১। ফাতিমার এই উদ্যোগ গ্রহণকে ‘বই পড়া’
প্রবন্ধ অবলম্বনে কী বলা যায়?
ক. সুশিক্ষা
খ. স্বশিক্ষা
গ. প্রকৃত শিক্ষা
ঘ. নৈতিক শিক্ষা
২। ‘জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু’— এ উক্তিটির
সাথে নিচের কোনটির ভাবগত ঐক্য রয়েছে?
ক. স্বেচ্ছায় বই পড়লে তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই।
খ. যথার্থ শিক্ষিত হলে মনের প্রসার দরকার।
গ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
ঘ. মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ।
আবদুল্লাহ সাহেব বিশাল বিত্তশালী। অথচ
তাঁর চাই-চাই ভাব যেন ফুরোয় না। স্ত্রী পারভীন
স্বামীর এ অতৃপ্তির জন্য বলেন, ‘মানবজীবনে
খুব বেশি অর্থ-বিত্তের প্রয়োজন আছে কি?’
৩। আবদুল্লাহ সাহেবের এই চাই-চাই ভাবের
কারণ হলো—
i অর্থচিন্তা দূর করা
ii অন্নচিন্তার সমাধান করা
iii. জীবসত্তাকে বাঁচিয়ে রাখা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪। আবদুল্লাহ সাহেবের অতৃপ্তির অবসান হবে যদি তিনি—
ক. অর্থ সাধনাকেই জীবন সাধনা না ভাবেন
খ. মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন
গ. আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হন
ঘ. অনাড়ম্বর জীবন-যাপনে আগ্রহী হন
৫। রেসকোর্স ময়দানে আগত মানুষদের সংগ্রামী
চেতনার পরিচয় মেলে নিচের কোন পঙিক্ততে?
ক. মার্চের বিরুদ্ধে মার্চ
খ. শত বছরের শত সংগ্রাম শেষে
গ. কপালে-কব্জিতে লাল সালু বেঁধে
ঘ. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্নেহের তৃষ্ণা’
কথাটিতে প্রকাশ পেয়েছে কবির—
i. স্মৃতি কাতরতা
ii. স্বাজাত্য বোধ
iii. স্বদেশ প্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
৭। হজরত আবু বকরের গম্ভীর উক্তিতে
সকলেরই চৈতন্য হইল—
এ বাক্যে ‘চৈতন্য’ শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক. বোধোদয়
খ. জ্ঞানফেরা
গ. জেগে ওঠা
ঘ. সজাগ হওয়া
৮। আমি কোনো আগন্তুক নই কবিতায়
‘জামিলার মা’ কে?
ক. কদম আলীর স্ত্রী
খ. অভাবী শ্রেণির প্রতিনিধি
গ. কবির গ্রাম সম্পর্কে আত্মীয়া
ঘ. কবির চিরচেনা স্বজন
৯। অন্ধবধূ যে নৈরাশ্যবাদী নয়, তার প্রমাণ
কোন চরণে পাওয়া যায়?
ক. অন্ধ গেলে কী আর হবে বোন?
খ. জন্ম লাগি গিয়েছে যার চোখ! কাঁদার সুখ যে
বারণ তাহার ছাই!
গ. শ্যাওলা-পিছল এমনি শঙ্কা লাগে, পা-পিছলিয়ে
তলিয়ে যদি যাই!
ঘ. জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই—
আমের গায়ে বরণ দেখা যায়?
১০। ‘ঘামঝরে দরদর, গ্রীষ্মের দুপুরে,
খাল-বিল চৌচির, জল নেই পুকুরে।’ উদ্ধৃতিটির
সাথে নিচের কোন পঙিক্তটির সাদৃশ্য রয়েছে?
ক. বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি
খ. বৃষ্টি এলো, পুবের হাওয়ায়
গ. রগ্ণ-বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন
রুক্ষ মাঠ অসমান
ঘ. নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের
জোয়ারে
১১। ‘দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তার ঠেলে দিলে নিচে ফেলে’—উদ্দীপকের বাবু
সাহেবের এই আচরণের সাথে ‘মানুষ’ কবিতার
সাদৃশ্যপূর্ণ উক্তিটি হলো—
i. ভুখা আছ মর গো-ভাগাতে গিয়ে
ii. তা হলে শালা, সোজা পথ দেখ!
iii. সহসা বন্ধ হলো মন্দির
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১২। পৃথিবীতে প্রাতঃস্মরণীয় হওয়া যায় কিভাবে?
ক. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে
খ. সংসারে সংসারী সেজে
গ. অহেতুক সুখের আশা না করে
ঘ. এ জীবন বৃথা ক্ষয় না করে
১৩। ‘কীর্তিমানের মৃত্যু নাই’—এ বক্তব্যের
সমর্থনযোগ্য বক্তব্য রয়েছে তোমার পঠিত কোন রচনায়?
ক. মানুষ মুহম্মদ (স.)
খ. প্রাণ
ঘ. আমার পরিচয়
১৪। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় এ দেশের
জনজীবনে বাঁকে কী রয়েছে?
i. প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য
ii. অনাদি অতীতের সংগ্রাম
iii. ভাষার জন্য রক্ত দানের ইতিহাস
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১৫। সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন?
i. হরিহরের নিকট দশঘরার মাতবর বাড়ির লোক
মন্ত্র নেবে শুনে
ii. মন্ত্র দেওয়ার জন্য হরিহরকে অনুরোধ
করছে বলে
iii. নিজেদের দরিদ্র দশা ঘোচাবার একটু
আভাস পাওয়াতে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৬। কোন স্লোগানটি ঐক্য ও সংহতির প্রতীক?
ক. জয় বাংলা
খ. জয় বঙ্গবন্ধু
গ. এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
ঘ. সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই।
১৭। উদ্দীপকটি ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের
কোন দিককে নির্দেশ করে?
i. বাঙালির শ্রমবিমুখতা
ii. অলসতা
iii. পোশাকপ্রিয়তা
ক. i
খ. i ও ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২০। কালমেঘ কী?
ক. যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ
খ. এক প্রকার বুনো লতা
গ. আকাশের কৃষ্ণ বর্ণ মেঘ
ঘ. এক প্রকার কুটো গাছ বা তৃণ, যার রস
কালো বর্ণের
২১। ‘লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার
লক্ষ্মীটির তরে?’—চরণটির বিপরীত ভাব বহন
করেছে কোনটি?
i. বাঁশ বনে বসি কানা কুয়ো ডাকে রাতের
আঁধার ঠেলি
ii. চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা
কাফন ধরি
iii. ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২। মহাত্মা গান্ধীর আহ্বানে কোনটি নেই?
ক. ধর্মনিরপেক্ষতা
খ. ঐক্য
গ. সংহতি ও সম্প্রীতি
ঘ. জাতিভেদ, ধর্মভেদ
২৩। পয়লা বৈশাখকে কোন অবস্থা থেকে
উদ্ধার করা প্রয়োজন?
ক. চাঞ্চল্য ও আনন্দ উত্সব থেকে
খ. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন থেকে
গ. বৃহত্তর জনজীবনের সম্পৃক্ততা থেকে
ঘ. মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিককে একজোট করা থেকে
২৪। ‘একাত্তরের দিনগুলি’তে কী ফুটে উঠেছে?
i. লেখিকার হূদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা
ii. লেখিকার হূদয়ের গভীর হতাশা
iii. সেই দুঃসময়ে ঢাকার অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. i
ঘ. i, ii ও iii
২৫। ছোটগল্পের বৈশিষ্ট্য সম্পর্কে ইংরেজ
লেখক এইচ. জি. ওয়েলস কী বলেছেন?
ক. আধা ঘণ্টা থেকে দুই-এক ঘণ্টার মধ্যে পড়ে ওঠা যায়
খ. ১০ থেকে ৫০ মিনিটের ভেতরে পড়া শেষ হয়
গ. ছোট বলে এতে জীবনের পূর্ণ বয়স থাকতে পারে না
ঘ. পড়া শেষ হলেও অন্তরে একটা অতৃপ্তি রয়ে যাবে
২৬। ‘দুধে-ভাতে’ থাকা মানে—
i. অভাবহীন জীবন-যাপন
ii. সর্বদা দুধ-ভাত খাওয়া
iii. সচ্ছল জীবন-যাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭। গিরি থেকে পতিত ঝর্ণার পায়ে কিসের
নূপুর থাকে?
ক. মল্লিকা
খ. জুঁই
গ. টগর
ঘ. গোলাপ
২৮। জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৯৯
খ. ১৯২১
ঘ. ১৯৫৪
২৯। ‘হরির লুট’ কী?
i. দেবতা হরির সম্পদ লুট করা
ii. দেবতা হরিকে লুটিয়ে দান করা
iii. দেবতা হরির থেকে প্রচুর প্রসাদ গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। সাহসী লোকটির নাম কী?
ক. সগীর আলি
খ. মতলব মিয়া
গ. কেষ্টদাস
ঘ. রুস্তম শেখ
৩১। হাতেম আলি খোদার কাছে ‘হাজার
শোকর’ জানালেন কেন?
ক. পীর সাহেব অর্থ দিয়ে সাহায্য করতে
চেয়েছেন বলে
খ. পীর সাহেবের শারীরিক কোনো ক্ষতি
হয়নি বলে
গ. পীর সাহেবকে বজরায় স্থান দিতে
পেরেছেন বলে
ঘ. তাহেরাকে কোনো বিপদে পড়তে হয়নি বলে
৩২। খোদেজার মতে কোনটি খারাপ নয়?
ক. পীরের সঙ্গে বিয়ে হওয়া
খ. পীর সাহেবের কাছ থেকে আর্থিক
সাহায্য নেওয়া
গ. তাহেরার পীরের কাছে ফিরে যাওয়া
ঘ. তাহেরার পীর সাহেবের শর্ত মেনে নেওয়া
৩৩। ‘ভাবিতে ছিলাম, আপনার হইল কী?
হঠাত্ নিরুদ্দেশ হইলেন না তো’—হাশেমের প্রতি
এই উক্তিতে পীর সাহেবের কোন মনোভাব
প্রকাশ পেয়েছে?
i. বিরক্তি ii. সন্দেহ iii. ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?
ক. তাহেরার
খ. হাশেম আলির
গ. হাতেম আলির
ঘ. খোদেজার
৩৫। ‘ব্যক্তিগতভাবে আপনার খোঁজ-খবর নিতে
পারি নাই’—কার খোঁজ-খবরের কথা বলা হয়েছে?
ক. পীর সাহেবের
খ. তাহেরার
গ. হাশেমের
ঘ. খোদেজার
৩৬। বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা
বুধার কোন বক্তব্যে প্রকাশ পেয়েছে?
ক. তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে
থাকবে কে?
খ. আমরা লড়াই না করলে গ্রামটা একদিন
ভূতের বাড়ি হবে।
গ. আমার হাত দিয়েই তোমাদের একটা কিছু
পাওনা হবে
ঘ. ওদের চোখ পড়লে ওর দৃষ্টি কেঁপে ওঠে না।
৩৭। ‘এই উপন্যাসে আরও একজনের উপস্থিতি
স্পষ্ট’—সেই মানুষটি কে?
ক. শিল্পী শাহাবুদ্দিন
খ. বঙ্গবন্ধু
গ. কুন্তি
ঘ. বুধার মা
৩৮। সেলিনা হোসেনের উপন্যাসে
প্রতিফলিত হয়েছে—
ক. সমকালের সামাজিক ও রাজনৈতিক
দ্বন্দ্ব- সংকটের সামগ্রিকতা
খ. গ্রামবাংলার শ্যামল স্নিগ্ধ রূপের উম্মোচন
গ. গ্রামবাংলার মানুষের আনন্দ-বেদনা
ঘ. সামাজিক নানা অনাচার ও বৈষম্য
৩৯। ‘তুই একশ বার বানর’—কথাটি কে বলেছে?
ক. ফুলকলি খ. রাণি
গ. মধু ঘ. কুন্তি
৪০। ‘তোমার বোঝা আমাকে দাও’—বুধা এ কথা
কাকে বলেছে?
ক. হরি কাকুকে খ. নোলক বুয়াকে
গ. ফজু মিয়াকে ঘ. মিঠুর মাকে
উত্তরগুলো মিলিয়ে নাও→
১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ঘ
৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩.
খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯.
খ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫.
খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. গ ৩১.
খ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭.
খ ৩৮. ক ৩৯. গ ৪০. ক
এই প্রশ্ন টা ফাস হওয়া প্রশ্নের একটা, তবে আমি Sure না কোন বোর্ডের তাই প্লিজ সবাই মনোযোগ সহকারে পরবে,আর ও পেতে ও ফাস হওয়া বাকি প্রশ্ন পেতে হলে ভিজিট করুন →→ MixTune24.Com
Ar ulta palta Likle to apna ther o to time lost hoi…Asa kori kotha ta boscen next time jani arokom na hoi…mind it………..