হ্যাকারদের নজর পড়লে কয়েক সেকেন্ডের মধ্যে বেহাত হয়ে যেতে পারে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের সিকিউরিটি কোড, কার্ড নম্বরসহ নানান তথ্য। এই তথ্য জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক।
ভিসা পেমেন্ট সিস্টেমের বেশকিছু ফাঁকফোকর খুঁজে বের করেছেন নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা। এরা দেখেছেন বিশেষ এক পদ্ধতিতে হ্যাকিং করলে তা টেরও পায় না ব্যাংক।
গবেষকরা বলছেন, একাধিকবার ভুল ডেটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না কোনো ব্যাংক বা সাইট। আর এটাকেই কাজে লাগায় হ্যাকাররা।
গবেষকদের দাবি, ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন ও কার্ড নম্বর পেতে হ্যাকাররা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা একাধিক পিন নম্বর ও কার্ড নম্বর তৈরি করে তা বিভিন্ন সাইটে ‘ফায়ার’ করে। এতে মাত্র ৬ সেকেন্ডের মধ্যেই ওই কার্ড সংক্রান্ত ডেটা তাদের হাতে চলে যায়।
গবেষক দলের প্রধান মুহাম্মদ আলি জানিয়েছেন, একাধিকবার ভুল ডেটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না অনলাইন পেমেন্ট সিস্টেম। এই ধরনের চেষ্টা বারবার করতে করতে এক সময়ে হ্যাকারদের হাতে চলে আসে সঠিক তথ্য। নতুন কিছু পেতে TipsAdd.Com 😀

2 thoughts on "৬ সেকেন্ডে হ্যাক হতে পারে ডেবিট বা ক্রেডিট কার্ড!"

  1. Avatar photo TuhinBabu Contributor says:
    Amar to debit card a taka tuli nai aj theke 5 mash dhore kono problem hobe naki…
  2. Avatar photo Emon Patwary@Bary Contributor says:
    ভাইয়া এডমিন আমাকে প্লিজ টিউনার বানান,

Leave a Reply