দেখুন আপনাদের ২০০ এমবির ফাইল ৫ থেকে ১০ এমবি হয়ে গেছে। একদম জাদুর মত ?। আমি নিচে সিরিয়াল অনুযায়ী স্ক্রিনশট দিতেছি :
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Trickbd এর সাথেই থাকুন।