আশা করি সবাই ভাল আছেন?
আজকে আমি হাজির হইলাম Android user
দের RAM সমস্যা সমধানের
কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে…..!!
১। “Memory Usage” নামে অ্যাপ
টি ডাউনলোড করেন Play Store থেকে।
২। কে কতটুকু RAM দখল
করে আসে এইটা নোট করেন।
৩। যেই অ্যাপ গুলা দরকার নাই
সেগুলা ডিলিট করে দেন, ডিলিট
করতে না চাইলে, সেটিং এ
যান, অ্যাপ ম্যানেজার এ যান, ওই অ্যাপ
গুলা তে ক্লিক করেন, এর পর”Disable” করেন
ও “Notification” তুলে দেন।
৪। সেটিং থেকে, ডেভেলপার অপশন এ
যান, নিচে “Limit
Background Process” পাবেন, ওখান এ
সিলেক্ট করেন -“Limit Background Process to
MAX 4″ (কিছু গেম সমস্যা করতে পারেন,
তখন
এইটা ‘Standard” করে দিবেন, খেলা শেষ

এ আবার লিমিট করে দিবেন)
৫। মার্কেট থেকে “Android Assistant (18
features)” ডাউনলোড
করেন, টুলস এ গেলে, স্টার্টআপ মেনু
পাবেন, স্টার্টআপ থেকে অপ্রয়জনিয়
অ্যাপ গুলা উঠায় দেন।
৬। ৯৯% ইউজার “FACEBOOK” অ্যাপ টা ব্যবহার
করেন, যেটা একা ৭০MB দখল করে ! এই
“Facebook” অ্যাপ
টা ডিলিট করে দেন, Mozilla Firefox/ Google
Chrome দিয়ে facebook এ
যান ও শর্টকাট বুকমার্ক
হোমে এনে রাখেন, একদম অ্যাপ এর মত
কাজ করে, কিন্তু “RAM”
যাবে না, “ROM” এ ৭০MB, যাবে।
৭। ওয়াল এ সব “Widget” কম বেশি 25MB
করে ব্যবহার করে, তাই যত কম Widget তত
বেশি RAM…!!
৮। GO Launcher EX
ব্যবহার করতে পারেন, এইটা অনেক কম RAM
ব্যবহার করে।
৯। মার্কেট থেকে অনেকে RAM BOOSTER
জাতীয় অ্যাপ ডাউনলোড করেন ও
হোমে এ
“1 click boost” “1 click clean” এই টাইপ Widget
ব্যবহার করেন, কিন্তুএই জিনিষ নিজেই
অনেক RAM ব্যবহার করে, এইটা করার কোন
দরকার নাই, RAM BOOST করবেন এভাবে –
MENU বাটন চাপ দিয়ে ধরে রাখুন, রিসেন্ট
মেনু আসলে, ডান দিকের ‘DELETE” আইকন এ
ক্লিক করেন। আবার “recent” মেনু তে যান,
বাম দিকে গোল আইকন
টায় ক্লিক করেন, তারপর “Clear Memory”
চাপুন।
১০। Restart করেন আরে চেক করেন কত টুকু
RAM ফ্রি হল।
Note: এই সিস্টেমে কোন রুট দরকার নাই।

এ রকম আরও টিপস পে‌তে আমার সাইট থে‌কে একবার ঘু‌রে আস‌বেন সৌজন্য আমার সাইট Tunesall24.Tk ।

7 thoughts on "যাদের Android ফোনের RAM এর অভাব, তাদের বাচানোর জন্য কয়টা গুরুত্বপূর্ণ টিপস…..!!"

  1. Shaheen Uddoula Author says:
    নিজে থেকে পোস্ট লেখা।?
  2. MD Amir Khan Contributor says:
    ফালতু পোষ্ট।
  3. MD Amir Khan Contributor says:
    যেগুলো ডাউনলোড দিয়ে ইনস্টল দিতে হবে তাতেই তো কাম সারা।
  4. K.K Contributor says:
    এই ট্রিক খুব ভালো দাদা,ধন্যবাদ
  5. [email protected] Contributor says:
    কিরে তুরা কি শুরু করছত। ভালো পোস্ট করস না কেন,,,,,,আর কপি পোস্ট করস।।।ট্রিকবিডি থেকে কপিবিডি হয়ে যাবে।।।
  6. Mahmood Contributor says:
    VAI keo ekta valo bugless mt6572 KitKat phone er jonno custom ROM er post er link diben pls!!
  7. asad_shafiq Contributor says:
    Hm mahmud ace amar kache but ami to tuner na

Leave a Reply