প্রাথমিক সমাপনী পরীক্ষা বিষয়ঃ প্রাথমিক গণিত

সময় ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান ঃ ১০০

[দ্রষ্টব্য ঃ ডানপাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]


১। যোগ্যতা ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের
সঠিক উত্তর উত্তরপত্রে লেখঃ ১ x ২৪ = ২৪

১। কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে
কী হয় ?
ক) শূন্য হয় খ) সেই সংখ্যা হয় গ) কমে যায় ঘ)
বেশি হয়

২। প্রক্রিয়া প্রতীক কয়টি ?
ক) ৪টি খ) ৩টি গ) ৫টি ঘ) ২টি

৩। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী বলে?
ক) প্রকৃত খ) অপ্রকৃত গ) সমান ঘ) সমস্ত

৪। ০.১ x ০.০১ x০.০০১ = কত?
ক) ০.১ খ) ০.০০১ গ) ০.০০০২ ঘ) ০.০০০০০১

৫। শতকরা শব্দের অর্থ কী ?
ক) প্রতি হাজারে খ) প্রতি শতকে গ) প্রতি
দশকে ঘ) প্রতি এককে

৬। ১ কিলোমিটার সমান কত মিটার ?
ক) ০.১০০ মিটার খ) ০.০০১ মিটার গ) ০.০১
মিটার ঘ) ১০০০ মিটার

৭। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিচের
কোনটি ?
ক) প্রস্থ x উচ্চতা খ) দৈর্ঘ্য x উচ্চতা গ)
দৈর্ঘ্য xপ্রস্থ ঘ) দৈর্ঘ্য + প্রস্থ

৮। উপাত্ত কত প্রকার ?
ক) ১ প্রকার খ) ২ প্রকার গ) ৩ প্রকার ঘ) ৪
প্রকার

৯। বর্গের প্রতিটি কোণের পরিমাপ কত ?
ক) ৪৫০ খ) ৬০০ গ) ৯০০ ঘ) ১৮০০

১০। ক্যালকুলেটরে কয়টি প্রদর্শন বক্স থাকে ?
ক) ৪টি খ) ৩টি গ) ২টি ঘ) ১টি

১১। অক্ষর প্রতীক সংবলিত রাশিকে বলা হয় –
ক) খোলা বাক্য খ) গাণিতিক বাক্য গ)
খোলা প্রতীক ঘ) গাণিতিক প্রতীক

১২। ত্রিভুজক্ষেত্রের উচ্চতা নির্ণয়ের সূত্র –

১৩। ৪২ ও ৪৭ সংখ্যা দুইটি কোন্ শ্রেণি
বিভাগের মধ্যে পড়ে ?
ক) ২১-৩০ খ) ৩১-৪০ গ) ৪১-৫০ ঘ) ৫১-৬০

১৪। ক খ বৃত্তের একটি জ্যা। এটি কেন্দ্র দিয়ে
যায়। নিচের কোনিট সঠিক?
ক) ক খ সবচেয়ে বড় জ্যা খ) ক খ সবচেয়ে ছোট
জ্যা
গ) ক খ ব্যাসার্ধের অর্ধেক ঘ) ক খ
ব্যাসার্ধের তিনগুণ।

১৫। এক ব্যক্তির দৈনিক আয় ২০৬ টাকা। ১
বছরে তার আয় কত ?
ক) ৭৫,১৯০ টাকা খ) ৩৬৫ টাকা গ) ২১৬ টাকা
ঘ) ৭৮,৭৪০ টাকা।

১৬। ভাজক ৩২৫, ভাগফল ৭২ ও ভাজ্য ২৩৪০৯
হলে ভাগশেষ কত?
ক) ৫ খ) ৭ গ) ৯ ঘ) ২১

১৭। দুইটি সংখ্যার গুণফল ৪৮। এদের গ.সা.গু. ৪
হলে ল.সা.গু কোনটি ?
ক) ১২ খ) ১৬ গ) ২০ ঘ) ২২

১৮। (ক¸৬) + ৫ = ১২; এই বাক্যে ‘ক’-এর মান
কত?

ক) ৪০ খ) ৪২ গ) ৪৮ ঘ) ৫০

১৯। ৪ এর ২৫% = কত?
ক) ১ খ) ৪ গ) ২৫ ঘ) ১০০

২০। ঢাকা থেকে কুমিল্লার দুরত্ব ৯৭ কি.মি.।
একে মিটারে প্রকাশ করলে হবে-
ক) ৯৭০ মিটার খ) ৯৭০০ মিটার গ) ৯৭০০০
মিটার ঘ) ৯৭০০০০ মিটার

২১। ২০০০ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে
ছিল ?
ক) ২৮ দিন খ) ২৯ দিন গ) ৩০ দিন ঘ)৩১ দিন

২২। ১৭+৯ = সমস্যাটি সমাধানে
ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হবে ?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি

২৩। লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশের লব ও হরের
সাধারণ উত্পাদক কয়টি ?
ক) ৩টি খ) ২টি গ) ১টি ঘ) অসংখ্য

২৪। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এদেশে
নারীর সংখ্যা কত ?
ক) ৭,১২,৫৫,০০০ খ) ৭,২৪,৫৫,০০০ গ) ৭,১০,৬৪,০০০
ঘ) ৮,১২,৫৫,০০০

২। সংক্ষেপে উত্তর দাও: ১´১০=১০

ক) কোনো বই-এ ৫৩টি পৃষ্ঠা আছে। এরূপ ১০১টি
বই-এ কতটি পৃষ্ঠা আছে?

খ) যে খাবারে ৫ জন লোকের ৬ দিন চলে,
সেই খাবারে কতজন লোকের ৩ দিন চলবে?

গ) ৪০ টাকার ৩০% থেকে ৩০ টাকার ৪০%
বিয়োগ করলে কত টাকা হয়?

ঘ) ১ সে.মি. ২ মি.মি. কে ৫ দ্বারা গুণ
করলে গুণফল কত হয়?

ঙ) ২০১৪ সাল কোন শতাব্দীর অন্তর্ভুক্ত?

চ) ৮, ১২, ৬, ১৯, ১০, ২২, ১৪, ৯, ১৩
উপাত্তগুলোকে বিন্যস্ত করলে ১১-১৫ শ্রেণির
ঘটনসংখ্যা কত?

ছ) গুণ কোন ধরনের প্রতীক ?

জ) ল.সা.গু. এর পূর্ণ নাম কী?

ঝ) দশমিক সংখ্যার ভাগ করতে হলে
ভাজককে কী করতে হবে?

ঞ) উপাত্ত কত প্রকার ও কী কী?

৩। চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম
দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৮২০৯।
ক) প্রথম দুইটি সংখ্যার যোগফল নির্ণয় কর। ২
খ) তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম হলে, তৃতীয় সংখ্যাটি কত? ২
গ) প্রথম তিনটি সংখ্যার যোগফল বের কর। ২
ঘ) চতুর্থ সংখ্যাটি কত? ২

অথবা,

পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০
বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ।
ক) কন্যার বয়স কত? ২
খ) পিতার বয়স কত? ২
গ) পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত? ২
ঘ) ১০ বছর আগে পিতার বয়স কত ছিল ? ২

৪। কলি, ডলি, পলি, মলি ও লিলির উচ্চতা
যথাক্রমে ১২৩ সে.মি., ১৩১ সে.মি., ১৩৫
সে.মি. ১২৬ সে.মি. এবং ১৩০ সে.মি.।
ক) মলি ও লিলির মোট উচ্চতা কত? ২
খ) কলি, ডলি ও পলির মোট উচ্চতা কত ? ২
গ) ডলি, পলি, মলি ও লিলির মোট উচ্চতা
কত ? ২
ঘ) ৫ জনের গড় উচ্চতা কত ? ২

অথবা,

অপু ও দীপুর গড় বয়স ২২ বছর, দীপু ও
টিপুর গড় বয়স ২৪ বছর। অপুর বয়স ২১ বছর। ২´৪=৮

ক) অপু ও দীপুর বয়সের সমষ্টি কত ?
খ) দীপু ও টিপুর বয়সের সমষ্টি কত ? গ) দীপুর
বয়স কত ?
ঘ) টিপুর বয়স কত ?

