How to add a Download Timer button in Blogger? | কিভাবে ব্লগারে ডাউনলোড টাইমার বাটন অ্যাড করবেন?

এই আর্টিকেল এ আমি আপনাকে দেখাব কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে একটি ডাউনলোড টাইমার বাটন সহজেই অ্যাড করতে পারেন এবং ইচ্ছেমত এটি কাস্টমাইজ করতে পারেন।

What is Download Timer and How it works? |ডাউনলোড টাইমার কী এবং কিভাবে এটি কাজ করে?

ডাউনলোড টাইমার হল একটি সাধারণ জাভাস্ক্রিপ্ট কোড যা ১৫ সেকেন্ড বা আপনার দেয়া সময় গণনা শুরু করে এবং সময় শেষ হওয়ার পরে ডাউনলোড লিঙ্ক শো করে।যেহেতু এটি কিছু সময়ের পরে ডাউনলোড লিঙ্ক সহ ডাউনলোড বাটন শো করে ,এবং সময় অ্যাড করা থাকে, তাই এটিকে ডাউনলোড টাইমার বলা হয়।

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সময় অ্যাড করে দিতে পারেন টাইমার কখন বন্ধ হবে এবং ব্লগ পোস্টে ডাউনলোড বাটনটিতে শো করবে।সুতরাং, যখন একজন ভিজিটর বাটনটিতে ক্লিক করবে তখন লিঙ্কটি একটি নতুন ট্যাবে খুলবে এবং ফাইলটি ডাউনলোড করতে পারবে।

Benefits of Download Timer widget|ডাউনলোড টাইমারের উপকারিতা।

আপনি যদি এমন একটি ব্লগ চালান যেখানে ভিজিটররা ফাইল ডাউনলোড করতে আসে এবং ডাউনলোড শুরু হওয়ার সাথে সাথে সাইটটি ছেড়ে যায় তাহলে আপনার ব্লগার ওয়েবসাইটে ডাউনলোড টাইমার স্ক্রিপ্টটি অ্যাড করা উচিত।

এইভাবে, আপনি ফাইলটি ডাউনলোড করার আগে ভিজিটরদের কিছু সময় অপেক্ষা করতে হবে এবং আপনার ওয়েবসাইটে সেই ব্লগ পোস্টগুলির জন্য বাউন্স রেট কমে যাবে।

একটি কাউন্টডাউন টাইমার অ্যাড করার আরেকটি সুবিধা হলো যে এটি একটি ওয়েবপেজে ভিজিটরকে আরও বেশি সময় থাকার মাধ্যমে অ্যাডসেন্সের আয় বাড়াতে সাহায্য করবে।এবং আপনি আরও ইম্প্রেশন পাবেন সাথে আপনার অ্যাডগুলোতে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যাবে।

How to add a Download Timer button in Blogger? | ব্লগারে কিভাবে ডাউনলোড টাইমার বাটন অ্যাড করবেন?

আপনার ব্লগার ওয়েবসাইটে একটি ১৫ সেকেন্ডের ডাউনলোড টাইমার বাটন অ্যাড করতে, সাবধানে নিচের ধাপগুলি অনুসরণ করুন৷

১.ব্লগার ড্যাশবোর্ডে যান এবং HTML ভিউ সহ ব্লগ পোস্ট খুলুন।

২.তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে যেখানে ডাউনলোড টাইমার বাটন অ্যাড করতে চান সেখানে পেস্ট করে দিন।

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।

৩. আপনি চাইলে এখন ১৫ সেকেন্ড কে চেঞ্জ করে অন্য সময় দিতে পারে। এবং https://www.pietune.xyz এর জায়গায় আপনার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবেন।

তারপর পোস্টটি পাবলিশ করে দিন।এবং দেখুন আপনার ডাউনলোড টাইমার বাটন অ্যাড হয়ে গেছে।

নিজেই ট্রাই করে দেখতে পারেন কাজ করে কি না!


 

 


 

আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


 

12 thoughts on "How to add a Download Timer button in Blogger? | কিভাবে ব্লগারে ডাউনলোড টাইমার বাটন অ্যাড করবেন?"

  1. Avatar photo Tasik047 Contributor says:
    blogger kivabe m3u8 add korbo tutorial chai
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      আচ্ছা।
  2. Avatar photo Nadim Mahmud Khan Contributor says:
    লিজেন্ড ভাই আপনি।
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      না ভাই।?
  3. Avatar photo Shuvo Contributor says:
    Thank You
  4. mrfarhanisrak Levi Author Post Creator says:
    Most Welcome.
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ?
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      Thanks
  5. Avatar photo noyonxd Contributor says:
    সুন্দর।
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply