সকাল থেকেই শুরু হয় সবার কর্মব্যস্ত দিন। কারো থাকে অফিসে যাওয়ার তাড়া, কারো থাকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো কাজে যাওয়ার তাড়া। কিন্তু সকালের ঘুমটা এতোটাই আরামের যে, অ্যালার্মেও অনেক সময় কাজ হয় না। ফলে অবধারিতভাবে কাজের ক্ষতি হয়।
এমন অনেক ঘুমকাতুরে মানুষ আছেন যারা ঘুমের জন্য কাজে যেতে না পেরে দিনের পর দিন নানা যন্ত্রণা ভোগ করেন। তাদের জন্য যন্ত্রণা মুক্তির উপায় হতে পারে অ্যাপ্লিকেশন ‘স্ন্যাপ মি আপ’।
এই অ্যাপ্লিকেশনের সুবিধা হলো এটি অ্যাক্টিভেট করে রাখলে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত না সেলফি তোলা হবে ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বন্ধ হবে না। কারণ, এই অ্যাপের অ্যালার্ম বন্ধের একমাত্র উপায় হলো সেলফি তোলা।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারসমূহ :
১. অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সহজে কয়েকটি ধাপে গিয়ে অ্যালার্ম সেট করে নেয়া যাবে।
২. একবার ডাউনলোডের পর অ্যাপটিতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। অফলাইনেই ব্যবহার করা যাবে।
৩. অ্যালার্ম চালু হওয়ার পর সেলফি না তোলা পর্যন্ত অ্যালার্ম বন্ধ হবে না। আবার প্রতিদিন তোলা সেলফি অ্যাপটিতে সংরক্ষণ করা থাকবে।
৪. ব্যবহারকারী চাইলে সেই সব সেলফি সহজে শেয়ার করতে পারবেন।
৫. অ্যাপটিতে রয়েছে রং পরিবর্তন ও ম্যাটেরিয়াল ডিজাইন।
চমৎকার এই অ্যাপ্লিকেশন নিচের লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।