৫। একটি আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য ১২
মিটার এবং প্রস্থ ৭ মিটার। সর্বাধিক কোন
সাইজের বর্গাকার টালি দ্বারা ঘরটির
মেঝে বাঁধানো যাবে, যেন কোনো টালি
ভাঙা না পড়ে? ০৮
অথবা, চারটি ঘন্টা একত্রে বেজে পরে ৫, ৭,
১২ এবং ১৫ মিনিট অন্তর বাজতে লাগল।
ন্যূনতম কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুণরায় একত্রে
বাজবে ? ০৮

৬। দুইটি ভগ্নাংশের বিয়োগফল ৮ । ছোট
ভগ্নাংশটি ৩ হলে, বড় ভগ্নাংশটি কত ? ০৮
অথবা, রাশেদ শ্রেণি পরীক্ষায় গণিত
বিষয়ে ১০ নম্বরের মধ্যে ৮ পেল। সে শ্রেণি
পরীক্ষায় গণিত বিষয়ে মোট নম্বরের কত
অংশ পেয়েছে? ০৮

৭। আজাদ সাহেব তাঁর মাসিক বেতনের ০.১৫
অংশ আয়কর দেন। বাকি টাকার ০.৮ অংশ
তিনি সংসারের কাজে খরচ করে অবশিষ্ট
টাকা সঞ্চয় করেন। যদি তিনি মাসে ১০২০
টাকা সঞ্চয় করেন, তবে তাঁর মাসিক বেতন
কত? ০৮

অথবা,

এক ব্যক্তি ৬% ক্ষতিতে একটি খাসি
বিক্রয় করল। খাসিটির বিক্রয়মূল্য ৩১৯৬
টাকা হলে, ক্রয়মূল্য কত? ০৮

৮। মুকুল সাহেব প্রতিদিন সকালে দৌড়ে ৪
কিলোমিটার ৪৫৯ মিটার এবং হেেঁট ২
কিলোমিটার ৩৭ মিটার ৫৭ সেন্টিমিটার পথ
অতিক্রম করেন।
ক) ১ সেন্টিমিটারে কত মিটার ? ২
খ) ১ মিটার সমান কত কিলোমিটার ? ২
গ) মুকুল সাহেব প্রতিদিন দৌড়ে কত মিটার
পথ অতিক্রম করেন ?
ঘ) মুকুল সাহেব প্রতিদিন কত মিটার পথ
হাঁটেন ? ২

অথবা,

কোনো ত্রিভুজক্ষেত্রের ভূমি ৪৪
মিটার এবং উচ্চতা ৪০ মিটার ৫০ সে.মি.।
ক) এক হেক্টরে কত বর্গমিটার ? ২
খ) ত্রিভুজক্ষেত্রের উচ্চতাকে মিটারে
প্রকাশ কর। ২
গ) ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর। ২
ঘ) ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলকে হেক্টরে
প্রকাশ কর। ২

বাকি প্রশ্ন পেতে →→→

Mixtune24.Com

5 thoughts on "[Hot News] P.S.C Math Question পি.এস.সি প্রাথমিক গণিত প্রশ্ন সকল বোর্ড ।। এটাই আপনি খুজতেছেন ।। {10000% Working}"

  1. sabbir Contributor says:
    এটা কি আসোল প্রশ্ন?
  2. Tuner Author says:
    falu……asol na…..
    1. BDTipser.com Contributor says:
      apnar kache ki asolta ase
  3. DjHasan Contributor says:
    ভুয়া
  4. sahil Contributor says:
    vai manus ke dhoka dien na.

Leave a Reply