বিসমিল্লাহির রাহমানির রাহিম

আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই শিখুন HTML এর সকল কাজ। আর ইনকাম করুন আউটসোর্সিং করে।part-2 তে
আপনাদেরকে স্বাগতম।

কেমন আছেন সবাই? trickbd তে
এটি আমার ৩য় পোষ্ট। যারা
এখনো আমার আগের
পোষ্টগুলো দেখেননি তারা দেখে আমার প্রোফাইল থেকে দেখে
নিতে পারেন।

আমার ইচ্ছা আছে html এর উপর
ধারাবাহিক পোষ্ট করার।কেননা আউটসোর্সিং এ এর গুরত্ব অনেক বেশী। দোয়া
করবেন
যেন চালিয়ে যেতে পারি।

আর কথা নয়!! চলুন এবার কাজের কথায় যাওয়া যাক।

আমরা গতকাল যে Es File Explorer install করে ছিলাম এখন সেই ফাইল এ যান। এরপর নতুন একটি folder create করুন।
Folder name:- Html

ঠিক যেন নিচের sshot এর মতো হয়।


এবার এই folder এর ভেতরে যান।
নিচের sshot এর মতো new এ ক্লিক করুন।


তার নিচের sshot এর মতো file এ ক্লিক করুন।


এরপর file name দিন index.html
এবং ok ক্লিক করুন।


এখন দেখুন নিচের মতো file create হয়েছে কিনা?



আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে ইনশাআল্লাহ দেখাবো যে কিভাবে html প্রোগ্রাম লিখতে হয়? এবং আরোও কিছু নতুন ফিচার।


সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।

এছাড়াও যেকোন সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

My fb I’d:-
Mãhbûb Ñãsîr

8 thoughts on "আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই শিখুন HTML এর সকল কাজ। আর ইনকাম করুন আউটসোর্সিং করে।part-2 (with sshot)"

    1. Mahbub Nasir Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Paglu Contributor says:
      vai apnar number ta diben pls….
  1. Md Anas Contributor says:
    html part -3 koy????
  2. Royal roy Contributor says:
    kire next part koy? Tara tari de.
  3. Tamim Ahamed Contributor says:
    Bro….ar koi
  4. Minhaz Contributor says:
    Polaila keno??
    Post gula to valoi hoitasilo…..

Leave a Reply