we’ll come to TRICKBD
কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।
আমি মাসুদ।……………আগামী ০২/০৪/২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার হলে করণীয় কাজ গুলো একনজর দেখে নিন। একটু হলেও লাভ হবে।
.
১। অনন্ত ৩০ মিনিট আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন।
২। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ও
অনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।
৩। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।
৪। অন্যদের থেকে আপনার খাতা
আলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।
৫। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেন
মনে হয়, সে গুলা আগে লিখুন, তবে
প্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।
৬। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আর
হয়।
৭। ভুল করেও কখনো নকল করতে যাবেন
না।
৮। সময় নির্ধারন করুন- নাহলে দেখা যাবে ১টা উদ্দীপক লিখবে ৪০ আরেক টা ২০ মিনিট ও না, এই বিষয় টা মাথায় রেখে প্রতিটা উদ্দীপকের জন্য ২২-২৫ মিনিট বরাদ্দ রাখা যায়। অন্যথায় সন গুলো প্রশ্ন লিখতে সময় পাবেন না।
৯। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করুন।
১০। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,
স্যারের সাথে কথা বলুন।
১১। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্ত
কিছু ভাবার চেষ্টাও করবেন না।
১২। পরীক্ষার শেষে খাতাটা ভালো
করে Cheak করুন।
১৩। পরীক্ষার হল এ কম কথা বলাই বুদ্ধিমানের কাজ।
–
#সংকলনে – Saif Adnan Orko
BBA Honours (Accounting)
National University…………………………………………………………………………………………………………
আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।
28 thoughts on "০২/০৪/২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে hsc পরীক্ষা, পরীক্ষার হলে করণীয় কাজ গুলো দেখে নেন।কাজে লাগতেও পারে।"