#BANGLALINKPRIYOJONROCKS -এ ১০এমবি ইন্টারনেট ফ্রি
বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে পয়েন্ট ভাঙিয়ে প্রিয়জন গিফট নিয়ে তাৎক্ষনিকভাবে সেই গিফট সহ ছবি তুলে #banglalinkPriyojonRocks লিখে ফেসবুকে আপলোড করো আর বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে সেই ছবি দেখিয়ে উপভোগ করো ফ্রি ইন্টারনেট।
অফারের বিস্তারিত
অফার | যোগ্যতা | যে কোন বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার থেকে প্রিয়জন উপহার গ্রহণ করার পর উপহার সহ ছবি #হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে গ্রাহক ফ্রি ১০ এমবি ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন | সকল বাংলালিংক প্রিয়জন গ্রাহকগণ |
- সকল প্রিয়জন গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
- বাংলালিংক প্রিয়জন গ্রাহকগণ সংগ্রহকৃত পয়েন্টের উপর যে কোন বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার থেকে ফিজিকাল উপহার গ্রহণের পর ছবি তুলে #হ্যাশট্যাগ সহ ছবি ফেসবুক-এ পোস্ট করলে ফ্রি ১০এমবি ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন
- গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে বোনাস ইন্টারনেট পেয়ে যাবেন
- বোনাস ইন্টারনেট পাওয়ার পর গ্রাহক একটি ফিরতি এসএমএস পেয়ে যাবেন
- বোনাস ইন্টারনেটের মেয়াদ ২ দিন
- শুধু জিপিআরএস অ্যাক্টিভেটেড গ্রাহকগণ এই বোনাস ইন্টারনেট উপভোগ করতে পারবেন
- সকল বাংলালিংক প্রিয়জন গ্রাহকগণ
প্রিয়জন পয়েন্ট সম্পর্কে
০১. প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রামের
জন্য যোগ্য কারা?
উত্তর: বাংলালিংকের সমস্ত প্রিপেইড,
পোস্ট পেইড ও কল এন্ড কন্ট্রোল প্যাকেজসমূহের
গ্রাহকগণ (পিসিও ও কর্পোরেট ছাড়া) এই প্রোগ্রামের
জন্য যোগ্য।
০২. প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রামের জন্য কি
কি প্রয়োজন?
উত্তর: পরবর্তী মাসের প্রিয়জন প্রাইজ পয়েন্ট
প্রোগ্রামে নিবন্ধিত হতে গ্রাহকদের এক ক্যালেন্ডার
মাসে সর্বনিম্ন ১৫০ টাকা ব্যবহার করতে হবে।
০৩. প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রামের
সুবিধাগুলো কি কি?
উত্তর: গ্রাহকরা তাদের ব্যবহার এবং বাংলালিংক
নেটওয়ার্কের সঙ্গে থাকা সময়ের পরিমাণ অনুযায়ী
তাদের পুরস্কার পয়েন্ট দ্বারা ফ্রি হ্যান্ডসেট,
বোনাস টক টাইম ও এসএমএস পেতে পারেন।
০৪. প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রামের জন্য কি
কোন চার্জ প্রযোজ্য?
উত্তর: না, প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রাম নিবন্ধিত
গ্রাহকদের জন্য সম্পূর্ণ ফ্রি।
০৫. প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রামের বিভিন্ন
স্ল্যাব কি কি?
উত্তর: শেষ তিন মাসের গ্রাহকদের মাসিক গড়
ব্যবহারের উপর ভিত্তি করে প্রিয়জন প্রাইজ পয়েন্ট
প্রোগ্রামের তিনটি ভিন্ন স্ল্যাব আছে।
রেগুলার
সিলভার
গোল্ড
০৬. প্রিয়জন প্রাইজ পয়েন্ট প্রোগ্রামের বিভিন্ন
স্ল্যাবের মধ্যে পার্থক্য কি কি?
