Be a Trainer! Share your knowledge.
Home » Education » ইংলিশ দক্ষতা টেস্ট PTE সম্পর্কে জেনে নিন

ইংলিশ দক্ষতা টেস্ট PTE সম্পর্কে জেনে নিন

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলব ইংলিশ দক্ষতা টেস্ট PTE নিয়ে। আপনারা সবাই জেনে থাকবেন যে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হলে প্রথমে ইংলিশ দক্ষতা টেস্ট দিতে হয়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল IELTS। কিন্তু অনেকের জন্য এটি কঠিন হয়ে যায়। তাদের জন্য কম্পিউটার বেইসড আরেকটি টেস্ট হলো PTE। এটির স্কোর এ আই দ্বারা এনালাইসিস করা হয়ে থাকে। যার কারণে কিছু টেকনিক অবলম্বন করলে IELTS এর তুলনায় বেশি স্কোর তোলা যায়। 

PTE পরীক্ষাটি ২ ঘণ্টার হয়ে থাকে। এতে চারটি মডিউল থাকে। যথা – 

১ . স্পিকিং 

২ . রাইটিং 

৩.  রিডিং

৪ .  লিসেনিং 

 

PTE পরীক্ষাটির মোট মার্ক থাকে ৯০। সবগুলা মিলে মোট ২১ ধরনের প্রশ্নের প্যাটার্ন থাকে। প্রতিটি মডিউলে কিছু কিছু প্রশ্ন একবারের অধিক এসে থাকে। স্পিকিং সেকশনে পাঁচটি  প্রশ্নের প্যাটার্ন রয়েছে। রাইটিং সেকশনে দুইটি প্রশ্নের প্যাটার্ন রয়েছে। রিডিং সেকশনে পাঁচটি প্রশ্নের প্যাটার্ন রয়েছে।  লিসেনিং সেকশনে আটটি প্রশ্নের প্যাটার্ন থাকে। এই মিলে মোট  ২০ টি প্রশ্নের প্যাটার্ন এবং আরেকটি প্রশ্নের জন্য কোন নাম্বার থাকে না। এখানে আপনি চাইলেই যে কোন সময় অনলাইনে বুকিং দিয়ে পরীক্ষা দিতে পারবেন। সপ্তাহে পাঁচ দিন এই পরীক্ষাটি নেয়া হয়ে থাকে। বাংলাদেশে এই পরীক্ষাটি দেওয়ার জন্য ঢাকার ভিতরে দুইটি সেন্টার এবং ঢাকার বাইরে চট্টগ্রামে একটি সেন্টার রয়েছে।  যেখানে গিয়ে সরাসরি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসতে হয়। আবার বাসায় বসেও পরীক্ষাটি দেওয়া যায়। সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য ২০০ ডলার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। 

 

এখন আমরা আসি স্পিকিং মডিউল নিয়ে। এই মডিউলে পাঁচটি প্রশ্নের প্যাটার্ন রয়েছে। 

১. Read Aloud

২. Repeat Sentence

৩. Describe Image

৪. Re-tell Lecture

৫. Answer Short Question

এখানে মোট ৯০.৫ নাম্বারের প্রশ্ন রয়েছে। 

 

এবার আমরা আসি রাইটিং মডিউল নিয়ে। এই মডিউলে দুটি প্রশ্নের প্যাটার্ন থাকে।

১. Summarize Written Text

২. Write Essay

এখানে মোট ৮৮.৫ নাম্বার দেয়া হয়ে থাকে।

 

এখন আমরা কথা বলব রিডিং মডিউল নিয়ে। এখানেও পাঁচটি প্রশ্নের প্যাটার্ন থাকে।

১. Reading & Writing:Fill in the blanks

২. Multiple Choice (Multiple)

৩. Re-order Paragraphs

৪. Reading:Fill in the Blanks

৫. Multiple Choice (Single)

এখানে মোট ৮৬.৫ নাম্বার দেয়া হয়ে থাকে।

 

সর্বশেষ লিসেনিং মডিউল দিয়ে পরীক্ষাটি শেষ হয়ে থাকে। এই মডিউলে প্রশ্নের প্যাটার্ন থাকে আটটি। 

১. Summarize Spoken Text

২. Multiple Choice (Multiple)

৩. Fill in the Blanks

৪. Highlight Correct Summary

৫. Multiple Choice (Single)

৬. Select Missing Word

৭. Highlight Incorrect Words

৮. Write From Dictation

এখানে মোট ৯৪.৫ নাম্বার দেয়া হয়ে থাকে।

 

এত প্রশ্নের প্যাটার্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ২১ টি প্রশ্নের প্যাটার্নের মধ্যে ৬টি প্রশ্নের প্যাটার্ন খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সেগুলো না পড়লেও চলে। PTE পরীক্ষাটি দেওয়ার জন্য খুব একটা ইংরেজি ব্যাকরণ অথবা শব্দ জানতে হয় না। PTE এর মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে। একটি হলো Pte একাডেমিক আরেকটি Pte হলো কোর। এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানে সবগুলা মডিউল একই হয়ে থাকে শুধু দুটি মডিউলের কিছু প্যাটার্ন ভিন্ন হয়ে থাকে। Pte পরীক্ষাটি দেওয়ার আগে আপনাকে ভালো করে টাইপিং শিখে যেতে হবে। না হলে রাইটিং মোডিউলের মার্ক কম আসতে পারে। PTE পরীক্ষার প্রতিটি মডিউলের সব সেকশন নিয়ে আমি পোস্ট করব যাতে আপনারা ঘরে বসেই খুব ভাল করে প্রস্তুতি নিতে পারেন। যদি আপনারা ভিডিও দেখে শিখতে চান তাহলে ইউটিউবে একটি ভালো চ্যানেল রয়েছে যেটির নাম হলো Skills pte academic। এই পরীক্ষাটি যেহেতু কম্পিউটারে দিতে হয় ঠিক সেভাবে প্র্যাকটিস করার জন্য অনলাইনে ভালো কিছু ওয়েবসাইট রয়েছে। এরমধ্য আমার জানা মতে সবচেয়ে ভালো হলো Apeuni। এতে প্র্যাকটিস করার জন্য অথবা মক টেস্ট দেওয়ার জন্য সাবস্ক্রাইবশন কিনতে হয়। 

 

3 days ago (Oct 27, 2024)

About Author (30)

Tamim
author

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version