অনেকের জন্য রসায়নের এই পর্যায় সারণী একটি কঠিন এবং ভীতিকর বিষয়।আপনি যদি ভবিষ্যতে বিজ্ঞান শাখার থাকার পরিকল্পনা করেন তাহলে এই পর্যায় সারণী কোন উপায়ে বাদ দেওয়া যাবে না। কারন এর প্রয়োজনীয়তা বিজ্ঞানের প্রত্যেক শাখায় অনুভব করবেন । তাই, আপনাকে এই টপিক্স যেকোন উপায়ে মনে রাখতেই হবে। আপনি ব্যতিক্রমী না হলে আপনি কখনও সরাসরি এইগুলো মনে রাখতে পারবেন না।এই গুলো মনে রাখার জন্য আপনাকে কোন না কোন টেকনিক বা শর্টকাট ফলো করতেই হবে সেইটা নিজের তৈরি হোক বা ধার করাই হোক। অনেকে কষ্ট করে এই শর্টকাট তৈরি করে মুখস্ত করার সময় পায় না … তাদের জন্য আমার এই পোষ্ট।
ছন্দে ছন্দে মনে রাখুন,পর্যায়সারণির সব মৌলকে। নিচের ছোট্ট এই আপ্প-এর মাধ্যমে।
Good post.
আমিও science এর ছাএ।আমার স্যাররাও আমাকে এভাবে ছন্দে মনে রাখার কথা বলে।কিন্তু আমি কখনোই এভাবে শিখতে চাইনি।
আমার মতামত হলো science এর student হয়েও যদি আপনাকে science এর important বিষয় গুলো মনে রাখার জন্য ছন্দ শিখতে হয় তাহলে তো আর এটা হলো না। কিছু তো এমনিতেই মনে রাখা উচিত।
বাংলা, সমাজ ইত্যাদি মনে রাখার জন্য শর্টকার্ট হলে কোনো সমস্য নেই।
আমিও science এর ছাএ।আমার স্যাররাও আমাকে এভাবে ছন্দে মনে রাখার কথা বলে।কিন্তু আমি কখনোই এভাবে শিখতে চাইনি।
আমার মতামত হলো science এর student হয়েও যদি আপনাকে science এর important বিষয় গুলো মনে রাখার জন্য ছন্দ শিখতে হয় তাহলে তো আর এটা হলো না। কিছু তো এমনিতেই মনে রাখা উচিত।
বাংলা, সমাজ ইত্যাদি মনে রাখার জন্য শর্টকার্ট হলে কোনো সমস্য নেই।
Rana bai amak author banan
জোস….
link kaj kore na
ami 9 science er student.
so,obviously kaje lagbe.
jodio sir shit diyese.
tobuo ekhane details and onek chondo ase.