আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যকে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আজ আবার চলে আসলাম নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটি আমার সাথে আজ ঘটেছে।

আমরা অনলাইনে যারা ইনকাম করি বা ইনকাম করার জন্য এর আসে পাশেই থাকি তারা সবাই জানি Binance কত বড় একটি ক্রিপ্টো এক্সচেইঞ্জার ও কম্পানি।

বাইনেন্স এ P2P ট্রেড সমন্ধে আশা করি আপনারা সবাই জানেন। যেখানে আপনি সরাসরি ক্রিপ্ট ডলার বাই সেল করতে পারবেন বিকাশ, নগদ রকেটের মাধ্যমে।

এই P2P তেই আজ একটুর জন্য আল্লাহর রহমতে বেচে গেলাম। আলহামদুলিল্লাহ। কিভাবে কি হল তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন ও অন্যান্যদের সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধু, পরিবারের কেউ এই ফাদে না পড়ে।

আজ 89.97 USDT সেল করার জন্য P2P তে এই মারচেন্টকে সিলেক্ট করেছিলাম।

ভালো করলে লক্ষ্য করবেন তার সাক্সেস পারসেন্টেজ 40% নিচে। যেটা আমি লক্ষ্য করিনি। অবশ্যই আপনারা লক্ষ্য করে নিবেন আমার মত বোকামি করবেন না।

আসল কাহিনি তো মাত্র শুরু হল, 89.97 USDT তে মারচেন্টের ডলার রেট অনুযায়ি ১০৩২৮.৫৫৳ আসে। আমি হিসেব করে অর্ডার করলাম। তখন আমার নগদে পূর্ব থেকেই ১৪৯০০৳ আছে।

কিছুক্ষন পর মোবাইলে “NAGAD” থেকেই একটি মানি রিসিভ এর মেসেজ আসল। আমি মেসেজ চেক করলাম।

সম্পূর্ণ ভাবে কনফার্ম হবার জন্য নগদ এপে চেক করলাম সেখানে কোন নতুন ট্রাঞ্জেকশন এড হয়নি।

আমি হয়ত ভাবলাম আমার নেট প্রবলেম তাই *167# দিয়ে চেক করলাম কিন্ত সেখানেও দেখি কোন ব্যলেন্স এড হয়নি। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আমার একাউন্ট ডিসাবল হয়নি তো আবার।

তারপর আমি বায়ার এর মেসেজ চেক করলাম সে আমাকে কি বলল স্ক্রিনশটে দেখে নিন।

তারপর ৫ মিনিটে বাদে আরো একটি একই পেমেন্ট মেসেজ পাঠায় “NAGAD” থেকে। আমি এই বিষয়ে একটু ভয় পেয়ে যাই কিভাবে সম্ভব?

তারপর আমি ডলার রিলিজ না করলে বায়ার একটু পরেই অর্ডার ক্যান্সেল করে দেয়।

তারপর আমি এই বিষয়ে সাপোর্টে সব কিছু বিস্তারিত প্রমান সহকারে বলি তারপর তারা জানায় তারা সব কিছু যাচাই করে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করবে।।

শেষ কিছু কথা বলতে চাই, অবশ্যই আপনারা বায়ার, সেলার এর সব কিছু যাচাই করে নিবেন তাদের প্রফাইল থেকে। পূর্বের পজিটিভ, নেগিটিভ রিভিও থেকে সব কিছু দেখে নিবেন সেই সাথে অবশ্যই বায়ার বা সেলার এ পর্যন্ত কত গুলো ট্রেড করছে ও তার সাক্সেসফুল ট্রেড কত পার্সেন্ট সে গুলো দেখে নিবেন। অবশ্যই চেষ্টা করবেন পুরাতন এবং ৯৫-১০০% এ সকল বায়ার- সেলার এর সাথে ডিল করার জন্য।

একটি প্রশ্ন থাকল আপনাদের কাছে, কিভাবে NAGAD নাম ব্যবহার করে ফেইক মেসেজ পাঠিয়েছে স্ক্যামার?

আজ পর্যন্তই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেয।

21 thoughts on "Binance P2P তে সাবধান NAGAD নাম ব্যবহার করে ফেইক পেমেন্ট ?"

