আজ আমরা গণিত নিয়ে খেলা করব।বলতে পার গণিতের ম্যাজিক শিখব। ম্যাজিক হলো বুদ্ধির
খেলা। আর গণিতের
খেলা তো বুদ্ধিরই খেলা। এখানে
প্রত্যেকটি বিষয় সুন্দর
করে বর্ণনা করা হবে যাতে তোমরা
সহজেই বুঝতে পার।

প্রথম ম্যাজিক

১ থেকে ১০০ এর মধ্যে যেকোনো
একটি সংখ্যা কল্পনা কর।
এরপর সেই সংখ্যাটির সাথে ২ গুণ কর।
প্রাপ্ত গুণফলের সাথে ৫ গুণ কর।
নতুন গুণফল এর শেষে অবশ্যই ০ আছে । তাই
না? এখন শূন্যটি মুছে ফেল। দেখ প্রথমে
যে সংখ্যাটি তুমি
কল্পনা করেছিলে সেটি পেয়ে
গেছো।

উদাহরণ

মনে কর তুমি কল্পনা করেছ ২৫।
তাহলে ২৫ X ২ = ৫০
৫০ X ৫ = ২৫০
২৫০

২৫
এটি আসলে খুব সহজ একটি কৌশল।
যেকোনো সংখ্যাকে ১০ দিয়ে গুণ
করলে গুণফলের শেষে ০ থাকে।
সেই ০ মুছে দিলে তা আবার পূর্বের
সংখ্যাটি পাওয়া যায়। এখানেও
তাই ঘটেছে। তুমি যে
সংখ্যাটি কল্পনা করেছ সেটিকে ১০
দিয়ে গুণ করা হয়েছে। কিন্তু সেটি
হয়েছে দুই ধাপে। একবার
২ দিয়ে আর একবার ৫ দিয়ে। ৫X২ = ১০ ।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে।
এরকম আরো অনেক ম্যাজিক আছে।
চলো এমন কিছু ম্যাজিক শিখে ফেলি।

দ্বিতীয় ম্যাজিক

১ থেকে শুরু করে ১০ এর নিচে যে
কোনো একটি সংখ্যা কল্পনা কর।
সংখ্যাটিকে ২ দিয়ে গুন কর।
এবার গুণফলের সাথে ৬ যোগ কর।
যোগফলকে অর্ধেক কর। মানে ২ দিয়ে
ভাগ কর।
এবার ভাগফলের থেকে তোমার
কল্পনা করা সংখ্যাটি বিয়োগ কর।
দেখ বিয়োগফল ৩।
এটাও শুধুই বুদ্ধির খেলা। যুক্তিকে

কৌশল হিসেবে কাজে লাগিয়ে
জাদুতে পরিণত করা হয়েছে।

তৃতীয় ম্যাজিক

যে কোনো একটি সংখ্যা কল্পনা কর।
সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ কর।
সংখ্যাটির সাথে ৬ যোগ কর।
এবার যোগফলকে ৩ দিয়ে ভাগ কর।
প্রাপ্ত ভাগফল থেকে তুমি যে
সংখ্যাটি কল্পনা করেছিলে সেটি
বিয়োগ কর।
দেখ বিয়োগফল ২।

ধন্যবাদ সবাইকে।ট্রিকবিডির সাথেই থাকুন।

এছাড়া দেখুন বিয়োজন নির্ণয়ের সূত্র

আপনার যেকোন প্রশ্ন থাকলে প্রশ্ন করে সাথে সাথে উত্তর জেনে নিতে ভিজিট করুন nirbik.com

24 thoughts on "শিখে নিন কিছু অঙ্কের ম্যাজিক।আর চমকে দিন সবাইকে"

