এখন ঘরে ঘরে wifi থাকলেও মানুষ অনেক কিছুই জানে না। হয়তোবা সবাই জানে যে ডিসের মত ওয়াই-ফাই তারের মাধ্যমে চুরি করা সম্ভব না। কিন্তু কেন সম্ভব না এটি অনেকেই জানেন না। আজ আমি আপনাদের ওয়াই-ফাই এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব।
যে কারনে তারের মাধ্যমে wifi চুরি করা সম্ভব নয়ঃ
আমরা দেখেছি ডিসের তার কেটে সেই তারের সাথে জোরা দিয়ে আবার আরেকটি লাইন নিলেই কাজ শেষ ডিস চলতে থাকে। বা কোন ভাবে তারের উপরে তার ফেলে রাখলেও চ্যানেল আসে। কিন্তু ওয়াই-ফাই এর বেলাতে সম্পুর্ন আলাদা। আপনি তার কেটে জোরা দিয়ে সেই তার রাউটারে লাগালেই নেট চালাতে পারবেন না।
কারন আপনি যখন বৈধ ভাবে লাইন নেন আপনাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করা হয় –
১. আপনার ইউজার নাম কি দিবেন
২. আপনার মোবাইল নাম্বার
৩. যায়গার নাম
এসব তথ্য তারা সাথে সাথে নেসেজ করে অফিসে পাঠিয়ে দেয়। এবং এই নাম তাদের ডাটাবেজে এড করে দেয় সব ইনফরমেশন দিয়ে।
তারপর হচ্ছে আপনার রাউটার সেটাপ। রাউটার সেটাপ দেয়ার সময় রাউটারের এডমিন প্যানেলে সেইম ইউজার নাম দিয়ে সেটাপ দেয়া হয় তারপর তারা এক্টিভ করে দেয়। মূল কথা তাদের ডাটাবেজে সব কিছু আগে থেকেই এড করা হয় এবং তারা চাইলে আপনার লাইন অফিস থেকেই বন্ধ করে দিতে পারে কোন রকম কানেকশন কাটা ছাড়াই। তাই এভাবে ওয়াই-ফাই চুরি করা সম্ভব নয়। কিন্তু আপনি চাইলে আপনার এক লাইনে দুটি রাউটার চালাতে পারেন।
ধরুন আপনি এক রুম থেকে অন্য রুমে সিগনাল ভালো পাচ্ছেন না। তখন ওই রাউটার থেকে লাইন নিয়ে আরেকটি রাউটারে দিতে পারেন। আবার কেউ এটি ভাইবেন না যে আপনি দুটি রাউটার লাগালে নেট স্পিড বেশি পাবেন। সব কিছু একই রকম থাকবে শুধু আপনি চাইলে রাউটার একটি বাড়াতে পারেন। এজন্য অফিসে কল করে বললেই হবে। তারের টাকা আর সার্ভিস চার্জ দিলেই তারা লাগিয়ে দিবে।
ও হ্যা ওয়াই-ফাই কি আসলে হ্যাক করা সম্ভব?
একদমই না বলা যাবে না কারন কিছু কিছু হয় সেগুলো সাধারণত wps tester এপ দিয়ে বুঝা যায় এই নিয়ে ট্রিকবিডিতে আরো পোস্ট আছে। (১০০ এর মধ্যে ৫ টা হ্যাক হতে পারে) তাও বলা যায়না। কিন্তু যারা হ্যাকিং বিষয়ে বেশি অভিজ্ঞ তারা চেস্টা করলে হতে পারে৷
তাহলে পোলাপাইন হ্যাক কেমনে করে?
ভাই আপনার থেকেই পোলাপাইন কোন ভাবে নিয়ে যায় আপনি বুঝতে পারেন না। এছাড়া রাউটারের wps button এ কেও ক্লিক করলেই অটো কানেক্ট হবে। তাই আপনার বাসায় কোন ছোট ভাই এসে ওইটায় গুতা দিয়ে কানেক্ট করে নিলো।
মনে করেন আপনার ছোট ভাইকে পাসওয়ার্ড দিলেন। এক বন্ধু ওর কাছে চাইলো। আপনার ভাই পাসওয়ার্ড দিয়ে বলল কাওকে না বলতে। পড়ে যখন জানতে পারলেন আপনার ভাই শিকার করল না। এখন আপনার মাথায় আসবে মনে হয় হ্যাক হইছে।
এত সহজ হলে পাসাপাসি ১০ টা বাসার ১০ টাতেই ওয়াই-ফাই থাকতো না। অন্তত ২ জনের বাসায় থাকতোনা ওই দুইজন হ্যাক করে চালাতো বাকি ৮ টা।
তাই এত কাহিনি না করে যার বাসায় ওয়াই-ফাই আছে তারে বলেন ভাই আমিও মাসে ২০০-৩০০ টাকা বিল দিব আমাকে নেন। অনেকেই চায় কাওকে পাইলে ভালো হইতো।
আমার ওয়েবসাইট ভিজিট করুন – www.mohinbd24.com
ফেসবুক –Facebook
You must be logged in to post a comment.
