আসসালামু আলাইকুম।
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ! টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন আজকের পোষ্ট টা কি নিয়ে করতে যাচ্ছি?
আমাদের প্রায় সবারেই একটা করে ওয়েবসাইট আছে, এর মধ্যে অনেকেই ফ্রি হোস্ট ব্যাবহার করে থাকেন ?
আমি তাদেরকে বলব আপনারা ফ্রি হোস্ট বাদ দিয়ে ব্লগারে (blogger.com) এ সাইট ক্রিয়েট করুন।ফ্রি হোস্ট থেকে অবশ্যই ভাল হবে কারন ফ্রি হোস্ট আজ নয় কাল উধাও হবেই?আর যারা পেইড হোস্ট ইউজ করেন আলহামদুলিল্লাহ ?
চলুন কাজের কথায় আসি, আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে ব্লগারে সাইট করার পর উক্ত সাইট কে আপনার পছন্দের নেওয়া ডোমেইনে ট্রান্সফার করবেন।
(yoursitename.blogspot.com)এর স্থলে শুধু আপনার নেওয়া ডোমেইন (yoursitename.tk,example.com/net)ইত্যাদি মানে আপনার ডোমেইন টা শো করবে।যত ভাল সাইটই হোক সাব ডোমেইন হলে কেও আপনার সাইটকে ভাল নজরে দেখবেনা।তাহলো দেখেনিন কিভাবে কাস্টম ডোমেইন এড করতে হবে।
প্রথমে আপনার ব্লগারে লগিন করুন তারপর setting → basics এ যান তারপর কি করতে হবে তা সহজে বুঝার জন্য স্ক্রিনশট গুলা ফলো করুন।


save এ ক্লিক করার পর নিচের মত দেখতে পাবেন

এখানে বলা হয়েছে ডোমেইন টি ভেরিফাই করার জন্য।
ভেরিফাই করতে হলে স্ক্রিনশটে যে ২ টা লাইন ৪ ভাগ করে লেখা আসছে আপনি আলাদা আলাদা করে কপি করে নিন, পরে কাজে আসবে।
ভেরিফাই করার জন্য আপনি যে সাইট থেকে থেকে ডোমেইন নিছেন সে সাইটে প্রবেশ করে আপনার ডোমেইন এ যান,

তারপর স্ক্রিনশট অনুযায়ী কাজ করে যান





তারপর আবার

A রেকর্ডে ৪ টা IP address বসাতে হবে, নিচের আইপিগুলা কপি করে নিন
216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21
তারপর

একই ভাবে ৪ টা রেকর্ড এড করেন

ব্যাস আপনার কাজ শেষ এখন কয়েকঘন্টা অপেক্ষা করুন কারন DNS আপডেট হতে কয়েকঘন্টা টাইম লাগতে পারে।
আপডেট হওয়ার পর redirect দেখাবে, edit এ ক্লিক করবেন

মার্ক করে সেইভ দিয়ে দেন নিচের মত

আমি পোষ্টি সম্পুর্ন সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি তাও যদি কারার বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানান,যতেষ্ট হেল্প করব।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ 🙂
ফেসবুকে আমি

15 thoughts on "যেভাবে ব্লগারে কাস্টম ডোমেইন (.com .net etc) এড করবেন Full post with screenshot?"

  1. রিয়াদ Author says:
    হায়রে আফসোস এত ভাল পোস্ট। কিন্তু আমার বুঝার সামর্থ্য নাই। ফ্রিতে কিভাবে ওয়েবসাইট ২০ মিনিটে তৈরি করা যায়। এজন্য ১০০% রিয়াল ভিডিও বাংলা টিউটোরিয়াল কারো কাছে আছে পাওয়া যাবে কি?
    1. Ashraful AIS ✔ Contributor says:
      blogger.com থেকে ফ্রি তে বানাতে পাবেন ?
    2. রিয়াদ Author says:
      এতে আমার লাভ কি হবে? কি উদ্দ্যেশ্য তৈরি করব??
    3. Haydar khan Contributor Post Creator says:
      এড বসিয়ে ইনকাম করতে পারবেন
    4. Haydar khan Contributor Post Creator says:
      অনেক ভিডিও আছে ভাই 🙁
  2. Al-Amin989 Contributor says:
    ব্লগারে অামার একাউন্ট অাছে। মোটামুটি ভালোই ব্লগার ডিসাইন করতে পারি,,, My blog: https://earningbossusa.blogspot.com

    কিন্তু তোমার পোষ্টটি ভালোভাবে বুঝলাম না!

    ২য় যে ওয়েব সাইটে প্রবেশ করছো ঔটা কোন ওয়েব সাইট?

    1. Haydar khan Contributor Post Creator says:
      আমি যে সাইট থেকে ডোমেইন নিয়েছি ঐ সাইট।
      পোষ্টেইত বলেছি
    1. Haydar khan Contributor Post Creator says:
      এড়িয়ে গেলেইত হয়
  3. Sahariaj Author says:
    Vai Apnar Fb Id Link Ta Dowa Jabe
    1. Haydar khan Contributor Post Creator says:
      fb/mr.haydar.bd
  4. adilxvr Author says:
    ভালো পোস্ট।
    আমি আগে থেকে জানতাম।
    আপনি চাইলে YouTube থেকে করো একটা ভিডিও embed করতে পারেন, এতে viewers রা লিখা না বুঝলে , ভিডিও দেখে বুঝতে পারবে।
    1. Haydar khan Contributor Post Creator says:
      ধন্যবাদ মন্তব্যের জন্য
  5. xoxoxxxx Contributor says:
    Gd post..Sathe ssl certificate add er system ta disen tai valo hoise r ektu.. Carry on
  6. gsm sohan Author says:
    valo post but ami kicui bujhlam na re vaia

Leave a Reply