প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন

Trickbd এর পক্ষ থেকে এই কামনা রইলো ।

পড়াশুনা করার সময় অথবা কোন কাজ করার সময় মনোযোগ (concentration) হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক ব্যাপার। ‘কাজে মন বসাতে পারছি না’ অভিযোগটি অধিকাংশ সময়ই শোনা যায়। কাজ বা পড়াশোনায় মনোযোগ (concentration in study) বৃদ্ধি করার কিছু সহজ পদ্ধতি রয়েছে
(concentration tips)। তবে এসব পদ্ধতি প্রয়োগ করার আগে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই জরুরী।
১. কাজ শুরু করার আগে মনোযোগ নষ্ট করতে পারে এমন বিষয়গুলো দূরে রাখুন। কাজের গুরুত্ব বিবেচনা করে মোবাইল, টিভি ইত্যাদি বন্ধ রাখুন। পড়ার সময় এফ এম রেডিও এবং কম্পিউটার চালু রাখলে মনোযোগ বিচ্ছিন্ন হয়।
২. কিছু গবেষণায় দেখা যায়, কোন কোন কাজ বা পড়ার সময় নিচু শব্দে হাল্কা যন্ত্রসঙ্গীত শুনলে তা মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। গুগল করলেই পেয়ে যাবেন এমন অনেক যন্ত্রসঙ্গীত যা ব্যবহার করতে পারেন মনোযোগ বৃদ্ধি
(increase concentration) করার উপায় হিসেবে। তবে গায়ক/গায়িকা পরিবেশন করছে এমন সঙ্গীত আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে না
৩. মেডিটেশন মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। ভোরে এবং রাত্রে ঘুমানোর আগে ১০ মিনিট মেডিটেশন করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। ফলে ধীরে ধীরে যে কোন বিষয়ে মনোনিবেশ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
৪. যত বেশি আপনি মস্তিষ্ককে ব্যস্ত রাখবেন গঠনমূলক কার্যক্রমে তত বেশি তার ক্ষমতা বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে ব্রেইন গেমগুলো খুবই কার্যকর (concentration exercises)। দাবা, সুডোকু, বিলিয়ার্ড, ক্রস ওয়ার্ড পাজল ইত্যাদি খেলাগুলো আপনার চিন্তা করার ক্ষমতা বাড়াবে এবং মনঃসংযোগ বৃদ্ধি করবে। এছাড়া মোবাইল বা কম্পিউটারে খেলার জন্যেও প্রচুর ব্রেইন গেম রয়েছে।
৫. গবেষণায় দেখা গেছে কোন কাজ করার সময় চিউয়িং গাম চাবালে সে কাজে মনোযোগ দিতে সুবিধা হয়। তাই মনোযোগ বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন চিউয়িং গাম। তবে লক্ষ্য রাখবেন তা যেন অবশ্যই চিনি মুক্ত হয়।

৬. ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার গবেষণায় জানা গেছে লাল রঙ স্মৃতি শক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে
(improve concentration)। অফিসের বা পড়ার টেবিলে লাল কোন বস্তু, লাল রঙের জামা, কম্পিউটারে লাল ওয়ালপেপার ইত্যাদি ব্যবহার করে আপনার আশে পাশে বাড়াতে পারেন লাল রঙ এর প্রাচুর্য।
-মাহমুদ হাসান

এই লেখাটি এর আগে আমার সাইটে প্রকাশ করা হয়।
মনোযোগ বৃদ্ধি করার ৬ টি সহজ পদ্ধতি
বিভিন্ন ধরনের টেকনোলজি টিপ্স এবং পড়া লেখা বিষয়ক টিপ্স পেতে আমার সাইট ভিজিট করুন
Visit BdTechTips.Ml

9 thoughts on "মনোযোগ বৃদ্ধি করার ৬ টি সহজ পদ্ধতি"

  1. asifdinar Contributor says:
    vai 3 bujhlam na
    1. Mahmud Hasan Contributor Post Creator says:
  2. Darkgamer1298 Contributor says:
    3 nmbr ta bujhay den plz
    1. Mahmud Hasan Contributor Post Creator says:
      .
  3. Mahmud Hasan Contributor Post Creator says:
    ok…
    ৩ নাম্বার টা হচ্ছে মেডিটেশন।
    মেডিটেশন এর অর্থ হচ্ছে যৌগ ব্যায়াম বা ধ্যান করা।
    আমি এ নিয়ে বিস্তারিত টিউন করব।
    Thanks for Questions..
  4. mdAsraf Contributor says:
    ভাই সুন্দর হয়েছে!

    যদি increase concentration এর ভালো অ্যাপের লিংক দিতেন অারো ভাল হত।

    1. Mahmud Hasan Contributor Post Creator says:
      ধন্যবাদ…
      এপ দেয়ার চেস্টা করব
  5. Wakil Jahan Contributor says:
    tnx bro…..
    1. Mahmud Hasan Contributor Post Creator says:
      Well come

Leave a Reply