ব্লগার হলো স্বং গুগলের একটি প্লাটফর্ম।
এটি কতোদিন থাকবে বা থাকবেনা, এমন কোনো দূশ্চিন্তা আপনাকে করতে হবেনা।
ব্লগার ততোদিন থাকবে যতোদিন গুগল থাকবে, তাহলে আপনার এতো ভয় কিসে!
ব্লগার হেল্পে গিয়ে যদি প্রশ্ন করেন তারা আপনাকে এটাই বলবে যে, এতো তাড়াতাড়ি গুগলের প্লাটফর্ম ব্লগার যাবেনা।
বা বলবে যতোদিন গুগল রয়েছে ততদিন ব্লগার থাকবে।

আর ভবিষ্যতে যদি ব্লগার না ও থাকে আমাদের তো সমস্যা নেই, ব্লগার সাইটে আপনি যতো পোস্ট করবেন সবগুলো একত্রে ব্যকআপ নিয়ে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেশন করতে পারবেন।
আপনার পূর্বের কন্টেন্টগু‌লোর কোনো রকম সমস্যা হওয়া ছাড়াই।
আপনি যাস্ট ব্লগারে ততদিন থাকতে পারেন, যতোদিন প্রযন্ত না আপনার ওয়েবসাইট দিয়ে মাসে ১০০ প্লাস ডলার ইনকাম করছেন।
এরপরে যদি ইচ্ছে হয় যে আপনি মাইগ্রেশন করবেন তখন করতে পারেন, আমি এরপরেই করতে বলছি।
কারন তখন আপনার হোস্টিংয়ের জন্য নিজ পকেটের টাকা খরচ করতে হবেনা।

যাইহোক, আজকের টপিক হলো ব্লগে কিভাবে নতুন পোস্ট লিখবেন ।
যারা ব্লগিংয়ে নতুন ব্লগার দিয়ে তাদের কাছে কিন্তু সহজ কাজ ও কঠিন আর তাদেরকে টার্গেট করেই এ পোস্ট লেখা মাত্র।

আমারা যখন হাঁটতে জানতাম না তখন কতোবার হোচট খেয়েছি কতোবার ব্যাথা পেয়েছি তার হিসেবে নেই।
কিন্তু এখন তো আমাদের কাছে মনে হচ্ছে যে, হাটাতো খুবই সহজ কাজ।
তেমনি আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটি সহজ মনে হবে।
কিন্তু যখন আপনার জানা ছিলোনা, তখন তো এ্যাকছের কঠিন ছিলো।

আপনি সর্বপ্রথম আপনার পোস্টটি এসইও ফ্রেন্ডলি করে মোটামুটি অফলাইনে নোট প্যাডে লিখে নিবেন।

এরপর ব্লগার ড্যাসবোর্ডে এসে প্লাস চিন্হতে ক্লিক করবেন।

প্রথম উপরের খালী ঘরে আপনার পোস্টের টাইটেল টি দিবেন।

এরপরে নিচে দেখতে পাবেন বড় একটি ঘর সেখানে আপনার পোস্ট টি পেস্ট করে দিন।

এবার আপনার কিওয়ার্ড গুলোকে বোল্ড করে নিন, লেখাকে মার্ক করে বি চিন্হতে ক্লিক করুন।

এরপরে আপনার লেখাকে এইচ টু হেডিং করার জন্য প্যারাগ্রাফ লেখাতে ক্লিক করুন এরপর সাব হেডিং বা মিনোর হেডিং করতে পারবেন।

এরপর ইমেজ ব্যবহার করার জন্য, ইমেজ আইকনে ক্লিক করে আপলোড করুন আপনার ইমেজটি।
এবং সেটিংস আইকনে ক্লিক করে সাইজ সিলেক্ট করে দিন।

এরপর লিংক দেওয়ার জন্য, লিংক আইকনে ক্লিক করে আপনার লিংকের ডিসপ্লে নাম দিয়ে নিচের বক্সে লিংক দিন।

ইত্যাদি ইত্যাদি।

আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন
https://youtu.be/gUuyczYK7mM

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

9 thoughts on "ব্লগিং শিখুন বেসিক টু এডভান্স কোর্স (পর্ব-৪) | ব্লগে কিভাবে নতুন পোস্ট লিখবেন"

  1. Avatar photo STI Lover Author says:
    Help korar uddesshe tricks related post a ss dite hoy.
    Must.
    Janen na?
    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      আমি নতুন অথর নই এখানের ভাই, এভাবে ডেটেইলসে লিখে সাথে ইম্বেড ভিডিও যুক্ত করে দেওয়ার লোক খুব কমই রয়েছে।

      তারপরে ও স্কিনসট দিলে পোস্ট টি সম্পুর্ন হতো।
      চেষ্টা করবো পরবর্তীতে।

    2. Avatar photo STI Lover Author says:
      Notun der ss must be need.
      Ar hm, video dakhle post porar ki dorkar?

      Bujen nai?

    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      কিভাবে খারাপ হলো ভাই?
      স্কিনসট নেই এ কারনে, না ওল্ড টপিক?
      ভাই আমি নতুনদের উদ্দেশ্যে শুরু থেকে স্ট্রাট করেছি এবং এডভান্স প্রযন্ত পৌছাবো যখন, এডমিন প্যানেল থেকে নিষেধ করবে তখন বন্ধ করে দিবো।
    2. Avatar photo STI Lover Author says:
      Are vai,
      bad post kibave holo.
      Ta to bolben.
      Ulta-palta comment theke dhure thakun.
  2. Avatar photo MdNasir Hussain Contributor says:
    আপনার। পোস্ট ট্রিক মূলক হয়নি। প্যারাগ্রাফ গুলো সাজিয়ে লিখতে পারতেন
    ।।
    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      সর্ট কোডে সমস্যা ভাই।

      আমি পোস্ট ঠিকমতোই প্যারাগ্রাফ ভিন্ন ভিন্ন করে লিখেছে কিন্তু সর্ট কোড ব্যবহার করার পর গুলিয়ে যাচ্ছে।

  3. Avatar photo MdNasir Hussain Contributor says:
    Carry.. On. Vaiya…

Leave a Reply