উত্তর: প্রিয়জন গ্রাহকদের সুবিধা তাদের স্ল্যাবের
উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
ব্যবহারের জন্য পয়েন্ট
– প্রতি ১০ টাকা ব্যবহারের জন্য রেগুলার
প্রিয়জন ১ পয়েন্ট অর্জন করে
– প্রতি ৮ টাকা ব্যবহারের জন্য সিলভার প্রিয়জন
১ পয়েন্ট অর্জন করে
– প্রতি ৭ টাকা ব্যবহারের জন্য গোল্ড প্রিয়জন ১
পয়েন্ট অর্জন করে
মাসিক বোনাস পয়েন্ট
– মাসিক সর্বনিম্ন ব্যবহার ১৫০ টাকা ব্যবহারের
জন্য রেগুলার প্রিয়জন ১০ বোনাস পয়েন্ট অর্জন
করে
– মাসিক সর্বনিম্ন ব্যবহার ৪০০ টাকা ব্যবহারের
জন্য সিলভার প্রিয়জন ৩০ বোনাস পয়েন্ট অর্জন
করে
– মাসিক সর্বনিম্ন ব্যবহার ১০০০ টাকা ব্যবহারের
জন্য গোল্ড প্রিয়জন ১০০ বোনাস পয়েন্ট অর্জন
করে
এছাড়া গ্রাহকরা তাদের থাকার দৈর্ঘ্যের উপর
ভিত্তি করে সাপ্তাহিক বোনাস পয়েন্ট অর্জন
করতে পারবেন
– ২ বছর পর্যন্ত থাকাকালীন সময় প্রতি সপ্তাহে ১
পয়েন্ট
– ২ থেকে ৫ বছর পর্যন্ত থাকাকালীন সময়ের জন্য
প্রতি সপ্তাহে ২ পয়েন্ট
– ৫ বছরের অধিক সময়ের জন্য প্রতি সপ্তাহে ৩
পয়েন্ট
০৭. কিভাবে এই স্ল্যাব পরিবর্তন করা হবে?
উত্তর: গ্রাহকদের ব্যবহারের উপর ভিত্তি করে
স্বয়ংক্রিয়ভাবে নিজ নিজ স্ল্যাবে সরানো হবে।
চেক করতে পারবেন?
উত্তর: গ্রাহকরা *6000*1*2*1# ডায়াল করে তাদের
স্ল্যাব চেক পারেন।
০৯. গ্রাহকরা তাদের পয়েন্টের জন্য কি প্রকারের
উপহার পেতে পারেন?
উত্তর: বর্তমানে পুরস্কার পয়েন্টের জন্য আমাদের দুই
ধরনের উপহার আছে।
নেটওয়ার্ক গিফটস: বোনাস টক টাইম এবং
এসএমএস
ফিজিক্যাল গিফটস: ফ্রি হ্যান্ডসেট, চাবির
রিং, মগ, ব্যাক প্যাক এবং ক্যাপ
১০. আমি কিভাবে আমার প্রাইজ পয়েন্ট ব্যবহার
করতে পারব?
উত্তর: গ্রাহকরা তাদের পয়েন্ট কমানোর দ্বারা উপহার
পেতে পারেন। কাঙ্ক্ষিত উপহার পেতে গ্রাহকরা
গিফট সিনট্যাক্স লিখে 5678 নাম্বারে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ: কোনো গ্রাহকের যদি 6500 পয়েন্ট
থাকে, তাহলে তিনি নিচের প্রক্রিয়া অনুযায়ী একটি
হ্যান্ডসেট পেতে পারেন।
মেসেজ লিখুন » H » 5678
১১. গ্রাহক কিভাবে তাদের পয়েন্ট ব্যালেন্স চেক
করতে পারেন?
উত্তর: গ্রাহকরা *567*1# ডায়াল করে অথবা bal লিখে
5678 নাম্বারে পাঠিয়ে তাদের ব্যালেন্স চেক করতে
পারেন।
১২. অর্জিত পয়েন্টের মেয়াদ উত্তীর্নের কি
কোনো তারিখ আছে?
উত্তর: হ্যাঁ, ১২ মাসে পয়েন্টের মেয়াদ শেষ হবে।
১৩. গ্রাহকের অ্যাকাউন্টে পয়েন্ট কখন যুক্ত হবে?
উত্তর: সপ্তাহে একবার গ্রাহকদের অ্যাকাউন্টে পয়েন্ট
যোগ করা হবে।
কিছু প্রয়োজনীয় পোস্ট । দেখে নিন ।
2 thoughts on "FACEBOOK এ ছবি পোস্ট করে জিতে নিন ১০ MB"