আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকেএইকামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Like Trickbd On Facebook

প্রথমেই Softwere টি কিভাবে বেব্যহার করবেন ছবি দেখে Clear করে নিন।

এবার নিচের লিনক থেকে Softwere টি নামিয়ে নিন।

Download Server: →Download

আপনার এন্ডোয়েড মোবাইলের Contacts number গুলোকে সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আমাদের মোবাইল হারিয়ে গেলে ও এত কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে contacts number ডিলেট হয়ে গেলে। আমরা যখন এক সিম চেঞ্জ করে অন্য সিম মোবাইলে সংযোগ করি, তখন আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। আমরা যখন কোন কারনে মোবাইল ফরমেট দেই তখন

আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। এতে করে আমরা নাম্বার গুলি সহজে খুজে পাইনা। তাই কন্টাক্ট নাম্বার যেন কোন দিন না হারায় সেই জন্য আমার আজকের
টিউন।

All Viewers এই টিউন্টি শুধু মাত্র android মোবাইল ব্যাবহার কারিদের জন্য। এই কাজটি করতে গেলে আপনার একটি জিমেল একাউন্ট থাকতে হবে।

এন্ডোয়েড মোবাইল ব্যাবহারের সময় আমাদের নানান
প্রয়োজনে জিমেইল এড্রেস দিয়ে লগইন করে রাখতে হয়। আমি আপনাদের কে দেখাব কিভাবে একটি জিমেল একাউন্ট ব্যাবহার করে আপনাদের প্রয়োজনীয়
contacts number গুলি সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আপনার কন্টাক্ট নাম্বার ততদিন সেভ থাকবে, যতদিনআপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ড মনে থাকবে।

Always Stay With Trickbd.Com

4 thoughts on "কিভাবে Contacts Number সেভ করে রাখবেন আজীবন। এই Post টি শুধুমাত্র এন্ডোয়েড বেব্যহারকারী ভাইদের জন্য। দেখে নিন"

  1. TrickBD Pr says:
    “আপনাকে এর আগেও বলা হয়েছে, আবার বলতেছি, এর পর কিন্তু আর বলব না।
    “এর পর থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক দেওয়ার চেষ্টা করবেন”
    “ধন্যবাদ”
  2. Hossen Contributor Post Creator says:
    Ok Admin Bro
    1. mofazzol Contributor says:
      hossen bro tumar phone nambar plz…….
    2. Hossen Contributor Post Creator says:
      Ja Bolar Ekhanei bolen or knock facebook

Leave a Reply