ভাই ভুল কথা বললেন। wifi আমি নিজে হ্যাক করতে পারি। ধরুন যদি কেও হ্যাক করতে চায় তাহলে সে একটা wifi hacking নামে একটা অ্যাপ ডাউনলোড করে ওপেন করবে এবং প্ৰথমে লেখা থাকবে star wifi hack সেখানে ক্লিক করেই তারা হ্যাক করতে চায় কিন্তু এটা সম্ভব না।
Hacking niye ekta post likhe felun
??
Wps enable thakele wifi hack kora onek easy but computer lage..pixie dust attack dise easily pin ber kora jai..ar disable thakle dictionary attack dia try kora jaie..seconded e amar computer prai 55k pass try korte pare…kintu. Pass kothin dile password ber korar chance onek kom… dictionary te sei pass nae thakle kono chance e nai…
Wifi Hack kora Possible .. Ami nije Ase Paser Pray Onak golo wifi hack kore use kori even All brandwidth o control kori..!
#Thunder…….
? thanks apnader jnno post e kisu change anlam.
vai apnar fb link ta diben plz.
Ki vabe vai… Fb link den
My id link : https://mbasic.facebook.com/jack.thunder.1466?
or https://m.facebook.com/jack.thunder.1466?
vai,,,,,,,,wifi hack niye tahole apani post koren;,,,,,,,,Jack thunder vai
বগুড়া আসেন কেমন পারেন একটা হ্যাক করে দেখান।
আপনাদের পাশের পাড়ার মতো কেউ বোকা না।
Example pass:M@Nn@NWi-Fi5০০৳
Hacking ar Mol theory ki janen? age manush ter chinta babna ke hack korbe… Ar apner boja uchit jekhane bada aceh sekhane solution o aceh,, Router a jodi Vulnerability thake thahole duniyr joto khotin password aceh use koren ,,Tate kico ase jai nah ,, Koyek Second ar beper Password ta ber kore neoya…
jack thunder vai apnake fb te inbox koreci kindly cheak korben
Vai apner fb id link ta den plz…
amr facebook id apadotoh switch off aceh ,,, Busy aci,,,
Mohin vai , apnar sathe aktu dorkar ase , apnar Facebook profile link den , or email korun
[email protected]
Email korsi dekhen ?
এইদিকে বাড়ির পাসের ৩ টা ওয়াইফাই হ্যাক করে চালানো আমি ??
wow,,,,,,,so nice information
Thank you ?
?
Thank you
wifi hack করার মতো কোনো software থাকলে কেউ লিংক দিতে পারবেন অনেক উপকার হতো
Dekhbo
brother maybe shopner Duniyer Boshobash koren…
আমি ওয়াইফাই এডমিন প্যানেল পর্যন্ত হেক করেছি
good
এগুলা হ্যাকার না হাট বাজারের হকার
???
যে হ্যাকার সে বলে না সে হ্যাকার!
যারা ওয়াইফাই হ্যাক করার কথা বলছেন তারা সবাই হকার।
কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিজেকে হ্যাকার মনে করছে।
Amaro tai mone hoy
kew ki ekhane dabi korce je se Hacker?ar hacker ar mane bojen??
Wifi hacking jodi apner shekhar icca thake Wifi , Network pentesting shikhen ,, Ajaira Hokar toker bolte jaiyen nah,, karo fb account kora aisob abal marka hoker ,, ar emne hacker hote gele samner matha pichone jole jabeh…
Eto hack tack kore lav ki, admin panel a dhuke soja block kore dibo?
ব্লক দিয়ে লাভ নাই পাসওয়ার্ড কঠিন দিতে হবে।
???
bro .. ekjon hacker chaile apnake wifi a connect thaktei dibe nah ,,then baddo hoye reset marte hobe…
Network ssid hide kore rakhbo?
hide kore lav nai,, bro,, hidden network search korer jonno different tool aceh,, then se fake access create kore apnakei crack kore felbe,, na hoy apnr userder,,,
??
