সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন গুলো তুলে ধরা হল।
আশা করি এগুলো থেকে ১০০% কমন পড়বে
ইনশাল্লাহ্।


জ্ঞানমূলক প্রশ্নঃ→→





১ম অধ্যায় :→→

উন্নততর জীবন ধারাঃ
১। পুষ্টি কী?
২। ভিটামিন বা খাদ্যপ্রাণ কী?
৩। রাফেজ কাকে বলে?
৪। BMI বা ভরসূচি কাকে বলে?
৫। এক ক্যালরি কাকে বলে?
৬। সুষম খাদ্য কী?
৭। পরিপোষক কী?
৮। এইডস (AIDS) কী?
৯। HIV-এর পূর্ণরূপ কী?
১০। ড্রাগ কী?
১১। তামাক থেকে কোনটি নির্গত হয়?
১২। আত্তীকরণ কাকে বলে?
১৩। কলস্টেরল কী?
১৪। ইমিউনিটি কী?



২য় অধ্যায় :→→

জীবনের জন্য পানিঃ
১। স্ফুটনাঙ্ক কী?
২। গলনাঙ্ক কাকে বলে?
৩। বৈশ্বিক উষ্ণতা কী?
৪। পরিস্রাবন কাকে বলে?
৫। রামসার কনভেনশন কী?
৬। আর্সেনিক কী?
৭। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কী?
৮। PH কী?
৯। এসিডিটি কী?
১০। সার্বজনীন দ্রাবক বলে?
১১। ETP কী?
১২। উভধর্মী পদার্থ কাকে বলে?
১৩। ক্লোরিনেশন কী কাজে ব্যবহার হয়?
১৪। আমাদের মানবদেহে শতকরা কতভাগ পানি রয়েছে?



৩য় অধ্যায় :→→

হৃদযন্ত্রের যত কথাঃ
১। প্লাজমা কী?
২। রক্ত কী?
৩। জয ফ্যাক্টর কী?
৪। শিরা কাকে বলে?
৫। কৈশিক জালিকা কী?

৬। রক্তচাপ কাকে বলে?
৭। অ্যানিমিয়া কী?
৮। ECG কী?
৯। অ্যান্টিবডি কী?
১০। অনুচক্রিকার প্রধান কাজ কী?
১১। হৃৎপিণ্ড কী?
১২। ডায়াবেটিস কাকে বলে?
১৩। থ্রম্বোসিস কাকে বলে?
১৪। অ্যাগ্রানুলোসাইট কী?



৪র্থ অধ্যায় :→→

নব জীবনের সূচনাঃ
১। বিবর্তনবাদ অনুসারে প্লাটিপাসকে কী বলে?
২। জীবাশ্ম কাকে বলে?
৩। নিউক্লিও প্রোটিন কী?
৪। বয়ঃসন্ধিকাল কাকে বলে?
৫। প্লাটিপাস কী?
৬। টেস্টটিউব বেবি কী?
৭। হরমোন কী?
৮। কোষ কী?
৯। নিটাম কী?
১০। জৈব বিবর্তন কী?
১১। প্রত্নজীব বিদ্যা কাকে বলে?
১২। অটোজোম কাকে বলে?
১৩। ইভলিউশন কাকে বলে?
১৪। ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ কী?



৫ম অধ্যায় :→→

দেখতে হলে আলো চাইঃ
১। আলোর প্রতিসরণ কাকে বলে?
২। হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি কী?
৩। লেন্স কাকে বলে?
৪। দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি কী?
৫। অবতল লেন্স কী?
৬। দর্পণ কাকে বলে?
৭। ফোকাস দূরত্ব কী?
৮। প্রতিসরাঙ্ক কাকে বলে?
৯। ডাই অপ্টার কী?
১০। লেন্সের প্রধান অক্ষ কী?
১১। বক্রতার কেন্দ্র কী?
১২। প্রতিসরণ কোণ কী?



৬ষ্ঠ অধ্যায় :→

পলিমারঃ
১। পলিমার কী?
২। ব্যাচিং কী?
৩। তন্তু কী?
৪। নন সেলুলোজিক তন্তু কাকে বলে?
৫। কটন লিন্ট কী?
৬। মনোমার কাকে বলে?
৭। কোকুন কী?
৮। জিনিং কাকে বলে?
৯। ফ্লিস উল কী?
১০। পুল্ড উল কী?

১১। পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে?
১২। আর্মোসেটিং প্লাস্টিক কী?
১৩। স্লাইভার কী?
১৪। অ্যাসবেস্টস কী?
১৫। লুমেন কী?
১৬। নাইলন কী?



৭ম অধ্যায় :→→

অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহারঃ
১। এসিড কী?
২। লবণ কী?
৩। দুর্বল এসিড কাকে বলে?
৪। বেকিং সোডার রাসায়নিক সংকেত কী?
৫। পিঁপড়ার কামড়ে কোন এসিড নিঃসৃত হয়?
৬। ক্ষারক কাকে বলে?
৭। আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহৃত হয়?
৮। প্রশমন বিক্রিয়া কাকে বলে?
৯। IPS-এ কোন এসিড ব্যবহৃত হয়?
১০। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কী?
১১। কাপড় কাঁচার সাবানের সংকেত কী?
১২। চুনাপাথরের রাসায়নিক সংকেত কী?
১৩। টেস্টিং সল্ট কী?
১৪। তুঁতের রাসায়নিক সংকেত কী?



৮ম অধ্যায় :→→

আমাদের সম্পদঃ
১। টপ সয়েল কী?
২। সাব সয়েল কী?
৩। পলি কী?
৪। পেট্রোলিয়াম কী?
৫। হরাইজোন কী?
৬। জীবাশ্ম জ্বালানি কী?
৭। কয়লাতে বিদ্যমান মূল পদার্থ কী?
৮। বায়বায়ন কী?
৯। অণুজীব কাকে বলে?
১০। হিউমাস কী?
১১। ট্যালক কী?
১২। পিটি মাটি কোথায় পাওয়া যায়?
১৩। মাটি ক্ষয় কী?




আরো সাজেশন ও গনিত,হিসাব বিজ্ঞান, ও সকল সাজেশন পেতে ভিজিট করুন→→

MixTune24.Com

One thought on "এস.এস.সি ২০১৬ পরিক্ষার সাধারন বিজ্ঞান সাজেশন পেতে হলে এখানে চলে আসো, {সকল বোর্ড}"

  1. md rana islam Contributor says:
    রানা ভাই plz আমাকে tuner বানান দেখেন আমি ১১ পোস্ট করসি published hoyna দেখেন পোস্ট ভালো লাগে যদি tuner বানাবেন plz rana vai

Leave a Reply