আসসালামু আলাইকুম।
সবসময় টেকনোলজি নিয়ে থাকলে আমাদের পড়া লেখায় বিঘ্নতা সৃষ্টি হতে পারে। তাই আমার আজকের পোস্টে ইন্টারমিডিয়েট এর পৌরণীতি বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেয়া হলো।
সবাই পড়ে অথবা নোট করে নিবেন।
১০০% কাজে আসবেই।
এখান থেকে আমার ও অন্যান্য অনেক কলেজে অধিকাংশ প্রশ্ন আসছে।

নেতৃত্ব কাকে বলে?
নেতৃত্ব হল কোন ব্যাক্তি বা দলের সেই নৈতিক গুনাবলি, যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে।
.
রাজনৈতিক দল কি?
রাজনৈতিক দল হল এমন এক গোষ্ঠী, যারা রাষ্ট্রের ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রামে কাজ করে যেতে সম্মত হয়।
.
দেশপ্রেম শব্দের ইংরেজি কি?
patriotism
.
রাজনৈতিক সংস্কৃত কি?
.
কোন জাতির রাজনৈতিক সংস্কৃত হলো জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ের সাথে পরিচিতির ধরণের সুস্পষ্ট বন্টন।

.
বা
.
রাজনৈতিক সংস্কৃত হলো রাজনৈতিক ব্যবস্থায় সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব ও দৃষ্টিভঙ্গি বিন্যাস।
.
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
প্রভাব বিস্তারের ইচ্ছুক একইরূপ স্বার্থের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী হচ্ছে মূলত ভাপ সৃষ্টিকারী গোষ্ঠী।
.
বিশ্বায়ন কি?
এক দেশের বানিজ্য অপর দেশের বানিজ্যর সাথে যুক্ত হওয়ার কিংবা বানিজ্যের ক্ষেত্রে কোনো রকম বাধা-নিষেধ আরোপিত না হওয়ার যে পক্রিয়া সেটিই হলো বিশ্বায়ন।
.

অধিকার কি?
অধিকার হলো রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যাক্তিত্বের বিকাশ ঘটে।
.
কর্তব্য কাকে বলে?
রাষ্ট্র কর্তৃক পদত্ত অধিকার ভোগের বিনিমেয় নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাকেই কর্তব্য বলে।
.
মানবাধিকার কাকে বলে?
জাতিসংঘ এর মতে, মানবাধিকার বলতে সেসব অধিকারকে বুঝায় যা মানুষের প্রকৃতির জড়িত এবং এটা মানুষ বাঁচতে পারে না।
.
গণতান্ত্রিক মূল্যবোধ কি?

মানুষের যে সব চিন্তাভাবনা, লক্ষ্য, গণতান্ত্রিক আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ
.
নৈতিকতা কি?
নৈতিকতা হলো ঐ সব অনুশীলন ও ক্রিয়া ক্রিয়াকলাপ, যা ভালো বা মন্দ হিসেবে বিবেচনা করা হয়।
.
পৌরনীতি কি?
নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।
.
আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
পড়াশুনায় আরোও হেল্প পেতে ইন্টারমিডিয়েট এর সবাই জয়েন দিন নিচের ফেসবুক গ্রুপে।
SSC Batch 2017 & HSC 2019

3 thoughts on "[এইচএসসি] পৌরণীতি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর"

  1. JS JIBON Contributor says:
    valo post
  2. Mojahid Author says:
    achi ami batch 2019

Leave a Reply