আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে নতুন একটা পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টে দেখাবো যে কিভাবে JiO SAAVn প্রিমিয়াম করে নিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক!

শুরুতেই US এর একটা আইপি কানেক্ট করে নিবেন। আমি এখানে এক্সপ্রেস ভিপিএন নিয়েছি।

এখন যেকোনো একটা ব্রাউজার এ JiO SAAVn লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটটি ওপেন করি।

এরপর স্ক্রীনশট অনুসরণ করে একটা অ্যাকাউন্ট খুলি।

মেইল – পাসওয়ার্ড, দিয়ে “I’m not Robot” অপশন এ ক্লিক করে ভেরিফাই করে সাইনআপ করি।

এরপর “My Music” ক্লিক করি।

এখন একাউন্টটি প্রিমিয়াম করার জন্য “Go Pro” বাটনে ক্লিক করার পর 1 month সিলেক্ট করি।

এরপর আমাদের সামনে এইরকম একটা পেজ আসবে।

US এর একটি অ্যাড্রেস লাগবে এজন্য একটি নতুন ট্যাপ ওপেন করে US Fake Address লিখে সার্চ করবো।

প্রথম ওয়েবসাইট ওপেন করে এড্রেস কপি করে নিবো।

তারপর নাম, মেইল, এড্রেস বসাবো।

এখন আমাদের একটা কার্ডের প্রয়োজন হবে এজন্য নিচে দেওয়া এই বিন দিয়ে NamsoGen থেকে একটা কার্ড জেনারেট করে নিবেন। এর আগের পোস্ট গুলোতে দেখিয়েছি যে কিভাবে কার্ড জেনারেট করবেন। তাই যারা পারেন না আগের পোস্টটি দেখে আসতে পারেন অথবা পোস্টের শেষে ভিডিও দিয়ে দিবো, দেখলেই বুঝতে পারবেন।

47626310xxxxxxxx 02/26

কার্ড ডিটেইলস বসিয়ে , কপি করা জিপ কোড দিয়ে ” SUBSCRIBE” বাটনে ক্লিক করবো।

Ok দিলেই দেখতে পারবো যে আমাদের একাউন্টটি প্রিমিয়াম হয়ে গিয়েছে।

পুরো পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও না বুঝলে ভিডিও দেখতে পারেন অথবা কমেন্ট এ বলুন। যাদের পেইড ভিপিএন ভিপিএন লাগবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে প্রায় প্রতিনিয়ত সকল পেইড একাউন্টস এবং ভিপিএন গিভেওয়ে করা হয়। পোস্টে কোথাও ভুল কিছু লিখে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কথা হবে পরের কোনো পোস্টে। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই।

3 thoughts on "JiO SAAVn প্রিমিয়াম করে নিন খুব সহজেই!"

  1. S A Suvo Sheikh Contributor says:
    এত পেচানোর কি আছে ভাই? আর এইটা নিয়ে এর আগে পোষ্ট করা আছে তো।
    এর আগের পোষ্ট যিনি করেছেন তিনি খুব সহজে দেখিয়েছেন এই ট্রিকসটা।
    1. twopointzero Author Post Creator says:
      এর আগের পোস্টের প্রসেস ছিল ভিন্ন,, কুকি ইউজ করে কিন্তু আমি এখানে ডাইরেক্ট একাউন্টে প্রিমিয়াম নেওয়া দেখিয়েছি। আপনার যদি ঐ প্রসেসটা সহজ মনে হয় এটা আপনার ব্যক্তিগত ব্যাপার,, আপনার কঠিন মনে হলে ইগনোর করতে পারেন।

Leave a Reply