ইংরেজি গ্রামারে Pronoun প্রায় সকল অংশ জুড়ে বিস্তৃত। তাই এ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরী। আজকের আলোচনার বিষয় হচ্ছে Pronoun এর পরিচিতি, প্রকারভেদ এবং প্রত্যেক প্রকার Pronoun চেনার উপায়গুলো সম্পর্কে।
Pronoun(সর্বনাম):
Noun এর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে pronoun বলে।
Example:⇒Jakir is a good boy.
⇒He reads in class ten.
এখানে “Jakir” হচ্ছে noun এবং “he” হচ্ছে pronoun.
Pronoun এর প্রকারভেদ
Pronoun প্রধানত ৮ ভাগে বিভক্ত। যথা-
1. Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম )
2. Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম )
3. Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম )
4. Reflexive Pronoun ( আত্মবাচক সর্বনাম )
5. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম )
7. Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম )
8. Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম )
1. Personal Pronoun: যে pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে।
যেমন: They are playing ball.
এখানে They হচ্ছে Personal Pronoun
2. Demonstrative Pronoun : যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে ।
যেমন : This, That, These, Those ইত্যাদি ।
3. Relative Pronoun : যে Pronoun পূর্বে ব্যবহৃত কোন Noun বা Pronoun এর পরিবর্তে বসে তাকে Relative Pronoun বলে ।
যেমন: The man who came here yesterday.
এখানে পূর্বে ব্যবহৃত Noun “The man” এর পরিবর্তে who বসেছে , তাই who হল Relative Pronoun.
4. Reflexive Pronoun : যে Pronoun বাক্যের Subject কে বুঝাতে ব্যবহৃত হয় তাকে Reflexive Pronoun বলে ।
যেমন : myself, himself, themselves, yourself, herself ইত্যাদি ।
5. Interrogative Pronoun : যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Pronoun বলে ।
যেমন : What, Who, Whom, Which ইত্যাদি।
6. Distributive Pronoun : যে Pronoun দ্বারা দুই বা ততোদিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Pronoun বলে ।
যেমন : Each, Either, Neither ইত্যাদি ।
7. Indefinite Pronoun : যে Pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুকে অিদিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে ।
যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
8. Reciprocal Pronoun : যে Noun বা Pronoun দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বুঝায় তাকে Reciprocal Pronoun বলে ।
যেমন : Asma and Alima help each other.
এখানে each other Asma ও Alima এর কাজে পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে , তাই each other হল Reciprocal Pronoun.
Pronoun সম্পর্কে আরো ভালভাবে জানতে এবং বুঝতে নিচের ভিডিও ক্লাসটি দেখতে পারেন
2 thoughts on "[Basic Grammer](Part-2) Pronoun এর পরিচিতি, প্রকারভেদ এবং প্রত্যেক প্রকার Pronoun চেনার উপায়গুলো উদাহরণের মাধ্যমে আলোচনা।"