  1. Ahmed SahriaR Contributor says:
    সেরা????
    1. Fahim farhan Author Post Creator says:
      thanks ?
    1. Fahim farhan Author Post Creator says:
      thanks ?
  2. asifdinar Contributor says:
    দুই বছর আগেও একই পোস্ট করেছিলেন।ভাই আপনার কী মনে হয় না, এক পোস্ট বার বার করার মাধ্যমে ট্রিকবিডি এর মান কমাতে আপনি অবদান রাখছেন?
    1. Fahim farhan Author Post Creator says:
      পোস্টটি দুইবছর আগে আমারই করা।
      কিন্তু পোস্টটি আমি হালকা একটু মোডিফাই করে আবার রিপোস্ট করেছি।আর আপনি আমার প্রোফাইল একটু ঘুরে দেখলেই দেখবেন আমি এই পোস্ট ছাড়া আর কোন পোস্ট রিপোস্ট করেনি।এই পোস্টে আমি হালকা একটু পরিবর্তন এনে আবার করেছি।কারণ পোস্টটি আমার অনেক আগের করা।এরপরও ট্রিকবিডি টিম যদি মনে করে এতে ট্রিকবিডির মান ক্ষুন্ন হচ্ছে,তাহলে ওনারাই পোস্টটি সরিয়ে দিবেন।
  3. Mostak Ahmed Author says:
    এটা তো দেখি নিজের পোষ্ট নিজে কপি করেছেন।
    1. Fahim farhan Author Post Creator says:
      একটু মোডিফাই করে রিপোস্ট করেছি
  4. Ovimani Nirob Author says:
    Eta kono post holo??
  5. Ovimani Nirob Author says:
    যেই লাউ সেই কদু
    1. Fahim farhan Author Post Creator says:
      কেন ভাই?অঙ্ক বুঝেন না নাকি?
    2. Ovimani Nirob Author says:
      অঙ্ক বুঝি বলেই এরকমক মন্তব্য করা…
      মনে একটা সংখ্যা ভেবে..
      ওই টার সাথে ২গুন আবার ৫ গুন করা.. মানে মেন সংখ্যার সাথে ১০ গুন করার পর…
      যেই গুনফল হয়..
      তার শেষে শূন্য বাদ দেয়া. আর সেই গুনফলকে ১০ দিয়ে ভাগ করা একই কথা..
      সুতরাং.. একটি সংখখ্যাকে ১০ দিয়ে গুন করে..
      ঐ গুনফলকে ১০ দিয়ে ভাগ করলে আপনার মনের সংখ্যা পাবেন..
      এটা তো পাগলেও জানে।
      Ajaira post.
  6. Ferdous Ahmed Author says:
    আমারতো মনে হয় আপনি দুই বছর আগেও পোস্টট কপি করেই করেছিলেন।কারন পোস্টটিতে আপনি তুমি তুমি করে কথা বলেছেন যেখানে ট্রিকবিডির সবাই আপনি আপনি করে কথা বলে।একমাত্র ফেসবুক পেজ বা এরকম কিছুতেই তুমি ব্যবহার করা হয়।
    1. Fahim farhan Author Post Creator says:
      কোনো কিছু সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক নয়।আপনি পারলে প্রমাণ উপস্থাপন করুন
    2. Ferdous Ahmed Author says:
      “আপনি পারলে প্রমাণ উপস্থাপন করুন”এখানে আপনি বলে সম্বোধন করেছেন।অথচ পোস্টে তুমি।প্রমান তো হয়েই গেলো।
    3. Fahim farhan Author Post Creator says:
      এটা কেমন কথা বললেন।
      পোস্টে তুমি ইউজ করেছি,কারণ এখানে আমি ম্যাজিকটা একটু ফ্রেন্ডলি বোঝানোর চেষ্টা করেছি।পোস্টে তুমি ইউজ করেছি এর মানে কি কমেন্টেও তুমি ইউজ করা লাগবে?
    1. Fahim farhan Author Post Creator says:
      পোস্টটি আমি ২ বছর আগেই একবার ট্রিকবিডিতে করেছিলাম।
      https://trickbd.com/education-guideline/50674

      কিন্তু এই পোস্টে কিছু মোডিফাই করা হয়েছে।পোস্টিটিতে দুটি ম্যাজিক ছিলো,কিন্তু আমি এই পোস্টটে আরেকটি ম্যাজিক যুক্ত করে হালকা মোডিফাই করে রিপোস্ট করেছি।পোস্টটি কপি করা নয়,আমার নিজেরই লিখা।
      না জেনো কথা বলা ঠিক নয় ?

    1. Fahim farhan Author Post Creator says:
      welcome ?
  7. My_idiea Contributor says:
    মজা পাইলাম
  8. BlaCk & WhitE (TaNjiD) Author says:
    ১ম ম্যাজিক :-
    Example x 2 x 5

    এখানে 2×5 = 10

    ? example x 10 = example0

    0 বাদে ফলাফল example। এটা আবার কেমন ম্যাজিক lol

Leave a Reply