ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আগামী ৭ আগস্ট (সোমবার) দুপুর ২টা থেকে শুরু হবে এবং ২৯ আগস্ট (মঙ্গলবার) রাত ১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর (শুক্রবার), ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর (শনিবার), ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর (শুক্রবার), ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর (শনিবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর (শুক্রবার) এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

পরবর্তী সময়ে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

Visit Our Website

2 thoughts on "ঢাবি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে"

  1. SOJIB AHMED Contributor says:
    আমাকে Author দেয় না কেন
    1. Md Parvez & Najmul Author Post Creator says:
      Kothay

Leave a Reply