আজকের টিউনটি আপনাদের উপকারের জন্যই।
ফলাফল পুনঃনিরীক্ষা করতে চাইলে এবারো রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আবেদন করতে হবে।
আগামী ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল
আইযেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
আশা করি আমি আপনাদেরকে টিউনটি ভালভাবে বোঝাতে পেরেছি। যদি টিউনের কোথাও সমস্যা থাকে তাহলে টিউনমেন্ট করবেন। সমাধান করার চেষ্টা করব।
আর একটাই কথা ঔ ভাইদের উদ্যেশ্যে যে, এবার না হয় ব্যার্থ হলেন তবে চেষ্টা করুন পরের বছরের জন্য। ভাল থাকবেন।
One thought on "HSC পরিক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম"