আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকেএইকামনা রইলো।
এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।
প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
আসুন দেখে নেই অ্যাপটি কিভাবে কাজ করেঃ
ধরুন আমি ঢাকা ফার্মগেট এলাকায় থাকি। এখন আমি করব কি এই অ্যাপটি ওপেন করে জিওফেন্স এলাকা হিসেবে ফার্মগেট এলাকা সিলেক্ট করব। এরপর টার্গেট নাম্বার হিসেবে আমার বন্ধুর নাম্বার দিয়ে দিবে। আর এস এম এস ফ্রিকুয়েন্সি ৩ মিনিটে একটি এস এম এস দিয়ে দিলাম। এরপর সেভ করে ফোন রেখে দিলাম। অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। কিছুদিন পর দেখা গেল আমি আমার ফোন খুজে পাচ্ছি না। ফোন চুরি হয়ে গেছে। চোর করল কি আমার ফোন টা নিয়ে সে আমার সিলেক্ট করা জিওফেন্স এলাকা মানে ফার্মগেট এলাকা থেকে বের হয়ে গেল। চোর বের হওয়া মাত্র আমার বন্ধুর ফোনে একটি এস এম এস আসল। এস এম এসে আমার এন্ড্রয়েড কোন এলাকায় আছে তার গুগোল ম্যাপ লিংক সহ চোলে আসল। ব্যাস শুরু করলাম চোরের পিছু। ৩ মিনিট পর পর এস এম এস আসছে আর আমি শিওর হয়ে নিচ্ছি চোর কোথায় যাচ্ছে। ? ?
আসুন দেখে নেই অ্যাপটি কিভাবে সেটাপ করবেন
অ্যাাপটি ওপেন করে আপনি জিওফেন্স এলাকা সিলেক্ট করবেন। এরপর বাম পাশের স্লাইডার থেকে টারগেট নাম্বার দিবেন। নাম্বার অবশ্যই ইন্টারন্যাশনাল ফরমেটে দিবেন মানে নাম্বারের আগে +৮৮ যোগ করে নিবেন। আর ফ্রিকুয়েন্সিতে আপনার ইচ্ছা মত সময় দিয়ে দিবেন। যদি কোন কারনে আপনার সিলেক্ট করা এলাকার বাইরে যান তবে অনাকাংখিত এস এম এস বন্ধ রাখতে জিওফেন্স ডিজেবল করে দিতে পারেন। ট্রাকিং অফ করতে অ্যাপ আনইস্টল করলেই হবে।
অ্যাপটির কিছু ব্যবহারঃ
১। এন্ড্রয়েড ট্রাক করা
২। গাড়ি ট্রাক করা
৩। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে তা ট্রাক করা।
৪। এছাড়া বিভিন্ন প্রকার প্রোয়োজনীয় বস্তুও ট্রাক করার ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করা যাবে
অ্যাপটি সত্যই অনেক কার্যকারী।
Any Problem Just Comment
Always Stay With Trickbd.Com
http:// goo.gl/iFJbCI
♣remove space