আমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় দেখেছি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার ডাটা টাইপ উল্লেখ করে দিতে হয়। আবার অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তা দিতে হয় না।

কিন্তু পরবর্তীতে যখন ভেরিয়েবলকে কল করে তার ডাটা টাইপ পরিবর্তন করতে চাইলে প্রোগ্রামে এরর দেখায়। অর্থাৎ যদি ভেরিয়েবলটি ইন্টেজার ডিক্লেয়ার করি তাহলে সেটি পরবর্তীতে যদি স্ট্রিং এ পরিবর্তন করতে চাই তখন এরর দেখায়।

এগুলো হল স্ট্রং টাইপ ল্যাঙ্গুয়েজ। এগুলোতে একবার কোন কিছু ডিক্লেয়ার করলে পরবর্তীতে ডাইরেক্ট পরিবর্তন করা যায়না। স্ট্রং টাইপ ল্যাঙ্গুয়েজ যেমনঃ জাভা, রুবি, পাইতন ইত্যাদি।

আবার অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়বলটি আমরা আমদের ইচ্ছামত পরিবর্তন করতে পারব। সেগুলো উইক টাইপ ল্যাঙ্গুয়েজ। যেমনঃ জাভাস্ক্রিপ্ট, পিএইচপি ইত্যাদি।

আপনাদের আরও সহজে বুঝার জন্য নিছে ভিডিও দেওয়া হয়ছে। ভিডিওতে উদাহরণ সহ কারে খুব সুন্দরভাবে বুঝানো হয়ছে ।

ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি SUBSCRIBE করতে ভুলবেন না। এবং পোস্টি ভাল লাগলে নিচে কমেন্টে জানবেন আশা করছি।

এটা পূর্বে প্রকাশিত হয়েছে এই পেজেঃ Smart Programming.

নতুন সব প্রোগ্রামিং টিপস, টিউটোরিয়াল ও আরও প্রোগ্রামিং বিষয় সমূহ জানতে এই পেজে লাইক দিতে ভুলবেন না।

ভাল থাকুন এবং ট্রিকবিডির সাথে থাকুন।

4 thoughts on "? [প্রোগ্রামিং] স্ট্রং এবং উইক টাইপ কি এবং কিভাবে ব্যবহার করা হয় জেনেনিন খুব সহজে – JAVA★JAVASCRIPT★PHP★PYTYON এবং আরও Languages এর ক্ষেত্রে। ?"

  1. ZiaulAmin Author Post Creator says:
    পোষ্টটি ভাল লাগলে কমেন্টে জানবেন। 🙂
  2. MD Emran Gazi Contributor says:
    Amar coinbase te witdraw dite gele invalid amount ase help koren
  3. MD Emran Gazi Contributor says:
    Amar amount ase 0.00051375 ba 1.24
  4. Rihad Nur Akib Contributor says:
    TrickBD theke koyta view pau?Khali khali ato kosto kore akhane post kora bad diye onno jayagay jao.Jekhane manush agrohi thake.

Leave a Reply