আপনারা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ খুবই সহজে সবার আগে দেখতে পারবেন। আপনাদের মোবাইল ও ল্যাপটপ দিয়ে। আপনাদের সবার আগে (https://eboardresults.com/v2/home) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনাদের সুবিধার জন্য নিচে একটি স্কিনসর্ট শেয়ার করা হল।
HSC Result Check
আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইট স্কিনসর্ট এর বিবরন নিচে শেয়ার করাঃ
তাহলে, আপনি আপনার Hsc Result 2023 খুবই সহজে দেখতে পাবেন। আশাকরি, আপনারা উপরের নিয়ম এর মাধ্যমে রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট ২০২৩দেখতে পাবেন।
আপনারা অনেকেই SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করতে চান। কিন্তু! আপনারা সঠিক নিয়মে SMS পাঠাতে পারেন না। তাদের জন্য আমরা নিচে নিয়ম গুলো শেয়ার করছি। এই নিয়মের মাধ্যমে রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট খুবই সহজে চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করা হল।
সাধারণ বোর্ডের নিয়মঃ HSC<স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2023 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ HSC JES 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ডের নিয়মঃ Alim <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> 2023 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ Alim MAD 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের নিয়মঃ HSC <স্পেস> TEC <স্পেস> Roll <স্পেস> 2023 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ HSC TEC 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
রিপ্লাই মেসেজে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন
You must be logged in to post a comment.
এক্সটার্নাল লিংক পোস্টের নিচে।