আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

তো আবার আমি আপনাদের broadband নিয়ে পোস্ট নিয়ে এলাম,,, তো আজকের পোষ্টের মূল কথা বিষয় হলো,, কিভাবে আপনি broadband এর ISP খুজে বের করবেন।। আসলে ISP কি? ISP হলো Interner Service Provider যাকে সংক্ষেপে ISP বলে। যদি বাংলায় আরো পরিষ্কার করে বলি তো, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি, যাদের কাছে আমরা টাকা দিয়ে বা সাবস্ক্রিপশন কিনে ইন্টারনেট ব্যবহার করি। তাহলে এই আইএসপি’রাই কি ইন্টারনেটের মালিক? — ওকে, একটু অপেক্ষা করুণ আর আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে ফেলুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

তো যারা ইন্টারনেট প্রদান করে, সেটা হোক কপার ক্যাবল, বা ডায়ালআপ কানেকশন, অথবা ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে — প্রত্যেকেই ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের ভূমিকা পালন করে। আপনার বাড়িতে যতো টাইপের কম্পিউটিং ডিভাইজ রয়েছে, আইএসপির কাজ হচ্ছে সেই ডিভাইজ গুলোকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করা। অর্থাৎ আপনার ডিভাইজ এবং দুনিয়ার বাকী ইন্টারনেটের মধ্যে আপনার আইএসপি মাঝখানে বসে থাকে। আপনি কোন ওয়েব সার্ভার থেকে ওয়েবপেজ ডাউনলোড করেন অথবা যেকোনো ইমেজ বা ভিডিও, অবশ্যই সেটা ইন্টারনেট থেকে আপনার আইএসপি হয়েই তারপরে আপনার কম্পিউটার বা মোবাইলে চলে আসে।

তো চলে যায় মূল পোস্টে আপনাকে isp খুঁজে বের করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে নিচের লিংক থেকে আপনারা সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ

তো সফটওয়ারটি নামানোর পর আপনি একটি app টিতে প্রবেশ করুন তারপর নিচের দিকে স্ক্রল করে গিয়ে দেখুন ISP নামে একটা অপশন আছে এখানে আপনি আপনার ব্রডব্যান্ডের ISP খুঁজে বের করতে পারবেন এবং ওই আইএসপির সাহায্যে যে কোন ব্রাউজার থেকে বিভিন্ন মুভি কিংবা অন্যকিছু খুব কম সময়ে ডাউনলোড করতে পারবেন।

আরো অনেক ISP আছে যেগুলো ওয়েবসাইট থেকে খুব দ্রুত গতিতে ডাউনলোড করা যায়।তো এরকম আমি কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম।
(১)www.brothersitbd.com
(২)www.dnetbd.com
(৩)www.netcitybd.com
(৪)www.brodbandathomebd.com

এই ওয়েবসাইট গুলোর নিজস্ব সার্ভার থাকার কারণে আমরা এসব ওয়েবসাইট থেকে খুব দ্রুত গতিতে যে কোন মুভি বা ভিডিও ডাউনলোড করতে পারব।প্রায় 2–5mbps স্পিডে আপনি ডাউনলোড করতে পারবেন।তো চলুন দেখে নিই,,,একটি ওয়েরসাইটের রিভিউ এবং স্পিড প্রুভ।

প্রথমে এই লিংকে ক্লিক করুন।
তারপর watch online এ ক্লিক করুন।

দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুভি ডাউনলোডের সাইট আছে যেগুলো দিয়ে আপনি খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন।

ওয়েব সাইট গুলোতে গেলে আপনার ফোনের স্পিড এমনিতেই বেড়ে যাবে।দেখি আমার স্পিড প্রুভ।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

26 thoughts on "[Wifi][Brodband] কিভাবে আপনি আপনার ব্রডব্যান্ডের ISP খুঁজে বের করবেন এবং ৫–৭ মিনিটের মধ্যে 1GB মুভি ডাউনলোড করবেন।"

  1. Avatar photo Xunny Contributor says:
    link share er border dau kmne
    1. Avatar photo Xunny Contributor says:
      ki code
    2. Avatar photo RtRaselBD Author says:
      html code
    3. Avatar photo Xunny Contributor says:
      code ta ki bolo
  2. Shadin Contributor says:
    GOOD.
    Thanks.
    1. Avatar photo Md. Mahfuz Author Post Creator says:
      wlc
  3. Avatar photo sunny123 Contributor says:
    vai Amar 7mbps kintu sob ftp ba jakono site 1mbps ar bashi speed ota na ki korbo.
    1. Avatar photo Md. Mahfuz Author Post Creator says:
      kichu korar nai,,,but apni IDM use korte paren…
    2. Hasan Mehedi Contributor says:
      Isp k call den solve dbe
  4. Avatar photo sunny123 Contributor says:
    vai Amar 7mbps kintu sob ftp ba jakono site 1mbps ar bashi speed ota na ki korbo.
    1. Avatar photo Md. Mahfuz Author Post Creator says:
      thx
    1. Avatar photo Md. Mahfuz Author Post Creator says:
      thx bro
    1. Avatar photo Md. Mahfuz Author Post Creator says:
      thc
  5. Hasan Mehedi Contributor says:
    তুমি wifi লাইনে নতুন ভাও। এপ লাগে না এসবের জন্য। what is my ip লিখে আইপি বের করে whois লুকাপ এ দিলে isp আসবে। তারপর ফুল স্পিডে ডাউনলোড এটার ২ টা পার্ট BDIX Servers আর FTP Servers এগুলাতে ওরা এক্সট্রা স্পিড দেয় ৩/৪ এমবিতে ৫০ এমবিপিএস bdix & ftp দেয়। ওদের ftp সার্ভার কি কি এগুলা ওদের জিজ্ঞাস করতে পারেন আর bdix server এর জন্য bdix tester ব্যবহার করতে পারেন। সো আগে ভালো করে জানো দ্যান পোস্ট করো
    1. Avatar photo rajudhunatbogra Author says:
      ভাই নতুন নতুন সব ধরনের মুভি এর কয়েক টা সাইট দিন।
      যেখান থেকে ফুল স্পিডে ডাউনলোড করতে পারবো।
    2. Avatar photo Romi0 Contributor says:
      Kotha shotto.
    3. Avatar photo hunter Jony Contributor says:
      ভাইয়া আপনি যা যা বললেন, তা নিয়ে একটা পুরা পোস্ট করেন প্লিজ।যেমন BDIX কি, এটার এড্রেস কি, এটা কিভাবে কাজ করে, ISP এর FTP সার্ভার কি, কিভাবে কাজ করে।প্লিজ পোস্ট টা করলে খুব উপকার হয়।ধন্যবাদ
  6. Avatar photo Black Rafsan Contributor says:
    3-5mbps মানে ৩০০-৫৯৯ kb ডাউনলোড হবে সেকেন্ডে।এভাবে তো 5 মিনিটে 1 জিবি ডাউনলোড হবে না।
  7. Avatar photo S.m Tariqul Islam Anny Author says:
    স্পীড টা বিডিক্স কানেক্টেড হওয়ায় বাড়ছে। আর আইএসপি দেখতে http://www.ip8.com গেলেই সবকিছু দেখাবে। আর আরো বেশি বিডিক্স সাইট পেতে হলে প্লেস্টোরে Bidix Tester আছে সেটা ব্যবহার করতে পারেন।
  8. muhammad shuvo Contributor says:
    Adult Movie FTP Server Links Den Please ?

Leave a Reply