Tnx
ভাই আপনার তথ্যগুলো ভূল ।
Konta vul vai? Ami broadband er sathe 1 month silam
R8
Tnx
Haha vai line jeta bolsen. Ota thik e bolsen. Jani ata age theke. Jak notun kaj korchen to tai. and programing and kali linax agular sathe porichito na to. Tai ata vabchen. Hacking somvob. Jara ai bisoy experts somvob.
Ki likha ase dekhen. Post e likha ase jara hacking er bepare oviggo tader dhara somvob hote pare likha ase post e
ভাই আপনি বল্লেন কেঊ তারের সাথে তার লাগিয়ে লাইন নিবে। ভাই এটা কি কপার তার যে তারের সাথে তার লাগালে চলবে। এই তারটা ৯০% পাইভারের হয় তাই তার কেটে লাগাবে কি ভাবে? আর যদি signal কম পায় তাহলে তাদের দরকার কি আপনি wds এর মাধ্যমে দুইটা রাঊটার use করতে পারেন।হ্যা কিছু ভুল বল্লে ক্ষ্মমা করবেন।
এটা মেইন লাইন ফাইভার। ফাইভার এর সাথে অণু লাগানো হয়। আর অনুর সাথে কানেক্টর দিয়ে ক্যাট ৫ বা ক্যাট ৬ তার লাগিয়ে সেটি রাউটারে নেয়া হয়। যে তার যোরা দেয়া সম্ভব
মোর পরিচিত এ্রকজন টুকটাক ভালোই পারে পাসওয়ার্ড বের করতে এবং কানেক্টেড না থাকার পরেও গুগল ক্রোম দিয়া বের করে।
Good
কি টাইটেল কি পোস্ট, মসকারি করলা নাকি ?
মেইন টপিক হেডলাইনে লেখা আছে নাকি নাই? টাইটেলের টপিক লেখার পরে সাথে কিছু এড করলাম। পোস্ট না পইরা কমেন্ট করলে যা হয়
WiFi এর পাসওয়ার্ড কাউকে না দেওয়াই ভালো। যদি কেউ আপনার WiFi ব্যবহার করে কোন Hacking কাজে ব্যবহার করে তাহলে অাপনি ফেঁসে যাবেন। কারণ আপনার লাইন/আইডি/আইপি থেকে যা যা করবেন তার log থেকে যাবে। তাই WiFi Password শেয়ার থেকে বিরত থাকবেন।
Hm
হাহা এখানে দেখি সবাই হকার, ?
আমার ওয়াইফাই হ্যাক করে দেখা কেউ ??
Mi 4c router ব্যবহার করি, কেউ ভুল পাসওয়ারড
দিয়ে ট্রাই করলেই আমার কাছে নোটিফিকেশন আসে।
আর হ্যাক তো দুরের কথা ???
???
titel:থান খেতে মেয়েটে কী করতে গেছিলো,,
Open কর দেখি: ধান কাটতে গেছিলো,,
আর কিছু বলব না
প্রশ্নবোধক চিনহ দেয়ার মানে সবাই বুঝে না।
Apnar post titel dkhe vabsilam pasher bari wifi ta lik krbo bt open kre dki ata ty matha ta ghate gece . Den.t mind .trickbd te kokhon kar help lagbe jani nh
Ty kauke sotru banabo nh
ভাইয়া টাইটেলের সাথে প্রশ্নবোধক সাইন দেয়া। সম্ভব বলা হয়নি। সম্ভব??? এটা বলা হয়েছে।
Okk vaiya .trickbd te cmnt delet er option nai ty remove dite partesi nh
Cha khan sob vule jaan
QR Code diye connect kre nei password, MAC address diye setup Kora eta ki possible connect kora?
QR Code diye connect kre nei password, MAC address diye setup Kora eta ki possible connect kora? Admin Panel er user name Pass change kra..
Vai amon akta tricks share koren. Ja follow korle kew amar wifi hack korte parbena.
Accha
আমি Mac use করি।
আমার রাউটারে কেনো Password দেওয়া নেই,,,এখন পোলাপান বিরাট টেনশনে আছে, Hack করবে কিভাবে
সুন্দর
Tnx
Vai amer Samsung m21 phone a wps push button option nai kivaba password sara wifi connect korbo kao aktu help koran
vai ami hack korechi waircut diye
Carnival card system router ar range extend kora neya akta post koran please
আমি মাঝে লিনাক্স উবুন্টু দিয়ে হ্যাক শিখেছিলাম তবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার