(দুঃখিত,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি)
আজকে কোন টপিক নিয়ে পোস্টটি করলাম না। পোস্টটি করলাম আমার ২০১৭ সালের ছাএজীবণে জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা থেকে। যা সামান্য একটু ছন্দের মাধ্যমে প্রকাশ করলাম। এই লেখাটি আমার জীবনের প্রথম একটা লেখা। জানিনা কেমন হয়েছে??
আশা করি আপনারা আমার এই কাহিনী কবিতাটি পড়ে আমার কোনো ভুল ক্রুটি থাকলে তা ধরিয়ে দিবেন।
অতিথি পাখি (নবম শ্রেণি)
এফ,কে ফিরোজ কবীর
লক্ষ্মীপুরের পোলা হামরা,বেয়াদব প্রকৃতির না?
নবম শ্রেণির ছাত্র হামরা,স্কুলে যাই না।?
যদিও আমরা যাই স্কুলে,ক্লাস করি না
সবসময় ব্যাগে হামার,থাকে যে শার্ট প্যান্ট
পালানোর আগে তা পরিধান করে,
হইযে হ্যান্ডসাম।?
সবাই মিলে মাঠে গিয়ে,দেই যে আড্ডা
কেউ যদি বলে ভাই,তুই এখানে কেন?
বলি আমি এখন ছাএ না।?
আসছিলাম আমি প্রাইভেট পড়তে
এটা বলে দেই কাটিয়ে।
এভাবেই নিজের ধরা নিজেই খাচ্ছি
বুঝতে পারছি না।?
মা বলে পোলা আমার,গেছে স্কুলে।?
কখনো কি ভেবে দেখে
পোলা কি আমার সত্যিই আছে স্কুলে??
এভাবেই দিন যে আমার,
কেটে যায় মজার সুখে।?
উদ্দেশ্য গবেষণা করা।
কিন্তু আমরা সে বিষয়ে,একটুও ভাবিনা?
দেখতে দেখতে গেল বছর,করলাম না লেখাপড়া
সামনে আমার আসছে এসএসসি,
ভেবে পাচ্ছি না।
ক্লাসে এসে ম্যাডাম বলে,পরেছ কে নামাজ
যদি বলি পরিনি ম্যাডাম,বলে দাঁড়িয়ে থাক!!!??
একটু পরে ম্যাডাম বলে,বসতে দেব সত্তে
পরিস যদি নামাজ,এরপর থেকে
তখন সবাই বলি মিস হবে না
দিলাম কথা আপনাকে
পরের দিন আবার ম্যাডামকে বলি
পারিনি রাখতে, আপনাকে দেয়া কথা।
এভাবেই দেখা যায় আমাদের মাঝে
একটি মুনাফিকের লক্ষণ।?
একদিন শেষে বললেনই স্যার ,
কেন করলে এ পাপের কাজ?
বললাম আমি কি করেছি স্যার
বললেন আমায়, স্কুলে আসলে কেন?
এটা তো তোমার পাপের কাজ।??
খারাপ কাজে নই আসক্ত, আসক্ত মোরা ফোনে
কেন কিনিলাম ফোন,?
হয়ে গেলাম যে এমন
পড়তে বসলে মন বসে না,বলি কিসের এত পড়া
যদিও পড়ি আধা ঘন্টা,এরই মাঝে আবার ভাবি-
কখন শেষ হবে এই পড়া
যখন বের করি Science এর চারটি বই
কোনটা পড়ি আর না পড়ি
এভাবে চলতে চলতে এখন দেখি,
অনেক কাছের-
বন্ধুরাও আর মেশে না আমার সাথে।
যদি এভাবে চলতে থাকে, জানি না
Future এ কি হবে..(সংক্ষিপ্ত)??? **বাস্তবতা***
ভুল ক্রুটি থাকলে ক্ষমা করে দিবেন।
তোমাকে খুঁজিতেছে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হারিয়ে গিয়েছে বলে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হারিকেন দিয়ে খুজে,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বের করেছে যে,,,,,,,,,,
সুন্দর ছন্দ মিলিয়ে,,,,
লিখিয়া দিয়াছো,,,
তোমার কথা….??
কিন্তু ব্রু এটা টেক সাইট
হয়ত আমিই ভুল বললাম……
নিজের জ্ঞানের পরিসীমার মধ্যেই চালিয়ে যাও
বুঝলাম বাস্তবতা কিন্তু ভাই এতো সামান্য বাস্তবতা তুলে ধরে কি হবে.?
এস সব বাস্তবতা প্রতিনিয়ত প্রচার হচ্ছে।পারলে তার থেকে একটু বেশি বাস্তবতা তুলে ধরুন।যে গুলোর মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণ হবে।
কিন্তু আমার মনে হচ্ছে
এটা কোথায় থেকে সংগ্রহ করছেন,,তা না হলে প্রথেমে লেখছেন আপনি নবম তার পর লেখছেন এসএসসি,, তার মানে কি??
এতো সংক্ষিপ্ত কবিতা পড়ায় মোরে
বানায় দিলা ছবি,,,✌