আসসালামু আলাইকুম। আমি একজন HSC পরিক্ষার্থী। তাই সকলে আমার জন্য এবং যারা HSC পরিক্ষার্থী সকলের জন্য দোআ করবেন।ত আপনাদের সাজেশন নিয়ে নেন।

#অধ্যায়-১:

*বিশ্বগ্রাম কি,
বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান

(**ভিডিও কনফারেন্সিং,কর্মসংস্থান-আউটসোর্সিং, ই-কমার্স)

ভার্চুয়াল রিয়েলিটি(**প্রশিক্ষণ)

কৃত্রিম বুদ্ধিমত্তা (রোবটিক্স),

*ক্রায়োসারজারি কি ব্যবহৃত উপাদান ও প্রক্রিয়া,

> বায়োমেট্রিক সিস্টেমে ব্যবহৃত ডেটা ও সুবিধা-অসুবিধা_প্রয়োগ,

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল এর ব্যবহার(**ব্যক্তি শনাক্তকরণ),l

lন্যানোটেকনোলজি কি,

অর্থনৈতিক উন্নয়নে তথ্য প্রযুক্তি(মোবাইল ব্যাংকিং)

তথ্য প্রযুক্তির অপব্যবহার(সাইবার ক্রাইম)

#অধ্যায়-২:

*ব্যান্ডউইথ কি ও 9.6 kbps বলতে কি বুঝো

সিপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড(হাফ ও ফুল-ডুপ্লেক্স)

ক্যাবল কানেক্টর(টুইস্টেড-RJ-45,কো-এক্সিয়াল-BNC, ফাইবার অপটিক-ST),

কো-এক্সিয়াল ক্যাবলের গঠন,

***ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট ও সুবিধা,

**PAN, LAN ও MAN এর বৈশিষ্ট্য ও পার্থক্য,

*হটস্পট(ব্লুটুথ, ওয়াই-ফাই)

, মডেম, মডুলেশন, রাউটার, রিপিটার, হাব ও সুইচ কি, *হাব ও সুইচের মধ্যে পার্থক্য, টপোলজি(**স্টার-সুবিধাসমূহ, *রিং-অসুবিধাসমূহ)

#অধ্যায়-৩:(২ টি সৃজনশীল আসতে পারে)

LSB ও MSB এর পুর্ণরূপ,

রূপান্তর(বাইনারি/­ডেসিমালঅক্টাল/হেক্সাডেসিমাল)

**ভিন্ন সংখ্যা পদ্ধতির দুইটি সংখ্যা যোগ বা তুলনা(প্রথমে সংখ্যা দুইটিকে একই সংখ্যা পদ্ধতিতে নিতে হবে তারপর যোগবা তুলনা করতে হবে)

২ এর পরিপূরক কি ও এর গুরত্ব

BCD-8421 কোড

*বুলিয়ান ফাংশনের সত্যক সারণি

বুলিয়ান ফাংশন

**সরলীকরণ ও **শুধুমাত্র NOR/NAND গেইট দিয়ে অংকন, ফ্লিপ-ফ্লপ, *রেজিষ্টার, এনকোডার, ডিকোডার কি।

#অধ্যায়-৪:

ওয়েবসাইট,

ওয়েবপেইজ,

হোমপেইজ, ডোমেইন, হোস্টিং,

tag, HTML, www, http, URL, IP address কি

, **স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা,

**ওয়েবসাইটের কাঠামো, list, table, hyperlink এর জন্য html কোড, html এ ইমেজ ও হাইপারলিংকের গুরত্ব।


#অধ্যায়-৫:

*কম্পাইলার বা অনুবাধক প্রোগ্রাম,

মেশিন ভাষা, সোর্স কোড,

*algorithm, ফ্লোচার্ট,অপারেটর, লুপ, নেস্টেড লুপ, array কি

কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য

ফ্লোচার্ট/c ভাষায় প্রোগ্রাম লিখ-(যোগ, গড় , *ক্ষেত্রফল , জোড়/বিজোড় সংখ্যা, বৃহত্তম/ক্ষুদ্রতম সংখ্যা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার রূপান্তর, **ধারার যোগফল নির্ণয়),

*for loop কে do বা while loop দিয়ে বাস্তবায়ন।


#অধ্যায়-৬:

ডেটাবেজ,

ডেটা হায়ারার্কি, DBMS, RDBMS, কুয়েরি

*প্রাইমারি কি, ফরেন কি, ইন্ডেক্সিং ও সর্টিং কি, ডেটাবেজ টেবিল তৈরির পদ্ধতি,

**ডেটা টাইপের ব্যাখ্যা, **দুইটি টেবিলের মধ্যে রিলেশন
Full credit :Fahim Khandakar Bhaiaaz
বি:দ্র:স্টার দেওয়া গুলা বেশি করে পরবেন।তাহলে আর এ+ মিস হবে না।
আজ আসি। আল বিদা

13 thoughts on "HSC পরিক্ষার্থীরা নিয়ে নিন ICT এর ১০০% কমন সাজেশন। এবার ICT তে এ+ আসবেই।"

  1. Raazz Contributor says:
    ভাই, ফ্লিপ ফ্লপ সিলেবাসে নেই। আর যেগুলা সাজেশন দিছেন এর বাইরে কি বইয়ে কিছু আছে?
    1. Skp2 Contributor says:
      আপনি সিলেবাস কনে পেলেন???ফ্লিপফ্লপ ,রেজিস্তার অবশ্যই জানা প্রয়োজন,,
    2. Raazz Contributor says:
      হ্যাঁ জানা প্রয়োজন কিন্তু HSC এর সিলেবাসে ফ্লিপ ফ্লপ নাই।
    3. Skp2 Contributor says:
      I think,,,আপনি বই বা র্বোড প্রশ্ন দেখেন না। সিলেট র্বোড-2017 দেখেন।HSC এর কোনো সিলেবাস নাই,,
    4. Skp2 Contributor says:
      আপনি বই বা বোর্ড প্রশ্ন দেখেননি। সিলেট বোর্ড-2017 দেখেন। HSC এর কোনো সিলেবাস নাই,,
    5. Raazz Contributor says:
      মাহবুবুর রহমানের বইয়ে লেখা আছে, ফ্লিপ ফ্লপ সিলেবাসে নেই তবে জেনে রাখা ভাল। আর সিলেবাস না থাকলে, এক সাবজেক্টের বিভিন্ন রাইটারের বইয়ের অধ্যায় আর টপিকের নাম হুবহু এক হত না।
    6. IamAzizulhakim Contributor says:
      Bro .full boi
  2. Skp2 Contributor says:
    লিখে দিলেই হয়ে গেল,,,যে আসবে!!!যা সাজেন্শনে দেছেন তার অধিকাংশ লেখা উল্টাপাল্টা।
  3. MD MASUD RANA Author says:
    egula oni lekhen ni
    1. Nikhil Roy Author says:
      আপনারা এই সাজেন্সনগুলো কোথায় পাইতেছেন?
      আপনার ইংরেজি ২য় এর সাজেন্সন এর changing sentence নবদূত এর কমন পাইছিলাম সবটাই ।
  4. Roach-backed Contributor says:
    vay jodi 100% na asw khobbor ace,,,vul val suggetion dile
  5. Kawsar Contributor says:
    vai, suggestion gula aktu taratari dile valo hoi, beshi late hoye jai suggestion dite. Akta exam sesh howar din-e next exam er suggestion ta dile valo hoi.
  6. TrickBD Lover Contributor says:
    Ki suggestion re vai ??? Purai ? Thak na bolai valo

Leave a Reply