আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। কয়েকদিন যাবত TrickBd পোস্ট করা হয় না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ট্রিক্স।

বর্তমান যুগে সবার হাতেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আবার কেউ কেউ কম দামী ফোন ও ইউজ করেন। যার ফলে তাদের ক্যামেরার ফটো কোয়ালিটি ভালো হয় না। অথবা অনেক সময় পুরনো অ্যালবামের ফটো বের করলেও সেটি ঝাপসা থাকে না নষ্ট হয়ে যায়।

আজ আপনাদের দেখাবো কিভাবে ঝাপসা বা নষ্ট ফটকে ঝকঝকে HD কোয়ালিটি করবেন।

এর জন্য অনেকেই Remini Apk টি ইউজ করে থাকেন। আমার কাছে তার চেয়েও বেশি ভালো লেগেছে অন্য একটি অ্যাপ।

চলুন শুরু করা যাক

এই অ্যাপটির মাধ্যমে আপনি

  • ঝাপসা ফটো কে ক্লিয়ার করতে পারবেন
  • ফটোতে স্ক্রাচ বা দাগ পড়লে সেটি দূর করতে পারবেন
  • সাদা কালো ফটো কে কালারফুল করতে পারবেন
  • কম রেজুলেশনের ছবি ঠিক করতে পারবেন
  • ছবি থেকে Object রিমুভ করতে পারবেন
  • ছবি কে Anime পিকচারে রূপান্তর করতে পারবেন।
  • পাশাপাশি আরও অনেক অপশন রয়েছে।

Apk টি playstore এ পেয়ে যাবেন। কিন্তু আমি মোড অপশন দিয়েছি যাতে সব অপশন ইউজ করতে পারেন।

নিচের লিংক থেকে Mod apk টি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ?

Enhance Fox Mod.apk

অ্যাপস টি ব্যাবহার করতে গেলে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন আছে।

অ্যাপস এ ঢুকে

  1. প্রথমে রয়েছে Photo Enhance: এর মাধ্যমে আপনি ঝাপসা বা Blur ফটো কে ক্লিয়ার করতে পারবেন। এবং ফটোর রেজ্যুলেশন বাড়াতে পারবেন। ফটো কে Hd ফটো করতে পারবেন। নিচে একটি স্যাম্পল ফটো দেখানো হলো। 
  2. এর পর রয়েছে Enhance Video: এর মাধ্যমে আপনি ঝাপসা বা low কোয়ালিটির ভিডিওকে ক্লিয়ার Hd করতে পারবেন। কিন্তু এটার একটা খারাপ দিক ও রয়েছে। এখানে আপনি ১০ সেকেন্ডের বেশি ভিডিও করতে পারবেন না। নিচে স্যাম্পল দেওয়া হলো ।
  3. এর পর রয়েছে Convert Fps: আপনি যদি কোনো ভিদিওর ফ্রেম বা সাইজ বাড়াতে চান তাহলে এটি ব্যাবহার করতে পারেন। এর মধ্যে প্রবেশ করে যেকোনো ফ্রেমে ক্লিক করলে টা apply হয়ে যাবে ।
  4. এর পর রয়েছে Toon Photo: এর মাধ্যমে আপনি নিজের ফটো কে Anime ফটো তে কনভার্ট করতে পারবেন।
  5. অনেক সময় পুরনো সাদা কালো ফটো পাওয়া যায়। যা রঙিং করতে পারলে ভালই লাগতো। সে জন্য রয়েছে Colorize photo অপশন। এর মাধ্যমে সব সাদা কালো ফটো রঙিন করে তুলতে পারবেন। এবং নিজের selfie ফটো কে Enhanche করতে চাইলে Selfie Enhanche Opshon টি ব্যাবহার করতে পারেন।
  6. অনেক সময় হয় পূরণ অ্যালবাম থেকে স্ক্রাচ লাগা ফটো পাওয়া যায় যা ঠিক করা অসম্ভব হয়ে পড়ে। সে ক্ষেত্রে আপনি সে ফটো গুলো মোবাইল দিয়ে তুলে ঠিক করতে পারবেন। এর জন্য রয়েছে Descrach Photo অপশন। যার মাধ্যমে আপনি নিমিষেই স্ক্রাচ দূর করতে পারবেন।
  7. এগুলো ব্যাতিত কোনো ফটোর কালার বাড়ানো, HDR করা, কোনো ফটো কে Aniamtion Video বানানো এবং ফটোর Background অটো blur করা সম্ভব এই অ্যাপস দ্বারা। তার জন্য বাকি অপশন গুলো ব্যাবহার করে দেখতে পারেন।

আজ এ পর্যন্তই। কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেকোনো প্রয়োজনে আমাকে knock করুন।  

ফেসবুক আমি

ট্রিকবিডি তে আমার পোস্ট করা অন্যান্য পোস্ট ?

বর্তমানের ভাইরাল Gcam (LMC 8.4 R15) er বিস্তারিত

Lmc 8.4 এর সব ভার্সন এবং বেস্ট প্রিমিয়াম xml ফাইল

আইফোন এবং Dslr এর মত ফটো তুলুন নিজের নরমাল মোবাইল দিয়েই

Manual Camera For All Android . যাদের ফোনে GCam সাপোর্ট করে না তাদের জন্য বেস্ট ক্যামেরা

YouTube Premium Mod প্রায় সব মোবাইলেই চলবে। নিয়ে নিন Youtube Premimum এর সব ফিচার ফ্রী তেই।

Youtube, Facebook, Instagram, Tiktok, Twitter এর সকল ভিডিও ডাউনলোড করুন এক Website থেকেই।

12 thoughts on "ঝাপসা ফটো কে Clear Hd করুন নিমিষেই। Clear Blur Photo instant"

  1. Avatar photo Alex Razib Contributor says:
    আসসালামুয়ালাইকুম লেখাটার ফন্টের নাম কি?
  2. Avatar photo Alimul Islam Author says:
    Download Link thik koren…link kaj korena.
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      Vaia link thik e ase. Valo kore dekhen
      Drive er link dewa ase
  3. Nayan Contributor says:
    Awesome Post
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      Thank You Vaia♥️?
  4. Avatar photo Apon islam Contributor says:
    সব ফোনে কাজ করে না এপ
  5. Avatar photo Apon islam Contributor says:
    এপ প্লে স্টোর লিং দেন
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      play store e bd location e paben na
      normal apk ekhan thke download koren
      https://m.apkpure.com/photo-enhancer-enhancefox-ai/com.changpeng.enhancefox/amp
  6. SH Ridoy Khan Contributor says:
    Er tekha remini beshi valo
  7. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ ভাই
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      Welcome Vaia ❤️

Leave a Reply