QQ একটি শক্তিশালী ভিডিও প্লেয়ার।
এটিতে MX প্লেয়ারের মতো গানের কথা আটকে যায় না।
QQ প্লেয়ার চালালে MX প্লেয়ারের কথা ভুলেই যাবেন হয়তো।
এর সুবিধা সমূহঃ

এটা 3gp, mp4/m4a, mkv, wma, avi, mpg, mpeg, mov, vob, wmv, dat, vid, ma4,236,vidc আরও অনেক ধরনের ফাইল সাপোর্ট করে।
এই লিস্টের বাইরের ভিডিও চালাতে হলে ফাইল টি রিনেম করে .mp4 এক্সটেনশন লাগিয়ে নিন। ১০০% গ্যারান্টি চলবে।
এটি দ্বারা ব্রাইটনেস ও সাউন্ড কমানো বাড়ানো যায় MX প্লেয়ারের মতো।
এটি সব ধরনের সাব টাইটেল সাপোর্ট করে।
এটি দ্বারা গানের ভেতর হতে স্ক্রিনশট নেওয়া যায়

এটি ব্যবহার করে নেটওয়ার্ক স্ট্রিম করা যায়।
প্লেয়ার টি সম্পূর্ণ AD মুক্ত।
এই প্লেয়ারে আরও অনেক মজার মজার ফিচার আছে সময় স্বল্পতার জন্য লিখতে পারলাম না। একবার ডাওনলোড দিয়েই দেখুন।
নোটঃ

QQ প্লেয়ার ১০২০এx৭২০ রেজুউলিউশন এর ভিডিও যার মানে 720p এর ভিডিও স্মুথ ভাবে চালাতে পারে।
যে ভাবে ইনিস্টল করবেনঃ
নিচের Link হতে QQ প্লেয়ার ডাওনলোড করে ইনিস্টল করে নিন।
এখন QQ অপেন করুন এবং SD কার্ড সিলেক্ট করে Refresh এ চাপ দিন সব ফাইল স্কান না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

প্লেয়ার টা খুবই ভালো। আমার পছন্দনীয় একটি প্লেয়ার। (প্লিজ বাজে টিউমেন্ট করবেন না)
দেখুন সব গান চলে এসেছে।
Screenshort:

এখান থেকে ডাওনলোড করুনঃ

QQ Video Player.apk

Leave a Reply