Trust Wallet বা MetaMask এ কানেক্ট করা সাইটগুলোকে যেভাবে এক ক্লিকে ডিসকানেক্ট করবেন।

আসসালামু আলাইকুম,

যারা এয়ারপ এর কাজ করেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন decentralised application (Dapp) ওয়েবসাইটে ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স এর সাথে কানেক্ট করতে হয়। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আমরা বিভিন্ন স্ক্যাম সাইটে আমাদের ওয়ালেট কানেক্ট করে ফেলি এবং সাইন ইন করার পারমিশন দিয়ে দেই। ফলে আমাদের ওয়ালেট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ‌।  আর ওয়ালেট একবার হ্যাক হয়ে গেলে আপনি সেই ওয়ালেট দিয়ে যত এয়ার্ড্রপ এবং IDO তে জয়েন হয়েছেন সবগুলো বৃথা হয়ে যাবে ‌।

ভাই আজকে দেখাব কিভাবে খুব সহজে এই সাইটগুলো থেকে আপনার ওয়ালেট ডিসকানেক্ট করবেন।

প্রথমে Kiwi Browser এ গিয়ে আপনার মেটামাস্ক এক্সটেনশন ওপেন করুন।

 

 

 

এরপর স্ক্রিনশটে দেখানো থ্রি ডট মেনুত ক্লিক করুন।

তারপর Connected Sites অপশন এ ক্লিক করুন

 

 

এখন আপনি কোন কোন সাইটে আপনার ওয়ালেট কানেক্ট করেছেন সেটা দেখতে পারবেন। এখন শুধু ডিলিট বাটনে ক্লিক করে ডিসকানেক্ট করে দিন।

 

 

আরো দেখুন: Binance vs FTX Exchange । কোন Crypto Exchanger আপনার জন্য ভালো হবে ?

 

আজকে এ পর্যন্তই। পোস্টটি কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।  ধন্যবাদ।

 

5 thoughts on "Trust Wallet বা MetaMask এ কানেক্ট করা সাইটগুলোকে যেভাবে এক ক্লিকে ডিসকানেক্ট করবেন"

  1. arefin5457 Contributor says:
    Trustwallet টা কেমন ভাবে দেখবো বলেন
    1. ᗪᖇEᗩᗰIᑎᖴIᑎITY Author Post Creator says:
      কি বলতে চাইছেন সেটা বুঝলাম না
  2. arefin5457 Contributor says:
    আপনি শুধু এখানে metamask কাজ দেখায়ছেন তাই বলছি trustwallet কাজটা কি ভাবে করবো
    1. ᗪᖇEᗩᗰIᑎᖴIᑎITY Author Post Creator says:
      Trust wallet e jhamela. Hote chai na sobsomoy.
  3. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply