যেভাবে এইচ এস সি পরীক্ষার্থীরা বাকি দিনগুলো পড়বেন
- এই এক মাসে তোমাদের পড়ার রুটিন টা কেমন হওয়া উচিৎ তার একটা নমুনা দেবার চেস্টা করলাম…
- ধরো এই এক মাসে প্রতিদিন সকাল ৭টায় উঠলে… তারপর সামান্য নাস্তা সেরে পড়তে বসো। ধরো 3 hour পড়লে…
- তারপর আবার ৩টার দিকে একটু বসতে পারো টেবিলে। ধরো আরো 2 hour পড়লে ।
- তারপর একটু বিরতি দিয়ে আবার ৭-১০… এই ৩ hour পড়ো।
- আবার রাতের খাবার সেরে আরো ২ hour পড়ো। এখন ভেবে দেখো টোটাল কতো হলো???? সবর্মোট ১০ hour!!!!
- যদি আপাতত এই ১০ hour করে পড়তে পারো তবে সেটা more than enough…
- আসি পড়ার টেকনিক নিয়ে। অনেকেরই হয়তো অনেক টপিক নিয়ে ভীতি/দূবর্লতা কাজ করে। সেটা দূর করার সময় কিন্তু এখন ই…
- কারো জৈব যৌগে সমস্যা আছে, তবে সে সেটা নিয়ে পড়তে বসো সকালের ওই সময়টাতে। then মাথা ও fresh থাকবে+পড়াও হবে ভালো…
- অনেকেই বলতে পারো যে মডেল Test দিচ্ছো…তারা এক কাজ করতে পারো …
- সকালের/দুপুরের পড়ার টাইম টার সাথে সময়টা exchange করে নাও… ব্যাস…
- আমি বলবো এই সময়টাতে দৌড়া-দৌড়ী না করে বাসায় পড়া টাই better… আর most importantly নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি পারবে… দেখবে এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে অনেকদূর…
|
|
|
|
|
|
|
|
|
|
|
Trust yourself...Believe in your Capability...You can Win
পোস্টটি সংগৃহীত | Credit: উচ্চ মাধ্যমিক রসায়ন
valo laglo tai share korlm
আমিও HSC পরীক্ষা দিমু
(Y)