স্বাগতম আপনাকে এর আরেকটি নতুন টিটোরিয়ালে। আর আজকের এই টিটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারন একটি Weather Gadget কোড। যেটির মাধ্যমে আপনি আপনার সাইটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন এছাড়াও কোডটিকে ইচ্ছা মতোন কাস্টমাইজ করে আপনার পছন্দের এলাকা সিলেক্ট করে দিতে পারবেন।

যেহেতু এটি HTML কোড তাই এটি আপনি যেকোন সাইটে ব্যবহার করতে পারবেন। যেটা ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস হোক কিংবা ওয়াপকিজই হোক না কেন। শুধু মাত্র নিচের দেওয়া কোডটি কপি করে পেস্ট করে দিতে হবে যেখানে আপনি এটা শো করাতে চান। আর কোডটির লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

Weather Gadget Code

কোডটি কপি করতে এখানে ক্লিক করুন। ট্রিকবিডিতে কোড দিতে সমস্যা হয়।

এই কোডটি দিয়ে শুধু মাত্র ঢাকার Weather শো করবে। আপনি যদি শুধু ঢাকার Weather শো করাতে চান সেক্ষেত্রে আপনাকে কোন এডিট করতে হবে না যদি অন্য কোন এলাকার শো করতে চান তাহলে নিচের স্টেপ গুলোন ফলো করুন –

  1. প্রথমে এই লিংকে গিয়ে আপনি আপনার পছন্দের এলাকা দিয়ে GET CODE এ ক্লিক করে কোডটি কপি করে নিন।
  2. তারপর উপরের কোডটির যে জায়গা গুলো লাল রঙের আছে সেগুলো মুছে আপনার কপি করা কোডটি বসিয়ে দিন।
  3. ব্যাস কাজ শেষ।

নোটঃ কোডের সবুজ রঙ করা অংশটি ক্রেডিট অংশ। আপনি চাইলে সেটি এডিত করতে পারবেন। অন্য, কোন কিছু এডিট করবেন না।

এই ছিল আজকের টিউন। আশা করছি পোস্টটি ভালো লেগেছে। কোথাও কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান। আপনার সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সুস্থ থাকুন। আমাদের সাথেই থাকুন।

কমদামে প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট কিনতে এবং প্রোফেসনাল মানের সাইট বানাতে যোগাযোগ করুন অথবা এখানে ক্লিক করে অর্ডার করুন।

এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে –

6 thoughts on "আপনার সাইটে যুক্ত করে নিন Weather Gadget"

    1. Lucifa ??? Expert Author Post Creator says:
      thanks
  1. Creative Fahim Contributor says:
    আপনার সাইটে পোস্টে যেই রিএক্ট অপশন আছে ঐটা চাই ভাই
    1. Lucifa ??? Expert Author Post Creator says:
      assa ?
  2. Creative Fahim Contributor says:
    পার্সোনাল ভাবে নিতে পারি?ফেবু লিংক?

Leave a Reply