প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন
Trickbd এর পক্ষ থেকে এই কামনা রইলো ।


পরীক্ষার নাম শুনলে কম বেশি সবারই হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। পরীক্ষা না থাকলে ছাত্রজীবন কতই না সুন্দর হত। তাই বলে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিলে তো ‍আর হবে না। নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু এখানেই।পরীক্ষায় নিজের সেরাটা দিলেই অর্জন করা যায় কাঙ্খিত সাফল্য। এজন্য পরীক্ষার প্রস্তুতিও হওয়া চাই সেরা।পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সবাই কিছু না কিছু কৌশল অবলম্বন করে। কিন্তু কয়েকটি টিপস মেনে চললে আপনার প্রস্তুতিটি আরও সহজ ও পরিপূর্ণ হয়ে ‍উঠবে।
তাহলে জেনে নেওয়া যাক পরীক্ষা প্রস্তুতির ‍৮ টি টিপস


১. পড়ার মাঝে বিরতি নিন
একটানা অনেকক্ষণ পড়ার চেয়ে বিরতি দিয়ে পড়া অনেক বেশি কার্যকর। এক নাগাড়ে বেশ কিছুক্ষণ ধরে পড়লে পড়ায় মনযোগ ধরে রাখা যায় না। এ কারনে টানা অনেকক্ষণ না পড়ে প্রতি ২০-২৫ মিনিট পর পর পড়ার মাঝে অন্তত ৫ মিনিট বিরতি দিন। বিরতি নেওয়ার ফলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়া খুব সহজেই আয়ত্ত করা যায়।


২. রুটিন বানিয়ে পড়ুন:সঠিক প্রস্তুতির জন্য প্রয়োজন সঠিক সময় নির্দেশনা। তাই রুটিন করে পড়া অত্যন্ত জরুরি্। প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় ভাগ করে নিয়ে একটি টাইম রুটিন তৈরি করে ফেলুন। এতে করে সকল বিষয় যেমন সমান গুরুত্ব দেয়া যায় তেমনি পড়াটাও সহজতর হয়।

৩. অতিরিক্ত রাত জাগা পরিহার করুন:
পরীক্ষার সময় অনেকেরই রাত জেগে পড়ার অভ্যাস রয়েছে। কিন্তু এটা একদমই করা উচিত নয়। মস্তিষ্কে স্মৃতি তৈরীর কাজটি ঘুমের মধ্যে হয়। পরীক্ষার আগের রাতের ঘুম তাই অত্যন্ত জরুরী। লরেন্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত রাত জাগা মস্তিষ্কের ক্ষতিসাধন করে। নর্থ টেক্সাসের আরেকটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রাত জাগা চোখের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই পরীক্ষার সময় রাত জাগা পরিহার করুন। তার চাইতে রাতে আগে ঘুমিয়ে সকালে উঠে পড়ার অভ্যাস করতে পারেন।


৪. কঠিন পড়া গুলো ঘুমানোর আগে পড়ার চেষ্টা করুন:বিশেষজ্ঞদের মতে, অপেক্ষাকৃত কঠিন এবং বর্ণনামূলক পড়া ঘুমানোর আগে পড়া উচিত। এতে করে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় এবং ঘুম থেকে উঠার পর পড়াটি মনে করা সহজতর হয়।

৫. পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে রাখবেন না:
সকল পড়া পরীক্ষার আগের রাতের জন্য জমিয়ে না রেখে প্রতিদিন অল্প অল্প পড়ুন। পরীক্ষার আগের রাতে সকল পড়া একসাথে পড়তে গেলে মানসিক চাপ বাড়বে যা পরীক্ষায় বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই পরীক্ষার আগের রাতে নতুন কিছু না পড়ে আগে যা পড়া হয়েছে তাই রিভাইস করুন।


৭. নিজেকে যাচাই করুন:
পরীক্ষার পূর্বে নিজেই নিজের ছোটখাট টেস্ট নিয়ে নিন। নিজেই তাতে মার্কিং করুন। এতে করে পড়া ভালমত হয়েছে কিনা তা যেমন বুঝা যায় তেমনি আত্মবিশ্বাসও বাড়ে। এই আত্মবিশ্বাস পড়া মনে রাখতে ও পরীক্ষায় ভালো করতে সাহায্য করে।


৮. নিজের উপর আস্থা রাখুন:
হচেছ না, হবে না এ সমস্ত ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নিজের উপর আস্থা রেখে সামনে এগিয়ে যান। বারবার অনুশীলন করুন। পরীক্ষার উত্তরপত্রেও আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর লিখুন।


এই পোস্ট টা 10minuteschool থেকে সংগ্রহ করা
ধন্যবাদ সবাইকে কষ্ট করে লেখাটি পডার জন্য।
সুস্থ থাকুন ভালো থাকুন।সবসময় ট্রিকবিডি এর সাথে থাকুন। আর আপনাদের মতামত লিখুন।
আমার টিউন গুলো ভালো লাগলে আমার সাইট থেকে একবার গুরে আসবেন আশা করি।
BdTechTips.ML

এই লেখাটি এর আগে আমার সাইটে প্রকাশ করা হয়।
পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব: ৮টি সহজ টিপস
বিভিন্ন ধরনের টেকনোলজি টিপ্স এবং পড়া লেখা বিষয়ক:i নিত্যনতুন টিপ্স পেতে আমার সাইট ভিজিট করুন
Visit BdTechTips.Ml


12 thoughts on "পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব: ৮টি সহজ টিপস"

  1. Mehedi Contributor says:
    nice suggestion
    1. Mahmud Hasan Contributor Post Creator says:
      Thank u
  2. Rahul Musabbir Contributor says:
    Nice Post 🙂
    1. Mahmud Hasan Contributor Post Creator says:
      Thanks..
  3. asifdinar Contributor says:
    very nice post bro???
  4. mdAsraf Contributor says:
    ট্রিকবিডিতে এরকম পোস্ট অারো বেশি হওয়া উচিত।
    কারণ এর প্রায় মেম্বারই ছাত্র।
  5. Tuner Author says:
    আহা!!! চমৎকার। ?

    10 Minute School থেকে Copy করে, ভালোই কালারিং করতে পারেন।

    1. mdAsraf Contributor says:
      অসুবিধা কোথাই?
    2. NAYEEM Contributor says:
      10 minute school… k unar… credit dewa uchit…
      credit na dewa mane. uni…tader leka… curi…korechen…
    3. Mahmud Hasan Contributor Post Creator says:
      দুঃক্ষিত।
      আমি জানতাম না এটা 10minuteschool এ আছে। আমি অন্য একটা সাইটে দেখছিলাম।
      আমি credit দিচ্ছি

Leave a Reply