Trickbd.Com এর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আশা করি আপনারা সবাই ভাল আছেন?? ?
আজকে আমি আপনাদের সামনে {সি প্রোগ্রামিং} এর বিস্তারিত আলোচনা করব!!আশা করি আলোচিত বিষয়টি আপনাদের কাজে আসবে!আর কথা না বাড়িয়ে আমি আমার পোস্ট শুরু করছিঃ
C ভাষা কি?:
C ভাষা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটি বেশ জনপ্রিয়।এই ভাষা ডেনিস রিচি আবিষ্কার করেন!!এর মাধ্যমে প্রোগ্রাম রচনা সহজ।
C প্রোগ্রামের ফাংশন ও এর বিভিন্ন অংশঃ
- Header File: হেডার ফাইল হচ্ছে প্রোগ্রামের অভ্যন্তরীণ লাইব্রেরী ফাংশন এর প্রোটোটাইপ বর্ণনাকারী।।বহুল ব্যবহৃত কিছু হেডার ফাইল হল: ,,।
- Main(): সি ভাষায় Main() একটি গুরুত্বপূর্ণ ফাংশন।।এটিকে User Defined Function বলা হয়।।
- Scanf():এই ফাংশন লাইব্রেরি ফাংশন এর একটি ফাংশন।।এই ফাংশন এর কাজ ইনপুট মান গ্রহণ করা।।
- Printf: এর কাজ মান প্রদর্শন করা যা লাইব্রেরি ফাংশন এর অর্ন্তভুক্ত!!
ফাংশন চেনার উপায় : যে কি-ওয়ার্ড এর শেষে একজোড়া () থাকবে সাধারণত এরাই ফাংশন☺☺
আশা করি আপনারা বোঝবেন।আর কোন কিছু না বোঝলে কমেন্টে জানান??।আগামিতে সি প্রোগ্রামিং এর আরও বিস্তারিত নিয়ে হাজির হব,ততক্ষণ পর্যন্ত ভাল থাকবেন।
আগামিতে লিখার চেষ্টা করব
তাছাড়া “R” ল্যাংগুয়েজ নিয়েও কিছু পোষ্ট করতে চাই। “R” এত্ত জোশ একটা ল্যাংগুয়েজ অথচ বেশিরভাগই এই ল্যাংগুয়েজ চেনেনা।
কেমন হবে ভাই?
আশা করি এর পরের বার থেকে আরও ভাল লিখব
যদি আমার লেখা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে author প্রদান করুন।
আগামিতে লিখার চেষ্টা করব
ভাল পোস্ট হলে অবশ্যই অথার করা হবে
you will get it soon