  1. Shakil khan Author says:
    এমন অনেক প্যানেল আছে যেখানে ফেইক ভাবে এসএমএস পাঠানো যায়৷
  2. Avatar photo MD Shakib Hasan Author says:
    এটা কোন Tools বা প্যানেল ব্যবহার করেছে
  3. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
    fake apps data diye kora jai ata
    1. Avatar photo mdkamal Author Post Creator says:
      এরকম কি হতে পারে,, আমার নাম্বারে কি কি মেসেজ আসবে তা দেখতে পারবে?
  4. Avatar photo Yeatul Contributor says:
    এটা হচ্ছে ব্লাক ম্যাসেজ — অনলাইনে ব্লাক মেসেজ কিনা যায় এটার জন্য অনেক প্যাকেজ সিস্টেম আছে এতো টাকায় এতো ব্লাক মেসেজ এই রকম —–
    ২০১৪ তে আমি Nokia n73 ইউজার ছিলাম তখন অনলাইনে একটা সাইট থেকে ফ্রি তে ব্লাক মেসেজ করা যেতো – ফ্রেন্ডদের সাথে অনেক ফান করেছি – — একটা ঘরে জাকে মেসেজ দিবেন তার নাম্বার বসাবেন, আরেকটা ঘরে তার ফোনে কি নামে অথবা নাম্বারে মেসেজ যাবে সেটা বসাবেন, আরেকটা ঘরে কি মেসেজ গিয়ে শো করবে সেটা লিখে দিবেন — শেষ খেলা
  5. Avatar photo Yeatul Contributor says:
    এটা হচ্ছে ব্লাক ম্যাসেজ — অনলাইনে ব্লাক মেসেজ কিনা যায় এটার জন্য অনেক প্যাকেজ সিস্টেম আছে এতো টাকায় এতো ব্লাক মেসেজ এই রকম —–
    ২০১৪ তে আমি Nokia n73 ইউজার ছিলাম তখন অনলাইনে একটা সাইট থেকে ফ্রি তে ব্লাক মেসেজ করা যেতো – ফ্রেন্ডদের সাথে অনেক ফান করেছি – — একটা ঘরে জাকে মেসেজ দিবেন তার নাম্বার বসাবেন, আরেকটা ঘরে তার ফোনে কি নামে অথবা নাম্বারে মেসেজ যাবে সেটা বসাবেন, আরেকটা ঘরে কি মেসেজ গিয়ে শো করবে সেটা লিখে দিবেন — শেষ খেলা
  6. Avatar photo Yeatul Contributor says:
    এটা হচ্ছে ব্লাক ম্যাসেজ — অনলাইনে ব্লাক মেসেজ কিনা যায় এটার জন্য অনেক প্যাকেজ সিস্টেম আছে এতো টাকায় এতো ব্লাক মেসেজ এই রকম —–
    ২০১৪ তে আমি Nokia n73 ইউজার ছিলাম তখন অনলাইনে একটা সাইট থেকে ফ্রি তে ব্লাক মেসেজ করা যেতো –
  7. Avatar photo Yeatul Contributor says:
    এটা হচ্ছে ব্লাক ম্যাসেজ — অনলাইনে ব্লাক মেসেজ কিনা যায় এটার জন্য অনেক প্যাকেজ সিস্টেম আছে এতো টাকায় এতো ব্লাক মেসেজ এই রকম —–
    ২০১৪ তে আমি Nokia n73 ইউজার ছিলাম তখন অনলাইনে একটা সাইট থেকে ফ্রি তে ব্লাক মেসেজ করা যেতো – ফ্রেন্ডদের সাথে অনেক ফান করেছি
  8. Avatar photo Yeatul Contributor says:
    Black msg
    1. Avatar photo Yeatul Contributor says:
      এটা হচ্ছে ব্লাক ম্যাসেজ — অনলাইনে ব্লাক মেসেজ কিনা যায় এটার জন্য অনেক প্যাকেজ সিস্টেম আছে এতো টাকায় এতো ব্লাক মেসেজ এই রকম —–
      ২০১৪ তে আমি Nokia n73 ইউজার ছিলাম তখন অনলাইনে একটা সাইট থেকে ফ্রি তে ব্লাক মেসেজ করা যেতো – ফ্রেন্ডদের সাথে অনেক ফান করেছি – — একটা ঘরে জাকে মেসেজ দিবেন তার নাম্বার বসাবেন, আরেকটা ঘরে তার ফোনে কি নামে অথবা নাম্বারে মেসেজ যাবে সেটা বসাবেন, আরেকটা ঘরে কি মেসেজ গিয়ে শো করবে সেটা লিখে দিবেন — শেষ খেলা
  9. alamin7876 Contributor says:
    এটাকে Bulk Sms বলা হয়
  10. mdronykhan75612 Contributor says:
    এটা হলো Bluk মেসেজ। আপনি চাইলে Bluk sms ব্যবহার করে যেকোনো নাম দিয়ে সবাই কে মেসেজ করতে পারবেন। ২০১৫-১৬ দিকে সবাই ব্যবহার করতো তবে বর্তমানে এগুলো পাওয়া যায় না। স্কেমার রা সিক্রেট ভাবে নিজস্ব প্যানেল থেকে ব্যবহার করে।
  11. mdronykhan75612 Contributor says:
    বিস্তারিত লিখে ১ টা কমেন্ট করেছি কিন্তু এপ্রুভ হয়ে লিখে আসছে কেন
  12. Ajtgpa Contributor says:
    চরম একটা পোস্ট…… সকলে p2p লেনদেনে অত্যন্ত সতর্ক থাকবেন চুরির নতুন নতুন ফাদ পাতছে চোরের দলেরা বেখেয়ালি হলেই ফাসবেন।
  13. Avatar photo Sad Boy Author says:
    Fake app ar data diye kora jay ata…
  14. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    অফিসিয়াল ভাবে এসএমএস আসার পরেও টাকা আসলো না?
  15. Avatar photo Sakibur Rahman Contributor says:
    Sob ei bujhlam,but I’ve a question
    Jodi fake msg ei dey tahole ora apnr past balance jog kore kivabe current balance ta accurate dekhalo?
  16. Avatar photo Ashif k Contributor says:
    P2p lenden thake dure thakun
  17. KHAIRUL Contributor says:
    Bkask a payment nei binance p2p te?
  18. Avatar photo imriyad Contributor says:
    assa USDT niye kisu prosno silo. janale upokar hoito
    1. Avatar photo mdkamal Author Post Creator says:
      Hmm

Leave a Reply