বিসমিল্লাহির রাহমানির রাহীম।

প্রিয় ভাই “আসসালামু আলাইকুম” আশা করি ভালো আছেন।
কারণ এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি ।

চলতি বছর এসএসসির পর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও পাসের হারের বিপর্যয় ঘটেছে কুমিল্লায়। মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ পাস করেছে কুমিল্লা বোর্ডে, যা শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম।
আজ রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর অংশগ্রহণকারীদের ৫০ শতাংশও পাস করতে পারেননি কুমিল্লা শিক্ষা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজিতেই ফেল করেছে ৩৮ শতাংশ শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষায় কোন পরীক্ষার্থী তাঁর আশানুরূপ ফলাফল না পেল নিম্নে দেওয়া সময় ও নিয়ম মোতাবেক ফলাফল পুনঃনিরীক্ষণেরল জন্য আবেদন করতে পারবেন ।

পুনঃনিরীক্ষণের আবেদনের সময়ঃচলতি মাসের (২৪ থেকে ৩০ জুলাই) ২০১৭ খ্রিঃ তারিখ পর্যন্ত
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি লিখে স্পেস দিয়ে ইয়েস (yes) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে……..

আরেকটি কথা, যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা, ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে একটি সাবজেক্ট কোড (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) এর বিপরীতে দুটি পত্রের আবেদন বলে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ৩০০ টাকা প্রযোজ্য হবে। একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।
.
বিঃ দ্রঃ এইখানে বিষয় কোড বলতে বুঝানো হয়েছে ঐ বিষয়কে। যে বিষয়ে আপনার রেজাল্ট খারাপ হয়েছে। ঐ বিষয়ের কোডটি ম্যাসেজে উল্লেখ করবেন।
.
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আর নতুন কিছু পেতে । Trickbd এর সাথেই থাকুন ।
আপনারা আল্লাহর ভয় করুন, বেশি বেশি নামাজ আদায় করুন।
আল্লাহ হাফেজ।

18 thoughts on "যেভাবে এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে"

  1. MD Labu Contributor says:
    abedon korle ki result kom hoyae possibility thake nki
    1. ? Khairul ? Author Post Creator says:
      আমার জানা মতে না।
    2. Mk Mojahid hasan Contributor says:
      আবেদন করলে কি, কিছু নাম্বারের জন্য পাস করাবে,,
    3. ? Khairul ? Author Post Creator says:
      হ্যা ভাই, যদি আপনি সামান্য নাম্বারের জন্য ফেইল করেন, তবে নাম্বার দেওয়ার মত অবস্থা থাকলে আপনি ইনশাআল্লাহ পাস করবেন।
    4. Mk Mojahid hasan Contributor says:
      ok bro daki..ki hoi..sms korla oi tu hoibo naki
  2. sayed ahmed Contributor says:
    আবেদন করলে প্রথম যা নাম্বার পেয়েছিলাম তা কি কমে যাবে….??
    1. ? Khairul ? Author Post Creator says:
      আমার জানা মতে না।
  3. wanted Contributor says:
    akta colleger all reasult kivabe dekhbo plz plz plz help me
    1. ? Khairul ? Author Post Creator says:
      Clg ar Ein numbar ta lagba + onno akta site a jata hoba…..
      Eiin Number ta dan..+ fb ta asan all list ami apna k dische…
      tnx…
  4. JiboN Author says:
    Kon subject a koto paice oita dekbo ki vabe ?
    1. ? Khairul ? Author Post Creator says:
      Sorry vi ata dakha jaba na….
      Kontai ki payacen sata daklai too buja jai…Koto hota para….Tnx…
  5. Sujon Mia Contributor says:
    কোন বিষয়ে কত নাম্বার পাইছি সেইটা ক্যামনে দেখব।
    1. ? Khairul ? Author Post Creator says:
      Sorry vi ata dakha jaba na….
      Kontai ki payacen sata daklai too buja jai…Koto hota para….Tnx…Vi..
  6. Mahbub Pathan Author says:
    আমার পোস্টের শেষের কথটা কপি করে এখানে পোস্ট আবার আপডেট করেছো।
  7. Silver Contributor says:
    Bhai.. Either result Kobe dive?
    1. ? Khairul ✅ Author Post Creator says:
      Goto http://www.educationboardresults.gov.bd
      This link..
      Examination : jsc/jdc
      Year : Ur year
      Board : ur board
      Roll : ur roll
      Reg: No : ur reg no
      2 + 1 = 3
      Like This…
  8. Silver Contributor says:
    Pun or I knob er result Kobe dive?
    1. ? Khairul ✅ Author Post Creator says:
      Sorry

Leave a Reply