আসসালামু আলাইকুম! আপনারা কেমন আছেন। আপনাদের সময় ট্রিকবিডিতে কেমন চলছে? আমি আসা করছি আপনাদের ট্রিকবিডিতে সবারি সময় ভাল চলছে। আমি গত পোস্টে ২ টা ওয়েবসাইট রিভিও করে ছিলাম। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছেন পোস্টি ভাল লেগেছে । তার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ । আর যদি আমার আগের পোস্ট টি না দেখে থাকেন তাহলে এই লিংক থেকে দেখে আসতে পারেনঃ আর নয় ট্রেনিং সেন্টার ! এখন আপনি নিজে নিজেই ওয়েবসাইটডিজাইন ও ওয়েবসাইট তৈরি করতে শিখুন আমার জানামতে আপনাদের ওয়েবসাইট ২ টা অনেকেরই কাছে ভাল লেগেছে । আজও আমি আপনাদের সাথে আরো একটি ওয়েসাইট নিয়া আসলাম। আসা করি এই ওয়েবসাইট টি আপনাদের ভাল লাগবে!
আমরা সবাই কম বেশি অনলাইনে টাকা ইনকাম করতে চাই। তবে কয়জনেই পারে অনলাইনে টাকা ইনকাম করতে? তবে আমরা যদি সত্তি সত্তি অনলাইনে টাকা ইনকাম করতে চাই তাহলে আমাদের অবশ্যই আইটি বিষয়ে স্কিল থাকতে হবে! হ্যা আমাদের আইটি বিষয়ে স্কিল বাড়াতে আমাদের আশেপাশে নানান ধরনের ট্রেনিং সেন্টার আছে। তবে এখানে শিখতে হলে আমাদের নিদির্ষ্ট পরিমান টাকা ফি করতে হয়। আমরা হয়তবা অনেকেই জানি আমারা কিন্তু অনলাইনে নানান ধরনের কোর্স করতে পারি! যেমন udemy.com এ নানান ধরনের অনলাইনে কোর্স আছে । এখানেও তো কোর্স করতে গেলে তো অনেক টাকা লাগবে! তাও আবার ডলার। আমাদের তো মাস্টার কার্ডও নাই যে আমরা অনলাইনে কোর্স করবো। এবার আপনাররা udemy.com এর মত অন্য আরেক সাইটে অনলাইনে কোর্স করতে পারবেন একডম ফ্রিতে। তবে সিমিত সময়ের জন্য। চলুর আর বেশি কথা না বলে আপনাদের সাথে ফ্রি অনলাইন কোর্স ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেই। ।
ওয়েবসাইট টি নাম হচ্ছে : www.bitdegree.org এই সাইটে সিমিত সময়ের জন্য ১০০ টি কোর্স একডম ফ্রিতে করতে পারবেন। তার জন্য আপনাদের তেমন কোন কিছু করতে হবে না শুধুমাত্র জিমেইল আইডি দিয়ে সাইনআপ করলেই আপনি ১০০ টি অনলাইনে কোর্স করতে পারবেন । এক নজরে দেখা যাক কি কি কেটাগরির কোর্স আমরা ফ্রি করতে পারব
এই পোস্ট টি আপনার ভাল লাগে তাহলে আমার এই নতুন ওয়েব সাইট থেকে ঘুরে আসতে পারেন
7 thoughts on "১০০ টি অনলাইন কোর্স করুন ফ্রিতে। কেউ মিস করবেন না!!"